আজকের পত্রিকা ডেস্ক

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন চলছেই। সর্বশেষ, গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত সাড়ে ৫৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৪৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৩টি মরদেহ আনা হয়েছে এবং ২৭৮ জন আহত হয়েছে। ইসরায়েলের এই হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৫৫। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক নিহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপ ও রাস্তার নিচে আটকে রয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ২৯ জনের বেশি আহত হয়েছে। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ৮৪৪ জন নিহত এবং ৫ হাজার ৬০৪ জনের বেশি আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে তারা ৭ হাজার ৬৫৬ জনকে হত্যা এবং ২৭ হাজার ৩১৪ জনকে আহত করেছে। এ হামলার মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ভেঙে দেওয়া হয়েছে।
গত নভেম্বরে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া, গাজায় এই যুদ্ধের জন্য ইসরায়েল এখন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি হয়েছে, যেখানে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যামূলক আগ্রাসন চলছেই। সর্বশেষ, গতকাল মঙ্গলবার সন্ধ্যার আগের ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত সাড়ে ৫৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে।
তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮ হাজার ৪৭৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৯৩টি মরদেহ আনা হয়েছে এবং ২৭৮ জন আহত হয়েছে। ইসরায়েলের এই হামলায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৫৫। বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অনেক নিহত ব্যক্তি এখনো ধ্বংসস্তূপ ও রাস্তার নিচে আটকে রয়েছে, উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।’
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ছয়জন ফিলিস্তিনি নিহত এবং ২৯ জনের বেশি আহত হয়েছে। গত ২৭ মে থেকে এখন পর্যন্ত সহায়তা নিতে গিয়ে মোট ৮৪৪ জন নিহত এবং ৫ হাজার ৬০৪ জনের বেশি আহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী গত ১৮ মার্চ থেকে গাজায় আবারও হামলা শুরু করে। এরপর থেকে তারা ৭ হাজার ৬৫৬ জনকে হত্যা এবং ২৭ হাজার ৩১৪ জনকে আহত করেছে। এ হামলার মাধ্যমে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি ভেঙে দেওয়া হয়েছে।
গত নভেম্বরে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এ ছাড়া, গাজায় এই যুদ্ধের জন্য ইসরায়েল এখন আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) মুখোমুখি হয়েছে, যেখানে গণহত্যার অভিযোগে মামলা চলছে।

যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
১৩ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৯ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
১০ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
১০ ঘণ্টা আগে