
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার তাঁদের বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।
এছাড়া যারা বাইরে যাবেন, তাঁদের নিজেদের ইহুদি ও ইসরায়েলি পরিচয় প্রকাশ না করারও আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলিদের দেশ ছাড়ার আগে তাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করা উচিত এবং দেশের বাইরে থাকাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।
এতে বলা হয়, ইসরায়েলি দূতাবাস, যেসব বিমানবন্দর ইসরায়েল থেকে ফ্লাইট নিয়ে আসে, সেই সঙ্গে ইহুদি সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ‘ইহুদিবিরোধী বিক্ষোভ ও হামলার চেষ্টার প্রধান টার্গেট’।
বিবৃতিতে ইসরায়েলিদের ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়। বিশেষ করে আরব দেশ, মধ্যপ্রাচ্য, উত্তর ককেশাস এবং ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।
এতে আরও বলা হয়, যেসব দেশগুলোতে ভ্রমণে সতর্কতা নেই সেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা প্রদর্শনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এছাড়াও ইসরায়েলিদের ‘সেনাবাহিনীসহ ইসরায়েলি নিরাপত্তা সেবায় কাজ করার বিষয়ে’ অপরিচিতদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে মিশর, জর্ডান এবং তুরস্কসহ বেশ কয়েকটি দেশের জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়েছে এবং যেসব ইসরায়েলি এ দেশগুলোতে অবস্থান করছেন তাদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দাগেস্তানের একটি বিমানবন্দরে ইহুদি বিরোধী দাঙ্গার পর চলতি সপ্তাহের শুরুতে তারা বলেছিল, ইসরায়েলের নাগরিকদের রাশিয়ার উত্তর ককেশাস ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত এবং যারা ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদের চলে যাওয়া উচিত।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর থেকে বিশ্বজুড়ে ইহুদিবিদ্বেষ বেড়ে গেছে বলে দাবি করেছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে গতকাল শুক্রবার তাঁদের বিদেশ ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলেছে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ।
এছাড়া যারা বাইরে যাবেন, তাঁদের নিজেদের ইহুদি ও ইসরায়েলি পরিচয় প্রকাশ না করারও আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলিদের দেশ ছাড়ার আগে তাদের ভ্রমণ পরিকল্পনা মূল্যায়ন করা উচিত এবং দেশের বাইরে থাকাকালীন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।
এতে বলা হয়, ইসরায়েলি দূতাবাস, যেসব বিমানবন্দর ইসরায়েল থেকে ফ্লাইট নিয়ে আসে, সেই সঙ্গে ইহুদি সম্প্রদায় ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ‘ইহুদিবিরোধী বিক্ষোভ ও হামলার চেষ্টার প্রধান টার্গেট’।
বিবৃতিতে ইসরায়েলিদের ভ্রমণ সতর্কতা জারি করা দেশগুলোতে ভ্রমণ না করার আহ্বান জানানো হয়। বিশেষ করে আরব দেশ, মধ্যপ্রাচ্য, উত্তর ককেশাস এবং ইরানের সীমান্তবর্তী দেশগুলোতে ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়।
এতে আরও বলা হয়, যেসব দেশগুলোতে ভ্রমণে সতর্কতা নেই সেসব দেশে ভ্রমণের ক্ষেত্রে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ ও সহিংসতা প্রদর্শনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
এছাড়াও ইসরায়েলিদের ‘সেনাবাহিনীসহ ইসরায়েলি নিরাপত্তা সেবায় কাজ করার বিষয়ে’ অপরিচিতদের সঙ্গে আলোচনা করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতীয় নিরাপত্তা পরিষদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে মিশর, জর্ডান এবং তুরস্কসহ বেশ কয়েকটি দেশের জন্য ভ্রমণ সতর্কতা বাড়িয়েছে এবং যেসব ইসরায়েলি এ দেশগুলোতে অবস্থান করছেন তাদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
এর আগে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দাগেস্তানের একটি বিমানবন্দরে ইহুদি বিরোধী দাঙ্গার পর চলতি সপ্তাহের শুরুতে তারা বলেছিল, ইসরায়েলের নাগরিকদের রাশিয়ার উত্তর ককেশাস ভ্রমণ এড়িয়ে যাওয়া উচিত এবং যারা ইতিমধ্যে সেখানে রয়েছেন তাদের চলে যাওয়া উচিত।

চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
২ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
৪ ঘণ্টা আগে