
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার মুখে বেসামরিকদের হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা। গাজায় অবিলম্বে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির আহ্বানও জানিয়েছেন তিনি। সেসঙ্গে গত ৭ অক্টোবর হামলার সময় ইসরায়েলে যৌন সন্ত্রাসের ব্যাপারে হামাসকে অভিযুক্ত করেছেন ক্যাথরিন কলোনা।
ইসরায়েলে সফররত ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আজ রোববার তেল আবিবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের কাছে এই উদ্বেগ প্রকাশ করেন। অন্যদিকে, লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করেছেন এলি কোহেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানান হয়।
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ৭০ দিন ধরে যুদ্ধ চলছে। এর মাঝে অল্প কিছু দিনের জন্য যুদ্ধবিরতি ছিল। যুদ্ধবিরতির আগে ও পরে অঞ্চলটিতে ইসরায়েলের নির্বিচার হামলায় প্রায় ১৮ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৮ হাজারই শিশু। নিহতের তালিকায় শিশুর পরপরই সবচেয়ে বেশি নারী।
এ অবস্থায় ইসরায়েল সফরে গিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা বলেছেন, ‘অনেক বেশি সংখ্যক বেসামরিক মানুষকে হত্যা করা হচ্ছে।’ তবে ইসরায়েলে গত ৭ অক্টোবর হামাসের হামলার কথাও ভুলে যাওয়া হবে না বলে মন্তব্য করেছেন তিনি।
সেদিন হামাস যোদ্ধাদের দ্বারা ইসরায়েলিদের ওপর যৌন সন্ত্রাস ঘটেছিল উল্লেখ করে ক্যাথরিন কলোনা বলেন, ‘বলাই বাহুল্য, যে সব নারী নির্যাতনের শিকার হয়েছেন তাদের কথা বিশ্বাস করে ফ্রান্স। যারা এই ধর্ষণ এবং শরীর বিকৃতকরণের সাক্ষী হতে বাধ্য হয়েছিল, তাদের বক্তব্যও ফ্রান্স বিশ্বাস করে।’
এদিকে, লেবানন-ইসরায়েল সীমান্ত জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) এবং হামাসের সহযোগী লেবাননের হিজবুল্লাহ গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। এই সংঘর্ষ বন্ধে ফ্রান্সের হস্তক্ষেপ কামনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, লেবাননে যুদ্ধ প্রতিরোধ করতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ফ্রান্স।
তিনি আরও বলেন, ‘উত্তর সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করার কোনো ইচ্ছে নেই ইসরায়েলের। তবে আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য যা যা করা দরকার আমরা তা করব।’
লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজগুলোয় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা বন্ধের ব্যাপারেও ফ্রান্স সমাধান খুঁজছে বলে জানান ক্যাথরিন কলোনা। তিনি বলেন, ‘এসব আক্রমণের ব্যাপারে জবাবদিহি করা হবে। আমরা বেশ কয়েকটি সমাধানের ব্যাপারে ভাবছি যাতে এ রকম আক্রমণ আর না হয়।’
আরও পড়ুন:

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
২ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে