
গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। রাফায় ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের প্রতিবেদন প্রকাশের পর আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা এই আহ্বান জানান।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তিন দেশের প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল রাফায় স্থল হামলার পরিকল্পনা করছে—এমন ইঙ্গিত পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাফায় সামরিক অভিযান চালানো হবে বিপর্যয়কর। সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন।’
বিবৃতিতে ইসরায়েলকে আক্রমণ পরিচালনা না করার আহ্বান জানানোর সঙ্গে এটাও বলা হয়েছে যে, কোনো যুদ্ধবিরতিই একতরফা হতে পারে না। হামাসকেও তাই নিরস্ত্র করতে হবে এবং অবিলম্বে বাকি সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।
বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া গত জানুয়ারির রায়ের কথাও উল্লেখ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মৌলিক পরিষেবা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে বিশ্ব আদালত।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। হামাসকে পরাজিত করার মূল্য যেন ফিলিস্তিনি বেসামরিকদের দিতে না হয় তা নিশ্চিত করতে হবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারই রাফায় স্থল অভিযান চালানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের এলাকা খালি করার অনুমতি দেওয়ার পর দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইসরায়েল।
রাফায় হামলা চালানোর পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া, রাফায় ইসরায়েলি হামলা ‘হত্যাযজ্ঞ’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস।
জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন একটি হামলার শিকার হচ্ছে যার তীব্রতা, বর্বরতা এবং পরিধির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণের শহর রাফায়। যুদ্ধ শুরুর আগে শহরটি ছিল প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষ অর্থাৎ, প্রায় ১৫ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।

গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর আগেই গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। রাফায় ইসরায়েলের পরিকল্পিত সামরিক অভিযানের প্রতিবেদন প্রকাশের পর আজ বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে তিন দেশের নেতারা এই আহ্বান জানান।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। তিন দেশের প্রধানমন্ত্রী এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘ইসরায়েল রাফায় স্থল হামলার পরিকল্পনা করছে—এমন ইঙ্গিত পেয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। রাফায় সামরিক অভিযান চালানো হবে বিপর্যয়কর। সেখানে অবিলম্বে জরুরি ভিত্তিতে মানবিক যুদ্ধবিরতি কার্যকর করা প্রয়োজন।’
বিবৃতিতে ইসরায়েলকে আক্রমণ পরিচালনা না করার আহ্বান জানানোর সঙ্গে এটাও বলা হয়েছে যে, কোনো যুদ্ধবিরতিই একতরফা হতে পারে না। হামাসকেও তাই নিরস্ত্র করতে হবে এবং অবিলম্বে বাকি সকল জিম্মিকে মুক্তি দিতে হবে।
বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া গত জানুয়ারির রায়ের কথাও উল্লেখ করেন নেতৃবৃন্দ। তারা বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মৌলিক পরিষেবা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদানের জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছে বিশ্ব আদালত।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে। হামাসকে পরাজিত করার মূল্য যেন ফিলিস্তিনি বেসামরিকদের দিতে না হয় তা নিশ্চিত করতে হবে।
এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল বুধবারই রাফায় স্থল অভিযান চালানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের এলাকা খালি করার অনুমতি দেওয়ার পর দক্ষিণ গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের শেষ আশ্রয়স্থল রাফায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করবে ইসরায়েল।
রাফায় হামলা চালানোর পরিকল্পনা বাতিলের জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ ছাড়া, রাফায় ইসরায়েলি হামলা ‘হত্যাযজ্ঞ’ ঘটাতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা মার্টিন গ্রিফিথস।
জাতিসংঘের মানবিক সহায়তা সংক্রান্ত সংস্থার প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, গাজায় ফিলিস্তিনিরা ইতিমধ্যেই এমন একটি হামলার শিকার হচ্ছে যার তীব্রতা, বর্বরতা এবং পরিধির সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।
গাজার উত্তরাঞ্চলের বাসিন্দারা ইসরায়েলি আক্রমণের মুখে আশ্রয় নিয়েছিলেন দক্ষিণের শহর রাফায়। যুদ্ধ শুরুর আগে শহরটি ছিল প্রায় আড়াই লাখ মানুষের বসবাস। তবে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে উপত্যকাটির অর্ধেকের বেশি মানুষ অর্থাৎ, প্রায় ১৫ লাখ মানুষ রাফায় আশ্রয় নিয়েছে।

গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর মধ্যে বাণিজ্যিক ও কূটনৈতিক যুদ্ধ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। আজ সোমবার এক টেলিফোন সাক্ষাৎকারে এনবিসি নিউজ যখন ট্রাম্পকে সরাসরি জিজ্ঞেস করে, তিনি কি সামরিক শক্তি প্রয়োগ করে গ্রিনল্যান্ড দখল করবেন?
৩ ঘণ্টা আগে
টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে এই তিন কারাগারে প্রায় ৯ হাজার দুর্ধর্ষ আইএস যোদ্ধা, শামীমা বেগমসহ প্রায় ৪০ হাজার নারী ও শিশু রয়েছে। কোনো কারণে এই তিন কারাগারের নিরাপত্তাব্যবস্থা ভেঙে গেলে এই আইএস যোদ্ধারা মুক্ত হয়ে যাবেন এবং বড় ধরনের ‘সন্ত্রাসী বাহিনী’ হিসেবে তাঁদের পুনরুত্থান ঘটাতে পারেন
৩ ঘণ্টা আগে
চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘যেহেতু আপনার দেশ (নরওয়ে) আমাকে আটটির বেশি যুদ্ধ থামানোর পরও নোবেল দেয়নি, তাই আমি আর শান্তির তোয়াক্কা করি না। এখন আমি তা-ই করব, যা যুক্তরাষ্ট্রের জন্য ভালো ও সঠিক।’
৬ ঘণ্টা আগে
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি বলেন, ‘এই নির্বাচনের মাধ্যমে আমি প্রধানমন্ত্রী হিসেবে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বাজি রাখছি। জনগণ সরাসরি বিচার করুক—তারা আমাকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায় কি না।’
৭ ঘণ্টা আগে