
সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। জেরুজালেমের আশঙ্কা, এসব অস্ত্র শত্রুশক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই হামলা চালিয়ে এসব অস্ত্রের মজুত ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুই সিরিয়ার নিরাপত্তা সূত্র টাইমস অব জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল। হামলাগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আকরাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
এর আগে, গত রোববার ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় সিরিয়ায় উন্নত মিসাইল মজুদকেন্দ্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, অস্ত্র উৎপাদন কারখানা এবং রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো ধ্বংস করা হয়। এ ছাড়া আসাদ বাহিনীর অন্তর্ভুক্ত বিমান, হেলিকপ্টার এবং ট্যাংকও ধ্বংস করা হয়। রোববার থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনার ওপর প্রায় ২৫০টি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৩০০ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে সিরিয়ার বিমানবাহিনী কয়েক দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ফলে বিদ্রোহী গোষ্ঠী বা ভবিষ্যতের কোনো সরকার ইসরায়েলের জন্য আকাশপথে হুমকি হয়ে উঠতে পারবে না।
ব্রিটেনভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার ইসরায়েল সিরিয়ায় শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দামেস্কে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে পশ্চিমা দেশগুলোর সন্দেহ করা একটি গবেষণা কেন্দ্র।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে গতকাল সোমবার বলেন, ‘ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে বারজাহ বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রও রয়েছে। সাবেক সরকারের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ইসরায়েলের হামলা বেড়েছে।’ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সোমবার সন্ধ্যায় দামেস্কের উত্তরে বারজাহ এলাকায় তিন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, সেখানে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে। ওই এলাকায় সিরিয়ান সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি অফিস আছে। এই সংস্থা আসাদ রেজিমের অধীনে রাসায়নিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ আছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দামেস্কের দক্ষিণে কাবার এস-সিত বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিমানবন্দরটি হেলিকপ্টারের জন্য ব্যবহৃত হতো। এর কিছুক্ষণ আগে সিরিয়ার কর্মকর্তারা দাবি করেন, ইসরায়েলি বিমানবাহিনী লাতাকিয়া বন্দরে বোমা বর্ষণ করেছে এবং তা উৎখাতকৃত সরকারের নৌবাহিনীর শক্তিমত্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার ভোরে দারা শহরে ইসরায়েলি হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হামলার পরের বিস্ফোরণে বোঝা যায় ভবনগুলোতে অস্ত্রের মজুত ছিল।
এর আগে, গত রোববার টাইমস অব ইসরায়েলকে দেশটির এক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আইডিএফের ডজনখানেক যুদ্ধবিমান সিরিয়ার বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার প্রধান উদ্দেশ্য ছিল ‘কৌশলগত অস্ত্র’ ধ্বংস করা। এ ছাড়া, গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বাফার জোনে নতুন অবস্থান নিয়েছে আইডিএফ, যাতে সম্ভাব্য অরাজকতার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ইয়োম কিপ্পুরের যুদ্ধের পর স্বাক্ষরিত ডিসএনগেজমেন্ট চুক্তির পর এই প্রথমবার ইসরায়েলি বাহিনী সিরিয়া-ইসরায়েল বাফার জোনে অবস্থান নিয়েছে। যদিও অতীতে আইডিএফ অল্প সময়ের জন্য ওই জোনে প্রবেশ করেছিল।

সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। জেরুজালেমের আশঙ্কা, এসব অস্ত্র শত্রুশক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই হামলা চালিয়ে এসব অস্ত্রের মজুত ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুই সিরিয়ার নিরাপত্তা সূত্র টাইমস অব জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল। হামলাগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আকরাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
এর আগে, গত রোববার ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় সিরিয়ায় উন্নত মিসাইল মজুদকেন্দ্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, অস্ত্র উৎপাদন কারখানা এবং রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো ধ্বংস করা হয়। এ ছাড়া আসাদ বাহিনীর অন্তর্ভুক্ত বিমান, হেলিকপ্টার এবং ট্যাংকও ধ্বংস করা হয়। রোববার থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনার ওপর প্রায় ২৫০টি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৩০০ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে সিরিয়ার বিমানবাহিনী কয়েক দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ফলে বিদ্রোহী গোষ্ঠী বা ভবিষ্যতের কোনো সরকার ইসরায়েলের জন্য আকাশপথে হুমকি হয়ে উঠতে পারবে না।
ব্রিটেনভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার ইসরায়েল সিরিয়ায় শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দামেস্কে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে পশ্চিমা দেশগুলোর সন্দেহ করা একটি গবেষণা কেন্দ্র।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে গতকাল সোমবার বলেন, ‘ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে বারজাহ বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রও রয়েছে। সাবেক সরকারের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ইসরায়েলের হামলা বেড়েছে।’ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সোমবার সন্ধ্যায় দামেস্কের উত্তরে বারজাহ এলাকায় তিন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, সেখানে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে। ওই এলাকায় সিরিয়ান সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি অফিস আছে। এই সংস্থা আসাদ রেজিমের অধীনে রাসায়নিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ আছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দামেস্কের দক্ষিণে কাবার এস-সিত বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিমানবন্দরটি হেলিকপ্টারের জন্য ব্যবহৃত হতো। এর কিছুক্ষণ আগে সিরিয়ার কর্মকর্তারা দাবি করেন, ইসরায়েলি বিমানবাহিনী লাতাকিয়া বন্দরে বোমা বর্ষণ করেছে এবং তা উৎখাতকৃত সরকারের নৌবাহিনীর শক্তিমত্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার ভোরে দারা শহরে ইসরায়েলি হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হামলার পরের বিস্ফোরণে বোঝা যায় ভবনগুলোতে অস্ত্রের মজুত ছিল।
এর আগে, গত রোববার টাইমস অব ইসরায়েলকে দেশটির এক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আইডিএফের ডজনখানেক যুদ্ধবিমান সিরিয়ার বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার প্রধান উদ্দেশ্য ছিল ‘কৌশলগত অস্ত্র’ ধ্বংস করা। এ ছাড়া, গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বাফার জোনে নতুন অবস্থান নিয়েছে আইডিএফ, যাতে সম্ভাব্য অরাজকতার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ইয়োম কিপ্পুরের যুদ্ধের পর স্বাক্ষরিত ডিসএনগেজমেন্ট চুক্তির পর এই প্রথমবার ইসরায়েলি বাহিনী সিরিয়া-ইসরায়েল বাফার জোনে অবস্থান নিয়েছে। যদিও অতীতে আইডিএফ অল্প সময়ের জন্য ওই জোনে প্রবেশ করেছিল।

ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দর নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। ট্রাম্প প্রশাসনের কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকির মুখে চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।
৪ ঘণ্টা আগে
ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজায় ‘শান্তি’ আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ গঠন করেছেন। গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অংশ ছিল এই ‘বোর্ড অব পিস’। গতকাল শুক্রবার এক বিবৃতির মাধ্যমে এই পর্ষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস।
৪ ঘণ্টা আগে
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘যদি কোনো দেশ গ্রিনল্যান্ড ইস্যুতে আমাদের সঙ্গে একমত না হয়, তবে আমি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ, জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন।’ তবে কোন কোন দেশের ওপর এই শুল্ক আরোপ হতে পারে, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
১৬ ঘণ্টা আগে
ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি দাবি করেছেন, দেশটিতে চলমান গণজাগরণ এখন একটি পূর্ণাঙ্গ বিপ্লবে রূপ নিয়েছে। আজ শুক্রবার ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্রের পতন হবেই—প্রশ্নটি এখন ‘হবে কি না’ তা নয়, বরং ‘কখন হবে’ তা নিয়ে।
১৬ ঘণ্টা আগে