
ভারতীয় ধনকুবের ও এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানির ব্যক্তিগত চিড়িয়াখানা ‘ভান্তারা’। এখানে রয়েছে সিংহ, হাতি ও বাঘসহ দুই হাজারের বেশি প্রজাতির প্রাণী। আলোচিত এই চিড়িয়াখানার থিমে ঘড়ি বানালেন অনন্ত।

বিলাসবহুল ঘড়ি নির্মাতা জ্যাকব অ্যান্ড কোং-এর বানানো এই রত্নখচিত ঘড়িটির মাঝখানে রয়েছে অনন্ত আম্বানির হাতে আঁকা একটি মূর্তি। চেয়ারে বসা অনন্তর মূর্তির দুই পাশে একটি সিংহ ও একটি বেঙ্গল টাইগারের ভাস্কর্য বসানো হয়েছে। আর মূর্তির এক পাশে রয়েছে হাতির মুখ, যার ওপর ঘড়ির ডায়াল বসানো।

ঘড়িটি উন্মোচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যাকব অ্যান্ড কোং জানায়, তাদের নতুন এই বিলাসবহুল টাইমপিসটি ‘ভান্তারার প্রতি শ্রদ্ধা নিবেদন’ এবং ডায়ালের মাঝখানে থাকা অনন্ত আম্বানির মূর্তিটি ‘তত্ত্বাবধান ও দায়িত্ববোধের প্রতীক’ হিসেবে তুলে ধরা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, ঘড়িটিতে হীরা, সবুজ স্যাফায়ার, গারনেটসহ ৩৯৭টি মূল্যবান পাথর ব্যবহার করা হয়েছে।
ব্র্যান্ডটির ভারতের খুচরা অংশীদার এথোস ওয়াচেসের সঙ্গে যুক্ত এক নির্বাহী বিবিসিকে জানান, কোম্পানি এখনো ঘড়িটির দাম প্রকাশ করেনি। তিনি আরও বলেন, এটি এখনো দোকানে বিক্রির জন্য আনা হয়নি।
তবে নির্মাতা প্রতিষ্ঠান ঘড়ির দাম প্রকাশ না করলেও ঘড়িশিল্প–বিষয়ক সংগঠন ওয়াচোপিয়ার হিসাব অনুযায়ী, এর মূল্য প্রায় ১৫ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১৮ কোটি ২২ লাখ টাকা)।
ভারতের গুজরাটের জামনগরে এই চিড়িয়াখানাটি গড়ে তুলেছে আম্বানি পরিবার। রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের গ্রিন বেল্টের ভেতরে প্রায় ৩ হাজার ৫০০ একর এলাকা জুড়ে গড়ে তুলেছেন বিশ্বের অন্যতম বৃহত্তম এই বন্যপ্রাণী উদ্ধার, সুরক্ষা এবং পুনর্বাসন কেন্দ্রটি।
অনন্ত আম্বানির মালিকানাধীন এই চিড়িয়াখানাটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়। এই চিড়িয়াখানায় গত বছর অবৈধভাবে প্রাণী সংগ্রহ ও তাদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হয়। তবে সুপ্রিম কোর্টের নিযুক্ত একটি দল পরবর্তীতে তদন্ত করে কোনো অনিয়মের প্রমাণ পায়নি।
গত বছরের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেন ‘ভান্তারা’ নামের এই কেন্দ্রটি। এর আগে ২০২৪ সালে অনন্ত আম্বানির জাঁকজমকপূর্ণ প্রি-ওয়েডিং আয়োজনের একটি ভেন্যু হিসেবেও ভান্তারা ব্যবহৃত হয়। সে সময়ই বিশ্বজুড়ে নজরে আসে ভান্তারা।
ওই বিয়ে ও সংশ্লিষ্ট অন্যান্য অনুষ্ঠানে ভারতের শীর্ষস্থানীয় বলিউড তারকারা ছাড়াও কিম কারদাশিয়ান ও রিহানার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তারকারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও ছিলেন বিল গেটস ও মার্ক জাকারবার্গের মতো শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন, পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তাঁর স্বামী জ্যারেড কুশনার।

চার বছর বয়সী মেয়েকে পড়াতে বসেছিলেন বাবা। ৫০ পর্যন্ত সংখ্যা গুনতে বললে মেয়ে না পারায় তাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত ২১ জানুয়ারি ভারতের হরিয়ানার ফরিদাবাদে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
১ ঘণ্টা আগে
প্রতি চার বছর অন্তর প্রকাশিত এই কৌশলের আগের সংস্করণগুলোতে চীনকে শীর্ষ প্রতিরক্ষা ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়। তবে এবারের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখন থেকে সংঘাত নয়; বরং শক্তির মাধ্যমে ভারসাম্য বজায় রাখা হবে।
১ ঘণ্টা আগে
এ ঘটনার প্রেক্ষাপটে হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট দুই দেশের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের একটি জ্বালানি চুক্তির ঘোষণা দিয়েছেন। এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন ভেনেজুয়েলার তেলশিল্পের ওপর উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে চাইছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবারের এই ঘোষণার ফলে সংকটাপন্ন ক্যারিবীয় দেশটির নেতৃত্ব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চলমান বিরোধ আরও গভীর হলো। ক্রমবর্ধমান গ্যাং সহিংসতা এবং অস্থিরতার কারণে হাইতিতে বারবার নির্বাচন বিলম্বিত হচ্ছে।
২ ঘণ্টা আগে