আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, ইরানি জনগণের এখন উঠে দাঁড়ানোর এবং তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে পরিবর্তন করার সুযোগ রয়েছে।
আজ সোমবার সিএনএনের ওল্ফ ব্লিটজারকে দেওয়া এক সাক্ষাৎকারে হারজোগ বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, আমরা এখন পর্যন্ত যা দেখিয়েছি, তা আরও নাটকীয়ভাবে চালিয়ে যাওয়া সম্ভব এবং এর ফলে ইরানেও পরিস্থিতির গতি পরিবর্তন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ইরানি জনগণ কয়েক দশক ধরে নিপীড়নের শিকার। আমরা সবাই বিশ্বাস করি, তারা এখন এই অবস্থায় ক্লান্ত এবং এটা তাদের জন্য শাসনব্যবস্থা পরিবর্তনের একটি সুযোগ।’
তবে প্রেসিডেন্ট হারজোগ স্পষ্ট করে বলেন, ইরানে ইসরায়েলের অভিযান কোনো ‘শাসন পরিবর্তনের’ লক্ষ্যে পরিচালিত হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা।’
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্বের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। এর ফলে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা আরও চাপের মুখে পড়েছে। ২০২৩ সাল থেকে ইরানের আঞ্চলিক ছায়াগোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলায় খামেনির শাসনব্যবস্থা দুর্বল হতে শুরু করেছিল।
সিএনএনকে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সামনে খামেনিকে হত্যা করার সুযোগ এসেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেই সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার বিরোধিতা করেছেন।
এই প্রসঙ্গে হারজোগ বলেন, ‘আমি প্রেসিডেন্ট, নির্বাহী বিভাগের প্রধান নই। সেই দায়িত্ব যাঁরা নিয়েছেন বা নেবেন, সিদ্ধান্ত তাঁদেরই।’
তবে প্রেসিডেন্ট হারজোগ জোর দিয়ে বলেছেন, খামেনির নেতৃত্বে ‘সন্ত্রাসী অবকাঠামো’ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহী, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এমনকি লাতিন আমেরিকায়ও সন্ত্রাসী সেল গঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বলেছেন, ইরানি জনগণের এখন উঠে দাঁড়ানোর এবং তেহরানের বর্তমান শাসনব্যবস্থাকে পরিবর্তন করার সুযোগ রয়েছে।
আজ সোমবার সিএনএনের ওল্ফ ব্লিটজারকে দেওয়া এক সাক্ষাৎকারে হারজোগ বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসী, আমরা এখন পর্যন্ত যা দেখিয়েছি, তা আরও নাটকীয়ভাবে চালিয়ে যাওয়া সম্ভব এবং এর ফলে ইরানেও পরিস্থিতির গতি পরিবর্তন হতে পারে।’
তিনি আরও বলেন, ‘ইরানি জনগণ কয়েক দশক ধরে নিপীড়নের শিকার। আমরা সবাই বিশ্বাস করি, তারা এখন এই অবস্থায় ক্লান্ত এবং এটা তাদের জন্য শাসনব্যবস্থা পরিবর্তনের একটি সুযোগ।’
তবে প্রেসিডেন্ট হারজোগ স্পষ্ট করে বলেন, ইরানে ইসরায়েলের অভিযান কোনো ‘শাসন পরিবর্তনের’ লক্ষ্যে পরিচালিত হচ্ছে না। তিনি জোর দিয়ে বলেছেন, ‘আমাদের মূল লক্ষ্য হলো ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা।’
ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশটির সামরিক নেতৃত্বের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। এর ফলে আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন শাসনব্যবস্থা আরও চাপের মুখে পড়েছে। ২০২৩ সাল থেকে ইরানের আঞ্চলিক ছায়াগোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলায় খামেনির শাসনব্যবস্থা দুর্বল হতে শুরু করেছিল।
সিএনএনকে একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলের সামনে খামেনিকে হত্যা করার সুযোগ এসেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেই সময়কার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনার বিরোধিতা করেছেন।
এই প্রসঙ্গে হারজোগ বলেন, ‘আমি প্রেসিডেন্ট, নির্বাহী বিভাগের প্রধান নই। সেই দায়িত্ব যাঁরা নিয়েছেন বা নেবেন, সিদ্ধান্ত তাঁদেরই।’
তবে প্রেসিডেন্ট হারজোগ জোর দিয়ে বলেছেন, খামেনির নেতৃত্বে ‘সন্ত্রাসী অবকাঠামো’ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনে হুতি বিদ্রোহী, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এমনকি লাতিন আমেরিকায়ও সন্ত্রাসী সেল গঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সুইজারল্যান্ডের একটি অভিজাত স্কি রিসোর্টে নতুন বছর উদ্যাপনের আনন্দ মুহূর্তেই ভয়াবহ ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ক্রাঁস-মঁতানা স্কি রিসোর্টে নববর্ষের রাতে একটি জনাকীর্ণ বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয়...
৫ ঘণ্টা আগে
২০২৫ সালে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে ‘শান্তির প্রেসিডেন্ট’ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বাস্তবতা ভিন্ন ছবি দেখাচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, সদ্য শেষ হওয়া বছরটিতে যুক্তরাষ্ট্র অন্তত সাতটি দেশে সামরিক..
৬ ঘণ্টা আগে
গত দুই দিনে বিক্ষোভকে কেন্দ্র করে তিনটি প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে কুহদাশত শহরে দাঙ্গাকারীদের হামলায় ২১ বছর বয়সী আমির হোসাম খোদায়ারি ফার্দ নামের এক বাসিজ সদস্য (আধা সামরিক বাহিনী) নিহত হন। এ ঘটনায় আরও ১৩ পুলিশ ও বাসিজ সদস্য আহত হয়েছেন।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবার নিয়ম অনুযায়ী, মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রী ‘ইমিডিয়েট রিলেটিভ’ বা নিকটাত্মীয় ক্যাটাগরিতে পড়েন এবং তাঁরা গ্রিন কার্ডের জন্য আবেদনের যোগ্য। তবে ৩০ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অভিবাসন আইনজীবী ব্র্যাড বার্নস্টাইন সতর্ক করে দিয়ে বলেছেন, বর্তমান ট্রাম্প প্রশাস
৭ ঘণ্টা আগে