অনলাইন ডেস্ক
সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। জেরুজালেমের আশঙ্কা, এসব অস্ত্র শত্রুশক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই হামলা চালিয়ে এসব অস্ত্রের মজুত ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুই সিরিয়ার নিরাপত্তা সূত্র টাইমস অব জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল। হামলাগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আকরাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
এর আগে, গত রোববার ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় সিরিয়ায় উন্নত মিসাইল মজুদকেন্দ্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, অস্ত্র উৎপাদন কারখানা এবং রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো ধ্বংস করা হয়। এ ছাড়া আসাদ বাহিনীর অন্তর্ভুক্ত বিমান, হেলিকপ্টার এবং ট্যাংকও ধ্বংস করা হয়। রোববার থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনার ওপর প্রায় ২৫০টি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৩০০ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে সিরিয়ার বিমানবাহিনী কয়েক দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ফলে বিদ্রোহী গোষ্ঠী বা ভবিষ্যতের কোনো সরকার ইসরায়েলের জন্য আকাশপথে হুমকি হয়ে উঠতে পারবে না।
ব্রিটেনভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার ইসরায়েল সিরিয়ায় শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দামেস্কে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে পশ্চিমা দেশগুলোর সন্দেহ করা একটি গবেষণা কেন্দ্র।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে গতকাল সোমবার বলেন, ‘ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে বারজাহ বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রও রয়েছে। সাবেক সরকারের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ইসরায়েলের হামলা বেড়েছে।’ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সোমবার সন্ধ্যায় দামেস্কের উত্তরে বারজাহ এলাকায় তিন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, সেখানে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে। ওই এলাকায় সিরিয়ান সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি অফিস আছে। এই সংস্থা আসাদ রেজিমের অধীনে রাসায়নিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ আছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দামেস্কের দক্ষিণে কাবার এস-সিত বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিমানবন্দরটি হেলিকপ্টারের জন্য ব্যবহৃত হতো। এর কিছুক্ষণ আগে সিরিয়ার কর্মকর্তারা দাবি করেন, ইসরায়েলি বিমানবাহিনী লাতাকিয়া বন্দরে বোমা বর্ষণ করেছে এবং তা উৎখাতকৃত সরকারের নৌবাহিনীর শক্তিমত্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার ভোরে দারা শহরে ইসরায়েলি হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হামলার পরের বিস্ফোরণে বোঝা যায় ভবনগুলোতে অস্ত্রের মজুত ছিল।
এর আগে, গত রোববার টাইমস অব ইসরায়েলকে দেশটির এক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আইডিএফের ডজনখানেক যুদ্ধবিমান সিরিয়ার বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার প্রধান উদ্দেশ্য ছিল ‘কৌশলগত অস্ত্র’ ধ্বংস করা। এ ছাড়া, গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বাফার জোনে নতুন অবস্থান নিয়েছে আইডিএফ, যাতে সম্ভাব্য অরাজকতার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ইয়োম কিপ্পুরের যুদ্ধের পর স্বাক্ষরিত ডিসএনগেজমেন্ট চুক্তির পর এই প্রথমবার ইসরায়েলি বাহিনী সিরিয়া-ইসরায়েল বাফার জোনে অবস্থান নিয়েছে। যদিও অতীতে আইডিএফ অল্প সময়ের জন্য ওই জোনে প্রবেশ করেছিল।
সিরিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি, বিশেষ করে বিমানঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, এসব হামলায় সেই সব গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে, যেখানে সিরিয়ার সশস্ত্র বাহিনীর অস্ত্রশস্ত্র মজুত আছে। জেরুজালেমের আশঙ্কা, এসব অস্ত্র শত্রুশক্তির হাতে চলে যেতে পারে। তাই আগেভাগেই হামলা চালিয়ে এসব অস্ত্রের মজুত ধ্বংস করার উদ্যোগ নেওয়া হয়েছে।
গতকাল সোমবার দুই সিরিয়ার নিরাপত্তা সূত্র টাইমস অব জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়ার অন্তত তিনটি প্রধান সামরিক বিমানঘাঁটিতে বোমা হামলা চালিয়েছে, যেখানে অসংখ্য হেলিকপ্টার ও যুদ্ধবিমান ছিল। হামলাগুলো উত্তর-পূর্ব সিরিয়ার কামিশলি বিমানঘাঁটি, হোমসের গ্রামীণ এলাকায় অবস্থিত শিনশার ঘাঁটি এবং রাজধানী দামেস্কের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত আকরাবা বিমানবন্দর লক্ষ্য করে পরিচালিত হয়েছে।
এর আগে, গত রোববার ইসরায়েলি বিমানবাহিনীর হামলায় সিরিয়ায় উন্নত মিসাইল মজুদকেন্দ্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, অস্ত্র উৎপাদন কারখানা এবং রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো ধ্বংস করা হয়। এ ছাড়া আসাদ বাহিনীর অন্তর্ভুক্ত বিমান, হেলিকপ্টার এবং ট্যাংকও ধ্বংস করা হয়। রোববার থেকে ইসরায়েল সিরিয়ার সামরিক স্থাপনার ওপর প্রায় ২৫০টি হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিমা গোয়েন্দা সূত্রের মতে, সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে প্রায় ৩০০ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েনেত জানিয়েছে, হামলার বর্তমান গতি অব্যাহত থাকলে সিরিয়ার বিমানবাহিনী কয়েক দিনের মধ্যেই ধ্বংস হয়ে যাবে। ফলে বিদ্রোহী গোষ্ঠী বা ভবিষ্যতের কোনো সরকার ইসরায়েলের জন্য আকাশপথে হুমকি হয়ে উঠতে পারবে না।
ব্রিটেনভিত্তিক একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এএফপিকে জানিয়েছে, সোমবার ইসরায়েল সিরিয়ায় শতাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে দামেস্কে রাসায়নিক অস্ত্র উৎপাদনের সঙ্গে যুক্ত বলে পশ্চিমা দেশগুলোর সন্দেহ করা একটি গবেষণা কেন্দ্র।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে গতকাল সোমবার বলেন, ‘ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ায় শতাধিক বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে বারজাহ বৈজ্ঞানিক গবেষণাকেন্দ্রও রয়েছে। সাবেক সরকারের সামরিক সক্ষমতা ধ্বংস করতে ইসরায়েলের হামলা বেড়েছে।’ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পক্ষ থেকে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
সোমবার সন্ধ্যায় দামেস্কের উত্তরে বারজাহ এলাকায় তিন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, সেখানে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে। ওই এলাকায় সিরিয়ান সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের একটি অফিস আছে। এই সংস্থা আসাদ রেজিমের অধীনে রাসায়নিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ আছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় দামেস্কের দক্ষিণে কাবার এস-সিত বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। বিমানবন্দরটি হেলিকপ্টারের জন্য ব্যবহৃত হতো। এর কিছুক্ষণ আগে সিরিয়ার কর্মকর্তারা দাবি করেন, ইসরায়েলি বিমানবাহিনী লাতাকিয়া বন্দরে বোমা বর্ষণ করেছে এবং তা উৎখাতকৃত সরকারের নৌবাহিনীর শক্তিমত্তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, গতকাল সোমবার ভোরে দারা শহরে ইসরায়েলি হামলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, হামলার পরের বিস্ফোরণে বোঝা যায় ভবনগুলোতে অস্ত্রের মজুত ছিল।
এর আগে, গত রোববার টাইমস অব ইসরায়েলকে দেশটির এক প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, আইডিএফের ডজনখানেক যুদ্ধবিমান সিরিয়ার বহু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার প্রধান উদ্দেশ্য ছিল ‘কৌশলগত অস্ত্র’ ধ্বংস করা। এ ছাড়া, গোলান মালভূমিতে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে একটি বাফার জোনে নতুন অবস্থান নিয়েছে আইডিএফ, যাতে সম্ভাব্য অরাজকতার জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
উল্লেখ্য, ১৯৭৪ সালের ইয়োম কিপ্পুরের যুদ্ধের পর স্বাক্ষরিত ডিসএনগেজমেন্ট চুক্তির পর এই প্রথমবার ইসরায়েলি বাহিনী সিরিয়া-ইসরায়েল বাফার জোনে অবস্থান নিয়েছে। যদিও অতীতে আইডিএফ অল্প সময়ের জন্য ওই জোনে প্রবেশ করেছিল।
টিকটকের বিরুদ্ধে একটি মামলায় রায় দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট। এই রায়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আইনের অধীনে চীনা মালিকানাধীন টিকটক অ্যাপটির মালিকানা বদলাতে হবে অথবা এটি মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ হবে। , , যোগাযোগমাধ্যম, সুপ্রিম কোর্ট, আদা
৯ ঘণ্টা আগেইসরায়েলের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি সংক্রান্ত চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে। আজ শুক্রবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকের পর চুক্তিটি চূড়ান্ত অনুমোদন পাবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।
১২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকদের সৌজন্যমূলক অংশগ্রহণ থাকে। সাধারণত বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয় না। ট্রাম্প অবশ্য প্রচলিত রীতিনীতির ধার ধারেন না। তিনি তাঁর শপথ অনুষ্ঠানে অনেক বিদেশি নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন। তালিকায় ইউরোপের মধ্যমপন্থীদের বাদ...
১২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মী ব্যবস্থাপনা ও অভ্যন্তরীণ তদারক অনুবিভাগের তিন সিনিয়র ক্যারিয়ার কূটনীতিককে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সহকারীরা তাঁদের এই নির্দেশ দিয়েছেন।
১২ ঘণ্টা আগে