আজকের পত্রিকা ডেস্ক

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কঙ্গানে অবস্থিত সাউথ পার্স রিফাইনারিতে একটি ইসরায়েলি ড্রোন হামলার পর ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
আজ শনিবার সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, এক ঘণ্টা আগে ইসরায়েলি একটি ড্রোন সাউথ পার্সের ফেইজ-১৪ রিফাইনারিতে আঘাত হানে, যার ফলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফার্স সংবাদ সংস্থা জানায়, বিস্ফোরণের পরপরই রিফাইনারিতে বড় ধরনের আগুন ধরে যায়, এবং দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস প্রকল্প, যা ইরান এবং কাতারের মধ্যবর্তী পারস্য উপসাগরের তলদেশে অবস্থিত। ফেইজ-১৪ হচ্ছে এর অন্যতম উৎপাদন ইউনিট।
ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা ঘটেছে। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায় এবং ইরানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায়।
বিশ্লেষকদের মতে, এ ধরনের আক্রমণ শুধু সামরিক নয়, বরং ইরানের অর্থনৈতিক মেরুদণ্ডকে টার্গেট করে করা হচ্ছে। গ্যাস রপ্তানি ও জ্বালানি উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও নড়বড়ে হয়ে পড়তে পারে।
বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘর্ষ থেকে একটি বিস্তৃত যুদ্ধ এড়ানোর লক্ষ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে সাউথ পার্স রিফাইনারির মতো কৌশলগত স্থাপনায় হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর কঙ্গানে অবস্থিত সাউথ পার্স রিফাইনারিতে একটি ইসরায়েলি ড্রোন হামলার পর ‘ভয়াবহ বিস্ফোরণ’ ঘটেছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।
আজ শনিবার সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানায়, এক ঘণ্টা আগে ইসরায়েলি একটি ড্রোন সাউথ পার্সের ফেইজ-১৪ রিফাইনারিতে আঘাত হানে, যার ফলে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফার্স সংবাদ সংস্থা জানায়, বিস্ফোরণের পরপরই রিফাইনারিতে বড় ধরনের আগুন ধরে যায়, এবং দমকল কর্মীরা তা নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সাউথ পার্স গ্যাসক্ষেত্রটি বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক গ্যাস প্রকল্প, যা ইরান এবং কাতারের মধ্যবর্তী পারস্য উপসাগরের তলদেশে অবস্থিত। ফেইজ-১৪ হচ্ছে এর অন্যতম উৎপাদন ইউনিট।
ইসরায়েল ও ইরানের মধ্যে সম্প্রতি বাড়তে থাকা সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলা ঘটেছে। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালায় এবং ইরানও পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানায়।
বিশ্লেষকদের মতে, এ ধরনের আক্রমণ শুধু সামরিক নয়, বরং ইরানের অর্থনৈতিক মেরুদণ্ডকে টার্গেট করে করা হচ্ছে। গ্যাস রপ্তানি ও জ্বালানি উৎপাদনে বড় ধরনের বিঘ্ন ঘটলে আঞ্চলিক স্থিতিশীলতা আরও নড়বড়ে হয়ে পড়তে পারে।
বর্তমানে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘর্ষ থেকে একটি বিস্তৃত যুদ্ধ এড়ানোর লক্ষ্যে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানাচ্ছে। তবে সাউথ পার্স রিফাইনারির মতো কৌশলগত স্থাপনায় হামলা নতুন করে উদ্বেগ বাড়িয়ে তুলেছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৬ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৬ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
৮ ঘণ্টা আগে