Ajker Patrika

ইরানের হামলার তীব্র নিন্দা কাতারের, পাল্টা জবাবের হুঁশিয়ারি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪: ২৭
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আল-উদেইদে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) পরিচালিত ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে এ হামলাকে ‘কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করেছেন।

আল-আনসারি বলেন, ‘আমরা কাতার রাষ্ট্র হিসেবে আমাদের সার্বভৌম অধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রাখি এবং আন্তর্জাতিক আইনের আওতায় এই স্পষ্ট আগ্রাসনের সরাসরি জবাব দেওয়ার অধিকার রাখি।’ তিনি জানান, কাতারের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে এবং আক্রমণ সফলভাবে মোকাবিলা করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, এ ঘটনা শুধু কাতার নয়, পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। আল-উদেইদ ঘাঁটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মধ্যপ্রাচ্য ঘাঁটি হিসেবে পরিচিত, যেখানে কয়েক হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

কাতার ইতিমধ্যে এই হামলার পর দেশের আকাশসীমায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।

এ হামলার মধ্য দিয়ে চলমান ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনার মাত্রা আরও এক ধাপ বাড়ল বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া সংঘাত এখন উপসাগরীয় দেশগুলোকেও সরাসরি প্রভাবিত করতে শুরু করেছে।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত