আজকের পত্রিকা ডেস্ক

বিগত কয়েক মাস ধরেই ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার তথাকথিত ‘বাংলাদেশিদের’ বাংলাদেশে পুশইন করছে। এতে কোনো আইনের তোয়াক্কাই করছে না দেশটি। বেশির ভাগ ক্ষেত্রে পুশইনের শিকার এসব ব্যক্তি ‘বাংলাভাষী’ ও ‘মুসলিম।’ তবে কেন্দ্র সরকারের এ ধরনের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার দিল্লি থেকে আটক করে বাংলাদেশে পুশইন করা একটি পরিবারের বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত ২৬ জুন এই এক শিশু সন্তানসহ ওই দম্পতিকে বাংলাদেশে পুশইন করা হয়।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা হচ্ছে। গত মাসে মমতা বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের আটক এবং বাংলাদেশে পাঠানোর কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলোর সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, বাংলায় কথা বলার কারণে শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হচ্ছে। এটা বরদাশত করা হবে না।
পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সামিরুল ইসলাম ইকোনমিক টাইমসকে বলেন, ‘একটি পরিবারের তিন সদস্যসহ মোট ৬ জন অভিবাসী শ্রমিকের ঘটনায় রাজ্য সরকার আদালতে যাবে। প্রতিদিনই বিজেপি-শাসিত রাজ্যগুলোতে এ ধরনের ঘটনা ঘটছে, যেখানে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের নিশানা লক্ষ্যবস্তু করা হচ্ছে। সব প্রমাণপত্র দেখানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
সামিরুল ইসলাম আরও বলেন, ‘প্রায় ২২ লাখ অভিবাসী শ্রমিক অন্য রাজ্যে কাজ করেন। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে তাঁদের সঙ্গে এই ধরনের আচরণ কেন? পশ্চিমবঙ্গে প্রায় ১.৫ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন।’
পশ্চিমবঙ্গের বীরভূমের ওই দম্পতি গত পাঁচ বছর ধরে ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে কাজ করছিলেন। গত মাসে তাদের সেখান থেকেই তথাকথিত ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আটক করে দিল্লি পুলিশ। পরে তাঁদের পাঁচ বছরের ছেলেসহ বাংলাদেশে ‘পুশইন’ করা হয় তথা জোর করে পাঠিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের দাবি, তারা বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী।’
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২৬ বছরে দানিশ শেখ, তাঁর স্ত্রী ২৪ বছর বয়সী সোনালি খাতুন এবং তাদের পাঁচ বছরের ছেলে সাবিরকে ১৮ জুন দিল্লির রোহিণী এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করে পুলিশ। শেখ পরিবারের আত্মীয়দের দাবি, দানিশ, তাঁর স্ত্রী সোনালি ও তাঁদের নাবালক ছেলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত পইকড় গ্রামের বাসিন্দা এবং পরিবারের সবাই জীবিকার তাগিদে দিল্লিতে বসবাস করতেন।
দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ‘সঠিক যাচাই-বাছাইয়ের পর ওই পরিবারকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে’ এবং তাঁদের কাছে ‘বৈধ কোনো নথিপত্র’ ছিল না।

বিগত কয়েক মাস ধরেই ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকার তথাকথিত ‘বাংলাদেশিদের’ বাংলাদেশে পুশইন করছে। এতে কোনো আইনের তোয়াক্কাই করছে না দেশটি। বেশির ভাগ ক্ষেত্রে পুশইনের শিকার এসব ব্যক্তি ‘বাংলাভাষী’ ও ‘মুসলিম।’ তবে কেন্দ্র সরকারের এ ধরনের কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গের সরকার।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার দিল্লি থেকে আটক করে বাংলাদেশে পুশইন করা একটি পরিবারের বিষয়ে আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। গত ২৬ জুন এই এক শিশু সন্তানসহ ওই দম্পতিকে বাংলাদেশে পুশইন করা হয়।
এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন, বিজেপি-শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করা হচ্ছে। গত মাসে মমতা বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের আটক এবং বাংলাদেশে পাঠানোর কড়া প্রতিক্রিয়া জানান। তিনি বিজেপি শাসিত রাজ্যগুলোর সরকার এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে বলেন, বাংলায় কথা বলার কারণে শ্রমিকদের বাংলাদেশি বলে চিহ্নিত করে তাদের ফেরত পাঠানো হচ্ছে। এটা বরদাশত করা হবে না।
পশ্চিমবঙ্গ অভিবাসী শ্রমিক কল্যাণ বোর্ডের চেয়ারম্যান ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সামিরুল ইসলাম ইকোনমিক টাইমসকে বলেন, ‘একটি পরিবারের তিন সদস্যসহ মোট ৬ জন অভিবাসী শ্রমিকের ঘটনায় রাজ্য সরকার আদালতে যাবে। প্রতিদিনই বিজেপি-শাসিত রাজ্যগুলোতে এ ধরনের ঘটনা ঘটছে, যেখানে বাংলাভাষী অভিবাসী শ্রমিকদের নিশানা লক্ষ্যবস্তু করা হচ্ছে। সব প্রমাণপত্র দেখানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’
সামিরুল ইসলাম আরও বলেন, ‘প্রায় ২২ লাখ অভিবাসী শ্রমিক অন্য রাজ্যে কাজ করেন। বিজেপি-শাসিত রাজ্যগুলোতে তাঁদের সঙ্গে এই ধরনের আচরণ কেন? পশ্চিমবঙ্গে প্রায় ১.৫ লাখ অভিবাসী শ্রমিক কাজ করছেন।’
পশ্চিমবঙ্গের বীরভূমের ওই দম্পতি গত পাঁচ বছর ধরে ভারতের কেন্দ্রীয় রাজধানী দিল্লিতে কাজ করছিলেন। গত মাসে তাদের সেখান থেকেই তথাকথিত ‘বাংলাদেশি’ তকমা দিয়ে আটক করে দিল্লি পুলিশ। পরে তাঁদের পাঁচ বছরের ছেলেসহ বাংলাদেশে ‘পুশইন’ করা হয় তথা জোর করে পাঠিয়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের দাবি, তারা বাংলাদেশি ‘অনুপ্রবেশকারী।’
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২৬ বছরে দানিশ শেখ, তাঁর স্ত্রী ২৪ বছর বয়সী সোনালি খাতুন এবং তাদের পাঁচ বছরের ছেলে সাবিরকে ১৮ জুন দিল্লির রোহিণী এলাকার ভাড়া বাড়ি থেকে আটক করে পুলিশ। শেখ পরিবারের আত্মীয়দের দাবি, দানিশ, তাঁর স্ত্রী সোনালি ও তাঁদের নাবালক ছেলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত পইকড় গ্রামের বাসিন্দা এবং পরিবারের সবাই জীবিকার তাগিদে দিল্লিতে বসবাস করতেন।
দিল্লির এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, ‘সঠিক যাচাই-বাছাইয়ের পর ওই পরিবারকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে’ এবং তাঁদের কাছে ‘বৈধ কোনো নথিপত্র’ ছিল না।

চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
২ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
৩ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে