অনলাইন ডেস্ক
ইসরায়েল ও হামাস ইঙ্গিত দিয়েছে যে, তারা দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। দুই পক্ষ থেকে এমন এক সময়ে এই ইঙ্গিত এল, যখন মধ্যস্থতাকারীরা গত ১৯ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হয়ে যাওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য ‘ইতিবাচক ইঙ্গিত’ পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গোষ্ঠীটি। হামাসের পাশাপাশি ইসরায়েলও আলোচনার প্রস্তুতির কথা জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ ইসরায়েল গ্রহণ করেছে এবং আলোচনা এগিয়ে নিতে আগামীকাল সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে।’
হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে। কাতারের কর্মকর্তাদের সহযোগিতায় মিসরীয় মধ্যস্থতাকারীরা এই আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই আলোচনার লক্ষ্য যুদ্ধ সমাপ্তির পথ সুগম করা।
হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জনগণের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং গাজার জনগণের সহায়তা ও অবরোধ প্রত্যাহারে আরও প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই।’
পরে, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদের সঙ্গে হামাসের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা গাজা শাসনের জন্য ‘জাতীয় ও স্বাধীন’ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে। এই কমিটি নির্বাচনের আগ পর্যন্ত অঞ্চলটি পরিচালনা করবে।
এর আগে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানান, গাজা যুদ্ধের পর অঞ্চলটির শাসন পরিচালনার জন্য স্বাধীন ও পেশাদার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠনের বিষয়ে কায়রো ফিলিস্তিনিদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।
মিসরের এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে উত্থাপিত হয়েছে। আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিসর উত্থাপিত পরিকল্পনা গ্রহণ করেছে এবং ইউরোপের শীর্ষ চার দেশ জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও ইতালি আরব লীগের এই পরিকল্পনাকে সমর্থন করেছে।
এদিকে, যুদ্ধবিরতি বর্ধিত করার কূটনৈতিক প্রচেষ্টা চলতে থাকলেও, গতকাল শনিবার গাজার দক্ষিণের রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান একটি ড্রোনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এই ড্রোনটি ইসরায়েল থেকে গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছিল।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এরপর ‘কয়েক সন্দেহভাজন ব্যক্তি’ ড্রোনটি সংগ্রহের চেষ্টা করলে তাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হয়। সামরিক বাহিনী এটিকে ব্যর্থ চোরাচালানের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
এই হামলার একদিন আগে গত শুক্রবারও ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় তাদের সেনাদের কাছাকাছি থাকা সন্দেহভাজন যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই যোদ্ধারা ঘটনাস্থলে একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখছিল।
জানুয়ারিতে কার্যকর হওয়া গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, হামাসের হাতে থাকা বাকি ৫৯ জন বন্দীকে মুক্ত করার কথা রয়েছে দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়েই যুদ্ধ সমাপ্তির চূড়ান্ত পরিকল্পনার আলোচনা করার কথা। যুদ্ধবিরতির প্রথম পর্যায় গত সপ্তাহে শেষ হয়েছে। এরপর ইসরায়েল গাজায় প্রবেশকারী সব পণ্য সম্পূর্ণভাবে অবরুদ্ধ করেছে এবং দাবি করেছে যে হামাসকে বাকি বন্দীদের মুক্ত করতে হবে, তবে যুদ্ধের অবসানের জন্য আলোচনায় যেতে হবে না।
গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়ে শেষ হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস এ পর্যন্ত ৩৩ জন ইসরায়েলি ও পাঁচ থাই বন্দীকে মুক্তি দিয়েছে, বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষের বিশ্বাস, হামাসের হাতে থাকা বাকি ৫৯ জন বন্দীর মধ্যে অর্ধেকেরও কম জীবিত।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় গাজার প্রায় পুরো জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।
ইসরায়েল ও হামাস ইঙ্গিত দিয়েছে যে, তারা দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। দুই পক্ষ থেকে এমন এক সময়ে এই ইঙ্গিত এল, যখন মধ্যস্থতাকারীরা গত ১৯ জানুয়ারিতে শুরু হয়ে শেষ হয়ে যাওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হামাস জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য ‘ইতিবাচক ইঙ্গিত’ পাওয়া গেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি গোষ্ঠীটি। হামাসের পাশাপাশি ইসরায়েলও আলোচনার প্রস্তুতির কথা জানিয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন সমর্থিত মধ্যস্থতাকারীদের আমন্ত্রণ ইসরায়েল গ্রহণ করেছে এবং আলোচনা এগিয়ে নিতে আগামীকাল সোমবার দোহায় একটি প্রতিনিধি দল পাঠাবে।’
হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে মিসরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় অংশ নিচ্ছে। কাতারের কর্মকর্তাদের সহযোগিতায় মিসরীয় মধ্যস্থতাকারীরা এই আলোচনা চালিয়ে যাচ্ছেন। এই আলোচনার লক্ষ্য যুদ্ধ সমাপ্তির পথ সুগম করা।
হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া এক বিবৃতিতে বলেছেন, ‘আমাদের জনগণের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অংশ নিতে প্রস্তুত এবং গাজার জনগণের সহায়তা ও অবরোধ প্রত্যাহারে আরও প্রচেষ্টা চালানোর আহ্বান জানাই।’
পরে, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাশাদের সঙ্গে হামাসের প্রতিনিধি দলের বৈঠকের বিষয়ে দেওয়া এক বিবৃতিতে হামাস জানিয়েছে, তারা গাজা শাসনের জন্য ‘জাতীয় ও স্বাধীন’ ব্যক্তিদের সমন্বয়ে একটি কমিটি গঠনের বিষয়ে সম্মত হয়েছে। এই কমিটি নির্বাচনের আগ পর্যন্ত অঞ্চলটি পরিচালনা করবে।
এর আগে, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানান, গাজা যুদ্ধের পর অঞ্চলটির শাসন পরিচালনার জন্য স্বাধীন ও পেশাদার ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠনের বিষয়ে কায়রো ফিলিস্তিনিদের সঙ্গে যৌথভাবে কাজ করেছে।
মিসরের এই প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘মধ্যপ্রাচ্যের রিভেরায়’ পরিণত করার পরিকল্পনার বিকল্প হিসেবে উত্থাপিত হয়েছে। আরব দেশগুলো ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করে মিসর উত্থাপিত পরিকল্পনা গ্রহণ করেছে এবং ইউরোপের শীর্ষ চার দেশ জার্মানি, ফ্রান্স, ব্রিটেন ও ইতালি আরব লীগের এই পরিকল্পনাকে সমর্থন করেছে।
এদিকে, যুদ্ধবিরতি বর্ধিত করার কূটনৈতিক প্রচেষ্টা চলতে থাকলেও, গতকাল শনিবার গাজার দক্ষিণের রাফাহ শহরে ইসরায়েলি বিমান হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান একটি ড্রোনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তাদের দাবি, এই ড্রোনটি ইসরায়েল থেকে গাজার দক্ষিণাঞ্চলে প্রবেশ করেছিল।
ইসরায়েলি বাহিনী দাবি করেছে, এরপর ‘কয়েক সন্দেহভাজন ব্যক্তি’ ড্রোনটি সংগ্রহের চেষ্টা করলে তাদেরও হামলার লক্ষ্যবস্তু করা হয়। সামরিক বাহিনী এটিকে ব্যর্থ চোরাচালানের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
এই হামলার একদিন আগে গত শুক্রবারও ইসরায়েলি ড্রোন হামলায় গাজায় দুই ব্যক্তি নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর গাজায় তাদের সেনাদের কাছাকাছি থাকা সন্দেহভাজন যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই যোদ্ধারা ঘটনাস্থলে একটি বিস্ফোরক ডিভাইস পুঁতে রাখছিল।
জানুয়ারিতে কার্যকর হওয়া গাজার যুদ্ধবিরতি চুক্তি অনুসারে, হামাসের হাতে থাকা বাকি ৫৯ জন বন্দীকে মুক্ত করার কথা রয়েছে দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়েই যুদ্ধ সমাপ্তির চূড়ান্ত পরিকল্পনার আলোচনা করার কথা। যুদ্ধবিরতির প্রথম পর্যায় গত সপ্তাহে শেষ হয়েছে। এরপর ইসরায়েল গাজায় প্রবেশকারী সব পণ্য সম্পূর্ণভাবে অবরুদ্ধ করেছে এবং দাবি করেছে যে হামাসকে বাকি বন্দীদের মুক্ত করতে হবে, তবে যুদ্ধের অবসানের জন্য আলোচনায় যেতে হবে না।
গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হয়ে শেষ হওয়া যুদ্ধবিরতির প্রথম ধাপে হামাস এ পর্যন্ত ৩৩ জন ইসরায়েলি ও পাঁচ থাই বন্দীকে মুক্তি দিয়েছে, বিনিময়ে প্রায় ২ হাজার ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে ইসরায়েল। দেশটির কর্তৃপক্ষের বিশ্বাস, হামাসের হাতে থাকা বাকি ৫৯ জন বন্দীর মধ্যে অর্ধেকেরও কম জীবিত।
গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪৮ হাজার ৪৫০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই হামলায় গাজার প্রায় পুরো জনগোষ্ঠী অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। তবে ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করেছে।
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর গ্রেপ্তারকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তুরস্কজুড়ে। গত আট দিনে বিক্ষোভকারীদের দমন করতে ব্যাপক ধরপাকড় চালিয়েছে এরদোয়ানের প্রশাসন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, বিক্ষোভ দমন করতে এখন পর্যন্ত ৭ সাংবাদিকসহ প্রায় ১ হাজার ৯০০ জনকে গ্রেপ্তার
৪০ মিনিট আগেঅভিবাসী নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ধাঁচে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল, ২০২৫’ এনেছে ভারতের মোদি সরকার। আজ বৃহস্পতিবার লোকসভায় এই বিলটি পাশ হয়েছে বলে নিশ্চিত করেছে এনডিটিভি সহ একাধিক ভারতীয় গণমাধ্যম।
১ ঘণ্টা আগেবাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য ভাঙচুরের ছবি ‘ওয়ার্ল্ড প্রেস ফটো’ পুরস্কার বিজয়ীদের মধ্যে জায়গা পেয়েছে। মর্যাদাপূর্ণ এই পুরস্কারের ‘পশ্চিম, মধ্য ও দক্ষিণ এশিয়া’ আঞ্চলিক ক্যাটাগরিতে ঠাঁই পাওয়া এই ছবিটি তুলেছেন বাংলাদেশি ফটোসাংবাদিক শুভ্র কান্তি দাস।
২ ঘণ্টা আগেমিসরের লোহিত সাগরে রুশ পর্যটকবাহী একটি সাবমেরিন ডুবে ছয়জনের মৃত্যু হয়েছে। স্থানীয় গভর্নরের কার্যালয় বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, বৃহস্পতিবার লোহিত সাগরের উপকূলে হুরঘাদা শহরে কাছে এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে