
দ্বিতীয় দিনের মতো গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। বোমা হামলায় আজ বুধবার সকালে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসেই প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। উপত্যকাজুড়ে প্রাণহানি আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পুরো উপত্যকার আকাশ ছেয়ে রেখেছে ইসরায়েলের ড্রোন। স্থানীয়রা বলছেন, অসংখ্য ড্রোনের কারণে গাজার আকাশ মেঘলা দেখাচ্ছে, ড্রোনের পাখার আওয়াজ শোনা যাচ্ছে পুরো উপত্যকা থেকেই। উপত্যকার কোনো স্থানই নিরাপদ নয় জেনেও জীবন বাঁচাতে এদিক-সেদিক ছোটাছুটি করছে বাসিন্দারা।
আলজাজিরা অ্যারাবিকের তথ্যমতে, নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার দক্ষিণ-উত্তরাঞ্চল থেকে মধ্য গাজার দিকে ছুটে যাচ্ছে বাসিন্দারা। আবার মধ্য গাজায় বোমা হামলার তীব্রতায় সেখান থেকে বাসিন্দারা সরে যাচ্ছে উত্তর-দক্ষিণাঞ্চলে। এ যেন বেদুইনদের মরীচিকার পেছনে ছোটা!
গতকাল মঙ্গলবার ভোর থেকে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। নির্বিচারে উপত্যকাজুড়ে চালানো হয়েছে হত্যাযজ্ঞ। তাদের প্রধান লক্ষ্য ছিল আবাসিক ভবন ও শরণার্থীশিবিরগুলো। এক দিনেই প্রাণ গেছে চার শতাধিক ফিলিস্তিনির।
এখনো ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে আছে বলে জানিয়েছে একাধিক মানবাধিকার সংস্থা। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলার পর হতাহতদের উদ্ধার করতে গিয়ে ছিন্নভিন্ন মাংস পেয়েছে তারা।
এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে হতাহতদের ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তাঁরা বলছেন, এত বিপুলসংখ্যক মানুষের স্থানসংকুলান সম্ভব হচ্ছে না। কিন্তু, আহতদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই হাসপাতালগুলোতে। তার ওপর উপত্যকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েল। এ ছাড়া, টানা কাজ করতে করতে ক্লান্ত-বিধ্বস্ত তাঁরাও।
এদিকে, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসা ত্রাণের ট্রাক উপত্যকায় ঢুকতে দিচ্ছে না আইডিএফ সেনারা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওসিএইচএ বলছে, ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) জন্য ২০টি ভেন্টিলেটর আর নবজাতকদের জন্য ৯টি ইনকিউবেটর নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে তাঁদের ট্রাক।
বর্তমানে গাজায় কোনো হাসপাতালই পুরোপুরি কার্যকর নয়। এর মধ্যে ১৩টি হাসপাতাল আর চারটি ফিল্ড হাসপাতাল পুরোপুরিই অকার্যকর। এমন পরিস্থিতিতে ত্রাণসহায়তা ঢুকতে না দিলে গাজায় মানবিক পরিস্থিতির আরও অবনতি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

দ্বিতীয় দিনের মতো গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। বোমা হামলায় আজ বুধবার সকালে উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসেই প্রাণ হারিয়েছে অন্তত ১০ জন। উপত্যকাজুড়ে প্রাণহানি আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।
কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পুরো উপত্যকার আকাশ ছেয়ে রেখেছে ইসরায়েলের ড্রোন। স্থানীয়রা বলছেন, অসংখ্য ড্রোনের কারণে গাজার আকাশ মেঘলা দেখাচ্ছে, ড্রোনের পাখার আওয়াজ শোনা যাচ্ছে পুরো উপত্যকা থেকেই। উপত্যকার কোনো স্থানই নিরাপদ নয় জেনেও জীবন বাঁচাতে এদিক-সেদিক ছোটাছুটি করছে বাসিন্দারা।
আলজাজিরা অ্যারাবিকের তথ্যমতে, নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার দক্ষিণ-উত্তরাঞ্চল থেকে মধ্য গাজার দিকে ছুটে যাচ্ছে বাসিন্দারা। আবার মধ্য গাজায় বোমা হামলার তীব্রতায় সেখান থেকে বাসিন্দারা সরে যাচ্ছে উত্তর-দক্ষিণাঞ্চলে। এ যেন বেদুইনদের মরীচিকার পেছনে ছোটা!
গতকাল মঙ্গলবার ভোর থেকে যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা শুরু করেছে নেতানিয়াহু প্রশাসন। নির্বিচারে উপত্যকাজুড়ে চালানো হয়েছে হত্যাযজ্ঞ। তাদের প্রধান লক্ষ্য ছিল আবাসিক ভবন ও শরণার্থীশিবিরগুলো। এক দিনেই প্রাণ গেছে চার শতাধিক ফিলিস্তিনির।
এখনো ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের মরদেহ চাপা পড়ে আছে বলে জানিয়েছে একাধিক মানবাধিকার সংস্থা। বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলার পর হতাহতদের উদ্ধার করতে গিয়ে ছিন্নভিন্ন মাংস পেয়েছে তারা।
এমন পরিস্থিতিতে হাসপাতালগুলোতে হতাহতদের ভিড় সামলাতে বেগ পেতে হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। তাঁরা বলছেন, এত বিপুলসংখ্যক মানুষের স্থানসংকুলান সম্ভব হচ্ছে না। কিন্তু, আহতদের অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। পাশাপাশি, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই হাসপাতালগুলোতে। তার ওপর উপত্যকাজুড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে রেখেছে ইসরায়েল। এ ছাড়া, টানা কাজ করতে করতে ক্লান্ত-বিধ্বস্ত তাঁরাও।
এদিকে, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে আসা ত্রাণের ট্রাক উপত্যকায় ঢুকতে দিচ্ছে না আইডিএফ সেনারা। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থা ওসিএইচএ বলছে, ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) জন্য ২০টি ভেন্টিলেটর আর নবজাতকদের জন্য ৯টি ইনকিউবেটর নিয়ে সীমান্তে দাঁড়িয়ে আছে তাঁদের ট্রাক।
বর্তমানে গাজায় কোনো হাসপাতালই পুরোপুরি কার্যকর নয়। এর মধ্যে ১৩টি হাসপাতাল আর চারটি ফিল্ড হাসপাতাল পুরোপুরিই অকার্যকর। এমন পরিস্থিতিতে ত্রাণসহায়তা ঢুকতে না দিলে গাজায় মানবিক পরিস্থিতির আরও অবনতি হবে বলে সতর্ক করেছে জাতিসংঘ।

যুক্তরাষ্ট্র গতকাল শনিবার কোনো পূর্বঘোষণা ছাড়াই ভেনেজুয়েলায় হামলা চালায়। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে রাজধানী কারাকাস থেকে ধরে নিয়ে যায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তাঁর স্ত্রীকে।
২৫ মিনিট আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ক্ষমতা থেকে অপসারিত হওয়ায় দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এতে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।
১০ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার ‘সরাসরি সশস্ত্র আগ্রাসনের’ ঘটনায় গভীর বিস্ময় ও তীব্র নিন্দা প্রকাশ করেছে চীন। আজ শনিবার (৩ জানুয়ারি) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এক বিবৃতিতে জানান, একটি সার্বভৌম রাষ্ট্র এবং তার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এ ধরনের বলপ্রয়োগ আন্তর্জাতিক আইনের চর
১০ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তা ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, সাম্প্রতিক এক সামরিক অভিযানে ১৫০টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। ‘অপারেশন অ্যাবসোলিউট রিজলভ’ নামের এই অভিযানটি কয়েক মাসের পরিকল্পনা ও মহড়া শেষে পরিচালিত হয় বলে জানান তিনি।
১০ ঘণ্টা আগে