
গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছেন। আজ বুধবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েল গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করেছে। এরপর এখন পর্যন্ত তাদের ৩২ সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্পেশাল ফোর্সের সদস্য।
নিহত ওই সেনার নাম জনাথন চাজর। তিনি ইসরায়েলের বিমান বাহিনীর শালদাগ ইউনিটের সদস্য। গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন।
আইডিএফ এখন পর্যন্ত ৩৫০ সেনার নাম প্রকাশ করেছে। এসব সেনাদের বেশির ভাগ হামাসের হামলার নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিন জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানাতে পারেনি সামরিক শাখা।
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের স্পেশাল ফোর্সের এক সেনা নিহত হয়েছেন। আজ বুধবার ইসরায়েলের সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজায় যুদ্ধে ইসরায়েলের এক সেনা নিহত হয়েছেন। নিহত ওই সেনা স্পেশাল ফোর্সের সদস্য ছিলেন।
আইডিএফ জানিয়েছে, ইসরায়েল গত ২৭ অক্টোবর গাজায় স্থল অভিযান শুরু করেছে। এরপর এখন পর্যন্ত তাদের ৩২ সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন স্পেশাল ফোর্সের সদস্য।
নিহত ওই সেনার নাম জনাথন চাজর। তিনি ইসরায়েলের বিমান বাহিনীর শালদাগ ইউনিটের সদস্য। গাজার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালে তিনি নিহত হন।
আইডিএফ এখন পর্যন্ত ৩৫০ সেনার নাম প্রকাশ করেছে। এসব সেনাদের বেশির ভাগ হামাসের হামলার নিহত হয়েছেন।
এদিকে ফিলিস্তিন জানিয়েছে, তারা ইসরায়েলের বিভিন্ন শহর ও সেনাবাহিনীর ট্যাংককে লক্ষ্য করে হামলা শুরু করেছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস বিগ্রেড জানিয়েছে, তারা ইসরায়েলের তিনটি শহরে হামলা চালিয়েছে। এ শহরগুলো হলো গুশ দান, সেদরত ও মেফালসিম। এসব শহরে হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না জানাতে পারেনি সামরিক শাখা।
হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, তারা বেত লাহিয়ার উত্তর-পূর্ব অঞ্চলে হামলা চালিয়েছে। এ সময় তারা একটি ট্যাংকও ধ্বংস করেছে। সামরিক এ শাখাটি এর আগে গাজার দক্ষিণ-পূর্বাঞ্চলে দুটি ট্যাংক এবং উত্তরে আরেকটি ট্যাংক ও সেনাদের যান ধ্বংস করেছিল।

গ্রিনল্যান্ড দখলে বাধা দেওয়ায় ইউরোপের আটটি দেশের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
২ ঘণ্টা আগে
চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
৪ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৫ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৫ ঘণ্টা আগে