
ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ইসলাম বা মুসলমানদের বিরোধী নন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভারতে চলমান লোকসভা নির্বাচন ঘিরে বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধী দলগুলো। গত সোমবার নরেন্দ্র মোদির ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করে টাইমস নাউ।
সাক্ষাৎকারে মুসলমানদের প্রতি বৈষম্যের বিষয়টি অস্বীকার করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘আমরা ইসলাম ও মুসলমানদের বিরোধী নই। বিরোধীরা নিজের সুবিধা খোঁজার চেষ্টা করছে। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যথেষ্ট বুদ্ধিমান। তাঁদের কাছে বিরোধীদের মিথ্যা ধরা পড়েছে। তাই তাঁরা (বিজেপিবিরোধীরা) চিন্তিত।’
এ সময় কংগ্রেসের প্রতি তোপ দেগে মোদি বলেন, ‘আমি মুসলিম সম্প্রদায়কে বলতে চাই, আত্মবিশ্লেষণ করুন, চিন্তা করুন। দেশের উন্নতি হচ্ছে। আপনারা যদি নিজ সম্প্রদায়ের মধ্যে কোনো ত্রুটি দেখতে পান—তবে এর পেছনে কারণ কী? কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কেন আপনারা সরকারি সুবিধা পাননি?’
এর আগে এক নির্বাচনী ভাষণে মোদি দাবি করেন, হিন্দুদের সম্পদ মুসলিমদের মধ্যে ভাগ দেওয়ার পরিকল্পনা করেছে বিরোধী দল কংগ্রেস। সেই ভাষণে মোদি মুসলমানদের ভারতে ‘অনুপ্রবেশকারী’ ও বেশি সন্তান গ্রহণকারী বলে খোঁচা দিয়েছিলেন। মূলত কংগ্রেসের সম্পদ বণ্টনের ইশতেহারের প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।
জাতীয় ‘জাত সমীক্ষার’ অংশ হিসেবে ‘অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের’ পরিকল্পনা প্রকাশ করে কংগ্রেস। দলটির নির্বাচনী ইশতেহার ও তাদের সর্বশেষ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের এক মন্তব্যকে ইঙ্গিত করে রাজস্থানের বাঁশবাড়ায় এক জনসভায় মোদি বলেন মোদি বলেন, ‘কংগ্রেস বলে যে, তারা আমাদের মা-বোনদের কাছে থাকা সোনার হিসাব করবে এবং সেই সম্পত্তি বণ্টন করবে সবার মাঝে। মনমোহন সিংয়ের সরকার বলেছিল যে সমস্ত সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার আছে...।’
মোদি আরও বলেন, ‘...এটা (সম্পদ) কাদের মধ্যে বিতরণ করা হবে? যাদের (মুসলিমদের ইঙ্গিত করে) বেশি সন্তান আছে তাদের মধ্যে বিতরণ করা হবে, অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করা হবে। আপনাদের কষ্টার্জিত অর্থ কি অনুপ্রবেশকারীদের কাছে যাওয়া উচিত?’
এদিকে দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে গুজরাটের আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দেন তিনি। আসনটিতে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতা অমিত শাহ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নরেন্দ্র মোদি ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান অমিত শাহ। পরে দুজন একসঙ্গে বুথের দিকে এগিয়ে যান। এ সময় কেন্দ্র এলাকায় থাকা বিজেপি সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। দুই নেতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

ভারতের প্রধানমন্ত্রী ও বিজেপি নেতা নরেন্দ্র মোদি বলেছেন, তিনি ইসলাম বা মুসলমানদের বিরোধী নন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ভারতে চলমান লোকসভা নির্বাচন ঘিরে বিষয়টি নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধী দলগুলো। গত সোমবার নরেন্দ্র মোদির ওই সাক্ষাৎকারটি সম্প্রচার করে টাইমস নাউ।
সাক্ষাৎকারে মুসলমানদের প্রতি বৈষম্যের বিষয়টি অস্বীকার করেন ভারতের প্রধানমন্ত্রী মোদি। তিনি বলেন, ‘আমরা ইসলাম ও মুসলমানদের বিরোধী নই। বিরোধীরা নিজের সুবিধা খোঁজার চেষ্টা করছে। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা যথেষ্ট বুদ্ধিমান। তাঁদের কাছে বিরোধীদের মিথ্যা ধরা পড়েছে। তাই তাঁরা (বিজেপিবিরোধীরা) চিন্তিত।’
এ সময় কংগ্রেসের প্রতি তোপ দেগে মোদি বলেন, ‘আমি মুসলিম সম্প্রদায়কে বলতে চাই, আত্মবিশ্লেষণ করুন, চিন্তা করুন। দেশের উন্নতি হচ্ছে। আপনারা যদি নিজ সম্প্রদায়ের মধ্যে কোনো ত্রুটি দেখতে পান—তবে এর পেছনে কারণ কী? কংগ্রেস যখন ক্ষমতায় ছিল তখন কেন আপনারা সরকারি সুবিধা পাননি?’
এর আগে এক নির্বাচনী ভাষণে মোদি দাবি করেন, হিন্দুদের সম্পদ মুসলিমদের মধ্যে ভাগ দেওয়ার পরিকল্পনা করেছে বিরোধী দল কংগ্রেস। সেই ভাষণে মোদি মুসলমানদের ভারতে ‘অনুপ্রবেশকারী’ ও বেশি সন্তান গ্রহণকারী বলে খোঁচা দিয়েছিলেন। মূলত কংগ্রেসের সম্পদ বণ্টনের ইশতেহারের প্রতিক্রিয়ায় তিনি এই কথা বলেন।
জাতীয় ‘জাত সমীক্ষার’ অংশ হিসেবে ‘অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক প্রতিবেদনের’ পরিকল্পনা প্রকাশ করে কংগ্রেস। দলটির নির্বাচনী ইশতেহার ও তাদের সর্বশেষ প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের এক মন্তব্যকে ইঙ্গিত করে রাজস্থানের বাঁশবাড়ায় এক জনসভায় মোদি বলেন মোদি বলেন, ‘কংগ্রেস বলে যে, তারা আমাদের মা-বোনদের কাছে থাকা সোনার হিসাব করবে এবং সেই সম্পত্তি বণ্টন করবে সবার মাঝে। মনমোহন সিংয়ের সরকার বলেছিল যে সমস্ত সম্পদের ওপর মুসলমানদের প্রথম অধিকার আছে...।’
মোদি আরও বলেন, ‘...এটা (সম্পদ) কাদের মধ্যে বিতরণ করা হবে? যাদের (মুসলিমদের ইঙ্গিত করে) বেশি সন্তান আছে তাদের মধ্যে বিতরণ করা হবে, অনুপ্রবেশকারীদের মধ্যে বিতরণ করা হবে। আপনাদের কষ্টার্জিত অর্থ কি অনুপ্রবেশকারীদের কাছে যাওয়া উচিত?’
এদিকে দেশটিতে চলমান লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার লোকসভা নির্বাচনের তৃতীয় ধাপে গুজরাটের আহমেদাবাদের একটি কেন্দ্রে ভোট দেন তিনি। আসনটিতে বিজেপির প্রার্থী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতা অমিত শাহ।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সকাল সাড়ে ৭টার দিকে নরেন্দ্র মোদি ভোটকেন্দ্রের কাছাকাছি পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানান অমিত শাহ। পরে দুজন একসঙ্গে বুথের দিকে এগিয়ে যান। এ সময় কেন্দ্র এলাকায় থাকা বিজেপি সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করেন। দুই নেতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।

জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে এক ছাত্রীকে খুব কাছ থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে একটি মানবাধিকার সংগঠন। নিহত ওই শিক্ষার্থীর নাম রুবিনা আমিনিয়ান। বয়স ২৩ বছর। তিনি তেহরানের শারিয়াতি কলেজের শিক্ষার্থী ছিলেন এবং টেক্সটাইল ও ফ্যাশন ডিজাইন বিষয়ে পড়াশোনা করছিলেন।
২ ঘণ্টা আগে
সার্জিও গোর ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তিনি বলেন, ‘আমি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সারা বিশ্ব ভ্রমণ করেছি এবং আমি হলফ করে বলতে পারি যে, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর বন্ধুত্ব অত্যন্ত গভীর ও অকৃত্রিম। আমাদের দুই দেশ শুধু অভিন্ন স্বার্থেই নয়, বরং সর্বোচ্চ পর্যায়ের এক দৃঢ় সম্পর্কের...
৩ ঘণ্টা আগে
যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
৫ ঘণ্টা আগে