কলকাতা প্রতিনিধি

ভারতের উত্তর প্রদেশের সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সোমবার সকালে গুরগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি।
ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সমাজবাদী চিন্তাভাবনা থেকে আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করে এসেছেন। সব সময়ই তিনি ছিলেন বিজেপি বিরোধী শিবিরে। উত্তর প্রদেশে তিনি ‘নেতাজি’ নামে বেশ পরিচিত ছিলেন।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক জানাতে গিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মনে করিয়ে দেন, কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে মুলায়ম সিং যাদবের লড়াইয়ের কথা। মোদি তাঁর টুইটে বলেন, ‘জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন।’ উল্লেখ্য, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মুলায়ম সিং যাদব এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং কারাগারে বন্দী হন।
এদিকে, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী অবশ্য মোদিকে পাল্টা খোঁচা না দিয়ে মুলায়ম সিং যাদবের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁকে ‘সত্যিকারের যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন।
উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। উত্তর প্রদেশে তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ভারতের উত্তর প্রদেশের সদ্য প্রয়াত সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়েও কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় আজ সোমবার সকালে গুরগাঁওয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে মারা যান তিনি।
ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী, উত্তর প্রদেশের তিনবারের মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সমাজবাদী চিন্তাভাবনা থেকে আজীবন অসাম্প্রদায়িক রাজনীতি করে এসেছেন। সব সময়ই তিনি ছিলেন বিজেপি বিরোধী শিবিরে। উত্তর প্রদেশে তিনি ‘নেতাজি’ নামে বেশ পরিচিত ছিলেন।
মুলায়ম সিং যাদবের মৃত্যুতে শোক জানাতে গিয়ে মোদি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করা এক পোস্টে মনে করিয়ে দেন, কংগ্রেসের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে মুলায়ম সিং যাদবের লড়াইয়ের কথা। মোদি তাঁর টুইটে বলেন, ‘জরুরি অবস্থায় তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অন্যতম সৈনিক ছিলেন।’ উল্লেখ্য, ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মুলায়ম সিং যাদব এর বিরুদ্ধে আন্দোলন করেন এবং কারাগারে বন্দী হন।
এদিকে, কংগ্রেসের সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধী অবশ্য মোদিকে পাল্টা খোঁচা না দিয়ে মুলায়ম সিং যাদবের তৃণমূল রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কথা উল্লেখ করে তাঁকে ‘সত্যিকারের যোদ্ধা’ হিসেবে আখ্যা দেন।
উল্লেখ্য, মুলায়ম সিং যাদবের মৃত্যুতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারসহ অনেকেই শোক প্রকাশ করেছেন। উত্তর প্রদেশে তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী মঙ্গলবার রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
১ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
২ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৫ ঘণ্টা আগে