
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২৮ মিনিট আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
১ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৩ ঘণ্টা আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
৩ ঘণ্টা আগে