আজকের পত্রিকা ডেস্ক

ইসরায়েলি হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক তেল ও জ্বালানি বিশ্লেষক মানোচেহর তাকিন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল আত্মরক্ষার অজুহাতে ইরানের পারমাণবিক হুমকিকে অতিরঞ্জিত করেছে এবং এখন তারা ইরানের অর্থনীতি পঙ্গু করার উদ্দেশ্যে জ্বালানি খাতকে টার্গেট করছে।
তাকিন বলেন, দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র মূলত ইরানের অভ্যন্তরীণ গ্যাস চাহিদা পূরণ করে। এই স্থাপনাগুলোর ওপর হামলা চালালে শুধু রপ্তানি নয়, বরং দেশীয় গ্যাস সরবরাহ ব্যবস্থাও ধসে পড়বে, যার প্রভাব পড়বে গৃহস্থালি ও শিল্প খাতে।
তিনি আরও বলেন, এটা স্পষ্টভাবে ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলার কৌশল।
বিশ্লেষক তাকিন উল্লেখ করেন, ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এবং জ্বালানি খাত ইতিমধ্যেই দুর্বল। যুদ্ধ নয়, বরং দুর্বল ব্যবস্থাপনা এবং বহুবছরের নিষেধাজ্ঞার ফলে গ্যাস সরবরাহ সংকটে রয়েছে ইরান।
তার ভাষায়, বিদেশি প্রযুক্তি ও যন্ত্রাংশের অভাবে পরিকাঠামো রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে। এখন এসব স্থাপনায় হামলা ইরানকে আরও গভীর সংকটে ঠেলে দেবে।
গত কয়েক দিনে ইসরায়েল দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রসহ ইরানের পরমাণু, সামরিক এবং জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। ইরানের তেল মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, দক্ষিণ পার্সের ফেজ-১৪ ইউনিটে বিস্ফোরণের ফলে দৈনিক ১২ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এটি ইরানের গ্যাস উৎপাদনের প্রায় ৭০ শতাংশের উৎস, এবং এ খাত থেকে দেশটি বিপুল অর্থ উপার্জন করে।
বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো ইরানের শুধু সামরিক শক্তিকেই নয়, বরং অর্থনৈতিক ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে। আর এই ধরনের কৌশলিক লক্ষ্যবস্তু নির্বাচন যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক করে তুলছে।

ইসরায়েলি হামলায় ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু হওয়ায় দেশটির অর্থনীতি আরও বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছেন আন্তর্জাতিক তেল ও জ্বালানি বিশ্লেষক মানোচেহর তাকিন।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল আত্মরক্ষার অজুহাতে ইরানের পারমাণবিক হুমকিকে অতিরঞ্জিত করেছে এবং এখন তারা ইরানের অর্থনীতি পঙ্গু করার উদ্দেশ্যে জ্বালানি খাতকে টার্গেট করছে।
তাকিন বলেন, দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র মূলত ইরানের অভ্যন্তরীণ গ্যাস চাহিদা পূরণ করে। এই স্থাপনাগুলোর ওপর হামলা চালালে শুধু রপ্তানি নয়, বরং দেশীয় গ্যাস সরবরাহ ব্যবস্থাও ধসে পড়বে, যার প্রভাব পড়বে গৃহস্থালি ও শিল্প খাতে।
তিনি আরও বলেন, এটা স্পষ্টভাবে ইরানের অর্থনীতিকে ভেঙে ফেলার কৌশল।
বিশ্লেষক তাকিন উল্লেখ করেন, ইরানের অভ্যন্তরীণ অর্থনীতি এবং জ্বালানি খাত ইতিমধ্যেই দুর্বল। যুদ্ধ নয়, বরং দুর্বল ব্যবস্থাপনা এবং বহুবছরের নিষেধাজ্ঞার ফলে গ্যাস সরবরাহ সংকটে রয়েছে ইরান।
তার ভাষায়, বিদেশি প্রযুক্তি ও যন্ত্রাংশের অভাবে পরিকাঠামো রক্ষণাবেক্ষণ কঠিন হয়ে পড়েছে। এখন এসব স্থাপনায় হামলা ইরানকে আরও গভীর সংকটে ঠেলে দেবে।
গত কয়েক দিনে ইসরায়েল দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রসহ ইরানের পরমাণু, সামরিক এবং জ্বালানি অবকাঠামোর ওপর ধারাবাহিক হামলা চালিয়েছে। ইরানের তেল মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, দক্ষিণ পার্সের ফেজ-১৪ ইউনিটে বিস্ফোরণের ফলে দৈনিক ১২ মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদন বন্ধ হয়ে গেছে।
এটি ইরানের গ্যাস উৎপাদনের প্রায় ৭০ শতাংশের উৎস, এবং এ খাত থেকে দেশটি বিপুল অর্থ উপার্জন করে।
বিশেষজ্ঞদের মতে, এই হামলাগুলো ইরানের শুধু সামরিক শক্তিকেই নয়, বরং অর্থনৈতিক ভিত্তিকেও দুর্বল করে দিচ্ছে। আর এই ধরনের কৌশলিক লক্ষ্যবস্তু নির্বাচন যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী ও বিপজ্জনক করে তুলছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
২ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
৪ ঘণ্টা আগে