
গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় বুধবার (১৫ মে) নিজেদেরই ৫ সেনা নিহত হওয়ার খবর দিয়েছেন দেশটির এক সামরিক মুখপাত্র। বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। গত বছরের অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর এটিই ইসরায়েলের সর্বশেষ আত্মঘাতী হতাহতের ঘটনা।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বুধবার গাজার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় লড়াই করার সময় ট্যাংকের গোলায় ওই নিহতের ঘটনা ঘটে।
শোনানি বলেন, ‘একটি ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছে। মারা গেছেন পাঁচ সেনা। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।’
এ বিষয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজার সিটির উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ওই পাঁচ সেনা নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত সাতজন। ইসরায়েলের সামরিক বাহিনী পরে তাদের ওয়েবসাইটে নিহত পাঁচ সেনার নাম উল্লেখ করেছে। তারা সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন।
চলতি বছরের শুরুর দিকেই হামাস বাহিনীকে পরাজিত করা হয়েছে দাবি করে গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর বেশির ভাগ সদস্যকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সৈন্যরা আবারও গাজার উত্তর অংশে ফিরে এসেছে। তারা দাবি করেছে, হামাসের যোদ্ধারা গাজায় আবার সংগঠিত হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সাত মাসেরও বেশি সময় আগে গাজায় সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের ২৭৮ সেনা মারা গেছেন। এর আগে গত ডিসেম্বরে এই বাহিনী জানিয়েছিল, তখন পর্যন্ত তাদের নিহত ১০৫ জন সেনার মধ্যে এক-পঞ্চমাংশই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছিলেন নিজেদের গুলিতে।

গাজায় ইসরায়েলি ট্যাংকের গোলায় বুধবার (১৫ মে) নিজেদেরই ৫ সেনা নিহত হওয়ার খবর দিয়েছেন দেশটির এক সামরিক মুখপাত্র। বৃহস্পতিবার রাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। গত বছরের অক্টোবরে গাজায় হামলা শুরু করার পর এটিই ইসরায়েলের সর্বশেষ আত্মঘাতী হতাহতের ঘটনা।
ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক সংবাদ ব্রিফিংয়ে জানান, বুধবার গাজার ঘনবসতিপূর্ণ একটি এলাকায় লড়াই করার সময় ট্যাংকের গোলায় ওই নিহতের ঘটনা ঘটে।
শোনানি বলেন, ‘একটি ফ্রেন্ডলি ফায়ারের ঘটনা ঘটেছে। মারা গেছেন পাঁচ সেনা। ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে।’
এ বিষয়ে জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজার সিটির উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় ওই পাঁচ সেনা নিহত হন। এ সময় আহত হন আরও অন্তত সাতজন। ইসরায়েলের সামরিক বাহিনী পরে তাদের ওয়েবসাইটে নিহত পাঁচ সেনার নাম উল্লেখ করেছে। তারা সবাই প্যারাট্রুপার ব্রিগেডের সদস্য ছিলেন।
চলতি বছরের শুরুর দিকেই হামাস বাহিনীকে পরাজিত করা হয়েছে দাবি করে গাজার উত্তরাঞ্চল থেকে ইসরায়েলি বাহিনীর বেশির ভাগ সদস্যকে দেশে ফিরিয়ে নেওয়া হয়। কিন্তু গত কয়েক সপ্তাহে ইসরায়েলি সৈন্যরা আবারও গাজার উত্তর অংশে ফিরে এসেছে। তারা দাবি করেছে, হামাসের যোদ্ধারা গাজায় আবার সংগঠিত হয়েছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, সাত মাসেরও বেশি সময় আগে গাজায় সামরিক অভিযান শুরুর পর এখন পর্যন্ত তাদের ২৭৮ সেনা মারা গেছেন। এর আগে গত ডিসেম্বরে এই বাহিনী জানিয়েছিল, তখন পর্যন্ত তাদের নিহত ১০৫ জন সেনার মধ্যে এক-পঞ্চমাংশই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ১৩ জনই প্রাণ হারিয়েছিলেন নিজেদের গুলিতে।

ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো শিগগির দেশে ফেরার ঘোষণা দিয়েছেন এবং যুক্তরাষ্ট্র-সমর্থিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের কর্তৃত্ব প্রত্যাখ্যান করেছেন। নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে জোরপূর্বক সরিয়ে নেওয়ার পর রাজনৈতিক পটপরিবর্তনের মধ্যে দেওয়া
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপ ও শুল্ক হুমকির মধ্যেও রাশিয়ার অপরিশোধিত তেল আমদানিতে ভারত এখনো শক্ত অবস্থানে। সাম্প্রতিক ছয় মাসে রাশিয়া থেকে ভারতের তেল আমদানি উল্লেখযোগ্যভাবে কমে গেলেও মোট আমদানির প্রায় এক-চতুর্থাংশ এখনো রুশ তেল থেকেই আসছে।
৫ ঘণ্টা আগে
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের পর লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। এক কড়া বক্তব্যে তিনি বলেছেন, ‘এসে ধরুন আমাকে। আমি এখানেই আপনাদের জন্য
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ‘ভেনেজুয়েলার নিকোলাস মাদুরোর মতো অপহরণ করতে পারেন কি না’—এমন মন্তব্য করে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন ভারতের কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চবন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই মন্তব্যকে অনেকেই ‘অবাস্তব’, ‘হাস্যকর’ ও ‘দেশের জন্য অপমানজনক’ বলে
৮ ঘণ্টা আগে