
ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সরবরাহ করা খাবারে একটি ব্লেড পাওয়ার অভিযোগ করেছেন এক যাত্রী। মথুরাস পাল নামের ওই যাত্রী পেশায় সাংবাদিক। গত সপ্তাহে তিনি ভারতের বেঙ্গালুরু থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে বসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মধুরাস পাল জানান, মাঝ আকাশে বিমানের ভেতর তাঁকে সেদ্ধ করা মিষ্টি আলু ও ডুমুরের চাট খেতে দেওয়া হয়েছিল। পরে মুখের ভেতর তিনি ধাতব কোনো বস্তুর উপস্থিতি টের পান।
মথুরাস লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার খাবার ছুরির মতো কাটতে পারে। এটির সেদ্ধ মিষ্টি আলু আর ডুমুর চাটের মধ্যে লুকিয়ে ছিল ব্লেডের মতো একটি ধাতব বস্তু। খাবার চিবানোর সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমি মুখের ভেতর এটির উপস্থিতি টের পাই। ঈশ্বরের কৃপায় কোনো ক্ষতি হয়নি।’
পোস্টে খাবারে পাওয়া ব্লেডের ছবি জুড়ে দিয়ে এ ঘটনাটির জন্য এয়ার ইন্ডিয়ার কাটারিং সার্ভিসকে দায়ী করেন মথুরাস। এ ধরনের ঘটনা বিমান সংস্থাটির ইমেজকে খাটো করে বলেও উল্লেখ করেন তিনি। আর এই খাবারটি যদি কোনো শিশুকে প্রদান করা হতো, তবে আরও মারাত্মক পরিণতি হতে পারত বলে আশঙ্কা করেন তিনি।
মথুরাস পালের ওই পোস্ট দৃষ্টিগোচর হয়েছে এয়ার ইন্ডিয়ারও। পরে বিমান সংস্থাটির পক্ষ থেকে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁকে একটি বিজনেস ক্লাসের ওয়ান-ওয়ে টিকিট অফার করা হয়। এই টিকিট দিয়ে আগামী এক বছরের মধ্যে ওই যাত্রী এয়ার ইন্ডিয়ার যেকোনো রুটের যেকোনো ফ্লাইটে ব্যবহার করতে পারবেন।
এদিকে এয়ার ইন্ডিয়ার ওই টিকিটের অফার প্রত্যাখ্যান করেছেন মথুরাস। তিনি এই অফারকে বিমান সংস্থাটির ঘুষ হিসেবে আখ্যা দিয়েছেন।
খাবারে ব্লেডের ব্যাখ্যা দিতে গিয়ে বিমান সংস্থাটি জানিয়েছে, ওই ব্লেডটি আসলে সবজি কাটার মেশিনের। হয়তো সবজি কাটার সময় মেশিনের ভাঙা টুকরোটি রয়ে গেছে। বিষয়টি নিয়ে আরও গভীর তদন্তেরও পরিকল্পনা করেছে সংস্থাটি।

ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে সরবরাহ করা খাবারে একটি ব্লেড পাওয়ার অভিযোগ করেছেন এক যাত্রী। মথুরাস পাল নামের ওই যাত্রী পেশায় সাংবাদিক। গত সপ্তাহে তিনি ভারতের বেঙ্গালুরু থেকে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে চড়ে বসেছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে মধুরাস পাল জানান, মাঝ আকাশে বিমানের ভেতর তাঁকে সেদ্ধ করা মিষ্টি আলু ও ডুমুরের চাট খেতে দেওয়া হয়েছিল। পরে মুখের ভেতর তিনি ধাতব কোনো বস্তুর উপস্থিতি টের পান।
মথুরাস লিখেছেন, ‘এয়ার ইন্ডিয়ার খাবার ছুরির মতো কাটতে পারে। এটির সেদ্ধ মিষ্টি আলু আর ডুমুর চাটের মধ্যে লুকিয়ে ছিল ব্লেডের মতো একটি ধাতব বস্তু। খাবার চিবানোর সময় কয়েক সেকেন্ডের মধ্যে আমি মুখের ভেতর এটির উপস্থিতি টের পাই। ঈশ্বরের কৃপায় কোনো ক্ষতি হয়নি।’
পোস্টে খাবারে পাওয়া ব্লেডের ছবি জুড়ে দিয়ে এ ঘটনাটির জন্য এয়ার ইন্ডিয়ার কাটারিং সার্ভিসকে দায়ী করেন মথুরাস। এ ধরনের ঘটনা বিমান সংস্থাটির ইমেজকে খাটো করে বলেও উল্লেখ করেন তিনি। আর এই খাবারটি যদি কোনো শিশুকে প্রদান করা হতো, তবে আরও মারাত্মক পরিণতি হতে পারত বলে আশঙ্কা করেন তিনি।
মথুরাস পালের ওই পোস্ট দৃষ্টিগোচর হয়েছে এয়ার ইন্ডিয়ারও। পরে বিমান সংস্থাটির পক্ষ থেকে ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করে দুঃখ প্রকাশ করা হয়। পাশাপাশি তাঁকে একটি বিজনেস ক্লাসের ওয়ান-ওয়ে টিকিট অফার করা হয়। এই টিকিট দিয়ে আগামী এক বছরের মধ্যে ওই যাত্রী এয়ার ইন্ডিয়ার যেকোনো রুটের যেকোনো ফ্লাইটে ব্যবহার করতে পারবেন।
এদিকে এয়ার ইন্ডিয়ার ওই টিকিটের অফার প্রত্যাখ্যান করেছেন মথুরাস। তিনি এই অফারকে বিমান সংস্থাটির ঘুষ হিসেবে আখ্যা দিয়েছেন।
খাবারে ব্লেডের ব্যাখ্যা দিতে গিয়ে বিমান সংস্থাটি জানিয়েছে, ওই ব্লেডটি আসলে সবজি কাটার মেশিনের। হয়তো সবজি কাটার সময় মেশিনের ভাঙা টুকরোটি রয়ে গেছে। বিষয়টি নিয়ে আরও গভীর তদন্তেরও পরিকল্পনা করেছে সংস্থাটি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা শাসনের জন্য একটি বোর্ড অব পিস বা শান্তি পরিষদ গঠনের ঘোষণা দিয়েছেন। এটি ইসরায়েলের হাতে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্র-সমর্থিত পরিকল্পনার দ্বিতীয় ধাপের একটি গুরুত্বপূর্ণ অংশ। তুরস্কের সংবাদ সংস্থা টিআরটি গ্লোবালের প্রতিবেদন থেকে এ
৭ মিনিট আগে
ট্রাম্প প্রশাসন মনে করছে—ইরানে আরেক দফা হামলার ক্ষেত্রে সময় তাদের অনুকূলে রয়েছে। ইরানের বিরুদ্ধে পরিস্থিতির উত্তেজনার পারদ কখনো বাড়িয়ে আবার কখনো কমিয়ে ‘এসক্যালেশন ল্যাডারে’ উত্তেজনার সিঁড়িতে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ, ধীরে ধীরে পরিস্থিতিকে অগ্নিগর্ভ করে...
৪৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ঘোষণা অনুযায়ী গাজা সংঘাত নিরসনে হামাসের সঙ্গে ২০ দফার যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের অগ্রগতির মধ্যেই গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গত বুধবার মধ্যপ্রাচ্যের মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর ঘোষণা দেন।
১ ঘণ্টা আগে
ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
১০ ঘণ্টা আগে