
বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় নাকাল রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দারা। এর মধ্যে আজ সোমবার সকালে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রোববার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাপমাত্রা অনেকটা কমে যায়। দেশটির আবহাওয়া ভবন সূত্রের খবর, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা অরও নামতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের একাংশ, চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমে যায়। হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা ছিল ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। ১৮ থেকে ২০ জানুয়ারি নাগাদ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সে পর্যন্ত দিল্লি এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের আগামী কয়েক দিন খুব প্রয়োজন না পড়লে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।
এদিকে অনেক জায়গায় ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ কিংবা দেরিতে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উত্তর ভারতে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি রাজধানী দিল্লির তাপমাত্রা নেমেছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। আর ২০১৯ সালের জানুয়ারিতে রেকর্ড ৫০ ঘণ্টার ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল দিল্লি।

বছরের শুরুতেই কনকনে ঠান্ডায় নাকাল রাজধানী দিল্লিসহ উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দারা। এর মধ্যে আজ সোমবার সকালে দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, রোববার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তাপমাত্রা অনেকটা কমে যায়। দেশটির আবহাওয়া ভবন সূত্রের খবর, এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল তাপমাত্রা অরও নামতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
দিল্লি ছাড়াও পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশের একাংশ, চণ্ডীগড় এবং রাজস্থানের কিছু এলাকায় শৈত্যপ্রবাহের ফলে তাপমাত্রা কমে যায়। হরিয়ানার হিসারে সর্বনিম্ন তাপমাত্রা শূন্য দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর পাঞ্জাবের অমৃতসরে তাপমাত্রা ছিল ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী তিন দিন আবহাওয়া পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। ১৮ থেকে ২০ জানুয়ারি নাগাদ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। সে পর্যন্ত দিল্লি এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের আগামী কয়েক দিন খুব প্রয়োজন না পড়লে বাড়ির ভেতরেই থাকার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদেরা।
এদিকে অনেক জায়গায় ১৮ জানুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ কিংবা দেরিতে চালুর নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উত্তর ভারতে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এর আগে ২০২১ সালের ১ জানুয়ারি রাজধানী দিল্লির তাপমাত্রা নেমেছিল ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। আর ২০১৯ সালের জানুয়ারিতে রেকর্ড ৫০ ঘণ্টার ঘন কুয়াশায় ঢাকা পড়েছিল দিল্লি।

দক্ষিণ কোরিয়ার আদালত দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০২৪ সালের ডিসেম্বর মাসে ক্ষমতার অপব্যবহার করে সামরিক আইন (মার্শাল ল) ঘোষণা করার অভিযোগে দায়ের করা মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
১৮ মিনিট আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের মরদেহ ফেরত দিতে পরিবারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ দাবি করছে কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
২ ঘণ্টা আগে
ইরানের পাঁচ জ্যেষ্ঠ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, এই কর্মকর্তারাই দেশটিতে চলমান বিক্ষোভ দমনের মূল পরিকল্পনাকারী। একই সঙ্গে যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইরানের শীর্ষ নেতারা বিদেশি ব্যাংকে যে অর্থ পাঠাচ্ছেন, তা–ও তারা নজরদারিতে রেখেছে।
৩ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে বৈঠকের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাঁর নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। দক্ষিণ আমেরিকার দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ট্রাম্প কী ভূমিকা নেবেন, সে বিষয়ে প্রভাব বিস্তারের চেষ্টা হিসেবেই মাচাদোর...
৫ ঘণ্টা আগে