Ajker Patrika

এবার হিন্দিতে প্রকাশিত হলো মেডিকেলের বই, ‘হিন্দির আগ্রাসনের’ অভিযোগ 

কলকাতা প্রতিনিধি
আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ২১: ৪৬
এবার হিন্দিতে প্রকাশিত হলো মেডিকেলের বই, ‘হিন্দির আগ্রাসনের’ অভিযোগ 

এবার ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে মেডিকেল কলেজে পড়ানোর জন্য হিন্দি ভাষায় লিখিত বই প্রকাশ করেছে রাজ্য সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষায় অনূদিত চিকিৎসা শাস্ত্রের পাঠ্যবইয়ের মোড়ক উন্মোচন করেন। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতে, হিন্দি ভাষায় চিকিৎসা শাস্ত্রের পাঠদান শুরু করাটা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। তবে সরকারের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে দেশটি অ-হিন্দিভাষী জনগোষ্ঠীগুলোর তরফ থেকে। তাঁদের অভিযোগ, বিজেপি ঘোষিত ‘হিন্দু-হিন্দি-হিন্দুস্তান’ নীতি কার্যকর করতেই এই উদ্যোগ। এরই মধ্যে ‘হিন্দি আগ্রাসনের’ অভিযোগে রাজ্য রাজ্যে শুরু হয়েছে বিক্ষোভ। 

ভারতে হিন্দুত্ববাদীদের স্লোগান ছিল, ‘হিন্দু-হিন্দি-হিন্দুস্তান।’ উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে দেশজুড়ে হিন্দির আগ্রাসনও শুরু হয়েছে। এ ছাড়া বিজেপির মতাদর্শের বাইরে থাকা দলগুলোর আপত্তি অগ্রাহ্য করেই বিজেপি তাদের এজেন্ডা অনুযায়ী নিজেদের কর্মসূচি বাস্তবায়নের গতি তীব্র করছে। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার, নাগরিকত্ব আইন সংশোধন, আমিষ খাবারের বিরুদ্ধে প্রচার, বাবরি মসজিদের বদলে রাম মন্দির নির্মাণ প্রভৃতি তারই লক্ষণ। 

এবার শুরু হয়েছে হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা করার উদ্যোগ। দক্ষিণ ভারতের কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক থেকে শুরু করে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে প্রতিবাদের মধ্যেই মধ্যপ্রদেশে ক্ষমতাসীন বিজেপি সরকার হিন্দি ভাষায় চিকিৎসা শাস্ত্রের পাঠদান শুরু করায় বিতর্ক আরও বেড়েছে। 

ভারতের মতো বহু ভাষার দেশে হিন্দির আগ্রাসন চালানো হলে তার প্রতিবাদ শুরু হওয়াই স্বাভাবিক। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, ইংরেজদের দাসত্ব থেকে মুক্তির জন্য হিন্দির ব্যাপক প্রচার জরুরি। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর পাল্টা হুমকি, ‘আঞ্চলিক ভাষার স্বার্থ সুরক্ষায় কংগ্রেস সর্বশক্তি দিয়ে লড়াই করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত