কলকাতা প্রতিনিধি

বিজেপি বিরোধী দলগুলোর সমন্বয়কেই গুরুত্ব দেবে কংগ্রেস। ভারতের জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, আজ বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকেই বিরোধী ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত হয়।
আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ভারতের জাতীয় সংসদের অধিবেশন। সেই অধিবেশনের আগে আজ রাতে সংসদীয় দলের কৌশল ঠিক করতে দিল্লিতে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন রাহুল গান্ধী-সহ অন্যরাও।
বৈঠক শেষে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী ঐক্যকেই তাঁরা গুরুত্ব দিচ্ছেন। এমনকী, কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হলেও সংসদে তৃণমূলের সঙ্গে সমন্বয়েও তাঁরা রাজি বলে খাড়গে জানিয়েছেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মেঘালয়ের ১২ জন কংগ্রেস বিধায়ক দলবদল করে তৃণমূলে যোগ দেন। অন্যান্য রাজ্যেও কংগ্রেস ভেঙে তৃণমূল নিজেদের শক্তি বাড়াচ্ছে। তাই লোকসভায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমন্বয় নিয়ে সংশয় দূর করেন খাড়গে।
কংগ্রেসের তরফে তিনি জানান, চীনা আগ্রাসণ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, সমস্ত বিষয় নিয়েই সংসদের দৃষ্টি আকর্ষণ করবে কংগ্রেস। এবিষয়ে তৃণমূল-সহ বিরোধীদের সমন্বয়ের চেষ্টাও করা হবে।
তিনি জানান, কৃষকদের সমস্যার পাশাপাশি উতপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টিরও দাবি করা হবে সংসদে। বেকারত্ব বৃদ্ধি থেকে শুরু করে কোভিড মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়েও ঝড় উঠবে সংসদে।
বিজেপির বিরোধিতায় সনিয়া গান্ধী চান বিরোধীদের মধ্যে ঐক্য। বর্ষা অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশনেও কংগ্রেস বিরোধী ঐক্যের ছবিটাই তুলে ধরতে চাইছে। তৃণমূলের সঙ্গেও তাই কোনও সংঘাতে রাজি নন সোনিয়া।

বিজেপি বিরোধী দলগুলোর সমন্বয়কেই গুরুত্ব দেবে কংগ্রেস। ভারতের জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরুর আগে, আজ বৃহস্পতিবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। সেই বৈঠকেই বিরোধী ঐক্যের বিষয়ে সিদ্ধান্ত হয়।
আগামী সোমবার থেকে শুরু হচ্ছে ভারতের জাতীয় সংসদের অধিবেশন। সেই অধিবেশনের আগে আজ রাতে সংসদীয় দলের কৌশল ঠিক করতে দিল্লিতে উচ্চ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কংগ্রেস সভানেত্রী সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন রাহুল গান্ধী-সহ অন্যরাও।
বৈঠক শেষে প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানান, বিরোধী ঐক্যকেই তাঁরা গুরুত্ব দিচ্ছেন। এমনকী, কংগ্রেস ভাঙিয়ে তৃণমূল শক্তিশালী হলেও সংসদে তৃণমূলের সঙ্গে সমন্বয়েও তাঁরা রাজি বলে খাড়গে জানিয়েছেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার মেঘালয়ের ১২ জন কংগ্রেস বিধায়ক দলবদল করে তৃণমূলে যোগ দেন। অন্যান্য রাজ্যেও কংগ্রেস ভেঙে তৃণমূল নিজেদের শক্তি বাড়াচ্ছে। তাই লোকসভায় কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সমন্বয় নিয়ে সংশয় দূর করেন খাড়গে।
কংগ্রেসের তরফে তিনি জানান, চীনা আগ্রাসণ থেকে শুরু করে দ্রব্যমূল্য বৃদ্ধি, সমস্ত বিষয় নিয়েই সংসদের দৃষ্টি আকর্ষণ করবে কংগ্রেস। এবিষয়ে তৃণমূল-সহ বিরোধীদের সমন্বয়ের চেষ্টাও করা হবে।
তিনি জানান, কৃষকদের সমস্যার পাশাপাশি উতপাদিত ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের গ্যারান্টিরও দাবি করা হবে সংসদে। বেকারত্ব বৃদ্ধি থেকে শুরু করে কোভিড মোকাবিলায় সরকারের ব্যর্থতা নিয়েও ঝড় উঠবে সংসদে।
বিজেপির বিরোধিতায় সনিয়া গান্ধী চান বিরোধীদের মধ্যে ঐক্য। বর্ষা অধিবেশনের মতোই শীতকালীন অধিবেশনেও কংগ্রেস বিরোধী ঐক্যের ছবিটাই তুলে ধরতে চাইছে। তৃণমূলের সঙ্গেও তাই কোনও সংঘাতে রাজি নন সোনিয়া।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকট সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, সরকার বিক্ষোভকারীদের কথা ‘শুনতে প্রস্তুত।’ তবে একই সঙ্গে তিনি জনগণকে সতর্ক করে দিয়েছেন যেন ‘দাঙ্গাকারী’ এবং ‘সন্ত্রাসী উপাদানগুলো’ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে। খবর আল–জাজিরার।
১৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে চলমান বিক্ষোভের প্রতিক্রিয়ায় ওয়াশিংটন দেশটিতে সামরিক হস্তক্ষেপসহ ‘কঠোর পদক্ষেপের’ কথা বিবেচনা করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
২৯ মিনিট আগে
ইরানের রাজধানীর তেহরানের বাসিন্দা ৩৫ বছর বয়সী পারিসা। গত শুক্রবার রাতে বিক্ষোভে যোগ দিয়ে স্লোগান দিচ্ছিলেন ‘স্বৈরাচার নিপাত যাক’। বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল। হঠাৎ এই বিক্ষোভে গুলি চালান নিরাপত্তা বাহিনীর চার সদস্য। এই বিক্ষোভে কিশোর ছেলেকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন এক বাবা। গুলিতে তিনি মারা যান।
৭ ঘণ্টা আগে
লস অ্যাঞ্জেলেসের আকাশে দীর্ঘ ৫১ বছর পর দেখা গেল মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে সুরক্ষিত ও রহস্যময় বিমান বোয়িং ই-৪বি ‘নাইটওয়াচ’। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণ করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পারমাণবিক ‘যুদ্ধ আসন্ন কি না’ তা নিয়ে শুরু হয়
৯ ঘণ্টা আগে