কলকাতা প্রতিনিধি

বেকারত্বের হার বাড়ছে ভারতে। এটি নিয়ে বিরোধী দলগুলো থেকে শুরু করে অর্থনীতিবিদসহ সরকারের সমালোচনায় সরব অনেকেই। এমতাবস্থায় একটি বড় পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দেড় বছরের মধ্যে দেশটিতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির নির্দেশ দিয়েছেন তিনি। তবে মোদির এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরকারকে ‘মহা জুমলা’ বা ‘মহা নির্বোধ’ বলে আখ্যা দিয়েছেন।
এরই মধ্যে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীতে ৪ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগের কথা ঘোষণা করেছেন। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের ৪৫ হাজার যুবক এই কর্মসূচিতে ৩০-৪০ হাজার রুপি মাসিক বেতনে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও অস্থায়ী চাকরির সুযোগ পাবেন।
তবে, বিরোধীদের দাবি সরকারের এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্যই নেওয়া হয়েছে। তাই দেড় বছর পর আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে মোদি সরকার।
রাহুল গান্ধী তাঁর এক টুইটে লিখেছেন, ‘৮ বছর আগে যেমন যুবকদের প্রতি বছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি এখন আবার ১০ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটি কেবল ‘জুমলাদের’ সরকার নয়, ‘মহা জুমলাদের’ সরকার। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষজ্ঞ নন কিন্তু চাকরি নিয়ে ‘সংবাদ’ তৈরিতে বিশেষজ্ঞ।’
এদিকে, ভারতের মুদ্রাস্ফীতির পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি পাওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই দায়ী করছেন মোদি সরকারকে। বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এই কর্মসূচিকে তাঁরা মিশন হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশকে সফল করতে এখন থেকেই তৎপরতা শুরু হয়েছে।

বেকারত্বের হার বাড়ছে ভারতে। এটি নিয়ে বিরোধী দলগুলো থেকে শুরু করে অর্থনীতিবিদসহ সরকারের সমালোচনায় সরব অনেকেই। এমতাবস্থায় একটি বড় পদক্ষেপ নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী দেড় বছরের মধ্যে দেশটিতে ১০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির নির্দেশ দিয়েছেন তিনি। তবে মোদির এই পদক্ষেপের সমালোচনা করে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সরকারকে ‘মহা জুমলা’ বা ‘মহা নির্বোধ’ বলে আখ্যা দিয়েছেন।
এরই মধ্যে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সেনাবাহিনীতে ৪ বছরের জন্য অস্থায়ী ভিত্তিতে ‘অগ্নিপথ’ পরিকল্পনার আওতায় প্রায় ৪৫ হাজার তরুণ–যুবককে নিয়োগের কথা ঘোষণা করেছেন। সাড়ে ১৭ বছর থেকে ২১ বছরের ৪৫ হাজার যুবক এই কর্মসূচিতে ৩০-৪০ হাজার রুপি মাসিক বেতনে সেনাবাহিনীর প্রশিক্ষণ ও অস্থায়ী চাকরির সুযোগ পাবেন।
তবে, বিরোধীদের দাবি সরকারের এই উদ্যোগকে রাজনৈতিক উদ্দেশ্য অর্জনের জন্যই নেওয়া হয়েছে। তাই দেড় বছর পর আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ক্ষমতা ধরে রাখতেই এই উদ্যোগ নিয়েছে মোদি সরকার।
রাহুল গান্ধী তাঁর এক টুইটে লিখেছেন, ‘৮ বছর আগে যেমন যুবকদের প্রতি বছর ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ঠিক তেমনি এখন আবার ১০ লাখ সরকারি চাকরির প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। এটি কেবল ‘জুমলাদের’ সরকার নয়, ‘মহা জুমলাদের’ সরকার। প্রধানমন্ত্রী কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষজ্ঞ নন কিন্তু চাকরি নিয়ে ‘সংবাদ’ তৈরিতে বিশেষজ্ঞ।’
এদিকে, ভারতের মুদ্রাস্ফীতির পাশাপাশি বেকারত্ব বৃদ্ধি পাওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকেই দায়ী করছেন মোদি সরকারকে। বিজেপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, এই কর্মসূচিকে তাঁরা মিশন হিসেবে দেখছেন। প্রধানমন্ত্রীর নির্দেশকে সফল করতে এখন থেকেই তৎপরতা শুরু হয়েছে।

ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৬ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে
ইরানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রক্তক্ষয়ী গণ-অভ্যুত্থানে রূপ নিয়েছে। গত দুই সপ্তাহের নজিরবিহীন এই অস্থিরতায় নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে বলে দাবি করেছে মানবাধিকার সংস্থা এইচআরএএনএ। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের পাশে দাঁড়ানোর ঘোষণা
৯ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের নানা বিকল্প বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ অব্যাহত রাখে, সে ক্ষেত্রে তেহরানের বিরুদ্ধে...
১০ ঘণ্টা আগে