আজকের পত্রিকা ডেস্ক

কেরানির চাকরি করতেন। কিন্তু তাঁর চারটি আলিশান বাড়ি ও সব মিলিয়ে ৩০ হাজার কোটি রুপির সম্পদের সন্ধান মিলেছে। ভারতের কর্ণাটক রাজ্যের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের ওই সাবেক কেরানির বাড়িতে অভিযান অবৈধ সম্পদ জব্দ করেছে লোকায়ুক্ত (দুর্নীতি দমন) কর্মকর্তারা। আজ শুক্রবার এই অভিযান চালানো হয়।
লোকায়ুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কোপ্পাল এলাকায় কাজ করতেন। তাঁর মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার রুপি। অথচ তাঁর নামে, তাঁর স্ত্রীর নামে এবং স্ত্রীর ভাইয়ের নামে ২৪টি বাড়ি,৪টি প্লট এবং ৪০ একর কৃষিজমি পাওয়া গেছে।
অভিযানে ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি রুপাও উদ্ধার করা হয়েছে।
অভিযোগ উঠেছে, নিদাগুন্ডি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের সাবেক প্রকৌশলী জেড এম চিনচোলকার ৯৬টি অসম্পূর্ণ প্রকল্পের নথি জালিয়াতি করে ৭২ কোটি রুপির বেশি আত্মসাৎ করেছেন।
লোকায়ুক্ত কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে নিয়মিত অভিযান চালাচ্ছেন।
গত মঙ্গলবারও হাসান, চিক্কাবাল্লাপুরা, চিত্রদুর্গ এবং বেঙ্গালুরুতে পাঁচজন সরকারি কর্মকর্তার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে তল্লাশি চালানো হয়। এই কর্মকর্তাদের মধ্যে ছিলেন এনএইচএআই বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ান্না আর, গ্রামীণ পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আঞ্জানেয়া মূর্তি এম, হিরিউরের তালুক স্বাস্থ্য কর্মকর্তা ড. ভেঙ্কটেশ, বেঙ্গালুরুর বিবিএমপি দাসারাহাল্লি উপ-বিভাগের রাজস্ব কর্মকর্তা এন ভেঙ্কটেশ এবং বেঙ্গালুরুর বিডিএ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী উদ্যানতত্ত্ব পরিচালক কে ওম প্রকাশ।
এর আগে গত ২৩ জুলাই লোকায়ুক্ত কর্মকর্তারা আটজন কর্মকর্তার, যার মধ্যে একজন আইএএস কর্মকর্তাও ছিলেন, ৪১টি স্থানে অভিযান চালিয়ে ৩৭ দশমিক ৪২ কোটি রুপির অবৈধ সম্পদ উদ্ধার করেন। এই অভিযানগুলো বেঙ্গালুরু আরবান, মহীশূর, তুমাকুরু, কালাবুরাগি, কোপ্পাল এবং কোডাগু জেলায় চালানো হয়েছিল।
ওই অভিযানে কর্ণাটকের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি-এর বিশেষ ডেপুটি কমিশনার আইএএস কর্মকর্তা বাসন্তী আমার বি ভি-এর সঙ্গে যুক্ত পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে ৯ দশমিক ০৩ কোটি রুপির সম্পদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৩টি জমি,৪টি বাড়ি, ৩ একর কৃষিজমি (৭.৪ কোটি রুপি মূল্যের), ১২ লাখ রুপির গয়না এবং ৯০ লাখ রুপির যানবাহন। বাসন্তী বেঙ্গালুরু শহরতলির রেলওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বেও ছিলেন।

কেরানির চাকরি করতেন। কিন্তু তাঁর চারটি আলিশান বাড়ি ও সব মিলিয়ে ৩০ হাজার কোটি রুপির সম্পদের সন্ধান মিলেছে। ভারতের কর্ণাটক রাজ্যের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের ওই সাবেক কেরানির বাড়িতে অভিযান অবৈধ সম্পদ জব্দ করেছে লোকায়ুক্ত (দুর্নীতি দমন) কর্মকর্তারা। আজ শুক্রবার এই অভিযান চালানো হয়।
লোকায়ুক্ত কর্মকর্তাদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কালাকাপ্পা নিদাগুন্ডি নামের ওই কেরানি কোপ্পাল এলাকায় কাজ করতেন। তাঁর মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার রুপি। অথচ তাঁর নামে, তাঁর স্ত্রীর নামে এবং স্ত্রীর ভাইয়ের নামে ২৪টি বাড়ি,৪টি প্লট এবং ৪০ একর কৃষিজমি পাওয়া গেছে।
অভিযানে ৪টি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা এবং দেড় কেজি রুপাও উদ্ধার করা হয়েছে।
অভিযোগ উঠেছে, নিদাগুন্ডি এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের সাবেক প্রকৌশলী জেড এম চিনচোলকার ৯৬টি অসম্পূর্ণ প্রকল্পের নথি জালিয়াতি করে ৭২ কোটি রুপির বেশি আত্মসাৎ করেছেন।
লোকায়ুক্ত কর্মকর্তারা সরকারি কর্মকর্তাদের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে নিয়মিত অভিযান চালাচ্ছেন।
গত মঙ্গলবারও হাসান, চিক্কাবাল্লাপুরা, চিত্রদুর্গ এবং বেঙ্গালুরুতে পাঁচজন সরকারি কর্মকর্তার সঙ্গে যুক্ত স্থাপনাগুলোতে তল্লাশি চালানো হয়। এই কর্মকর্তাদের মধ্যে ছিলেন এনএইচএআই বিভাগের নির্বাহী প্রকৌশলী জয়ান্না আর, গ্রামীণ পানীয় জল ও স্যানিটেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ার আঞ্জানেয়া মূর্তি এম, হিরিউরের তালুক স্বাস্থ্য কর্মকর্তা ড. ভেঙ্কটেশ, বেঙ্গালুরুর বিবিএমপি দাসারাহাল্লি উপ-বিভাগের রাজস্ব কর্মকর্তা এন ভেঙ্কটেশ এবং বেঙ্গালুরুর বিডিএ প্রধান কার্যালয়ের সিনিয়র সহকারী উদ্যানতত্ত্ব পরিচালক কে ওম প্রকাশ।
এর আগে গত ২৩ জুলাই লোকায়ুক্ত কর্মকর্তারা আটজন কর্মকর্তার, যার মধ্যে একজন আইএএস কর্মকর্তাও ছিলেন, ৪১টি স্থানে অভিযান চালিয়ে ৩৭ দশমিক ৪২ কোটি রুপির অবৈধ সম্পদ উদ্ধার করেন। এই অভিযানগুলো বেঙ্গালুরু আরবান, মহীশূর, তুমাকুরু, কালাবুরাগি, কোপ্পাল এবং কোডাগু জেলায় চালানো হয়েছিল।
ওই অভিযানে কর্ণাটকের রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি-এর বিশেষ ডেপুটি কমিশনার আইএএস কর্মকর্তা বাসন্তী আমার বি ভি-এর সঙ্গে যুক্ত পাঁচটি স্থানে তল্লাশি চালিয়ে ৯ দশমিক ০৩ কোটি রুপির সম্পদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ৩টি জমি,৪টি বাড়ি, ৩ একর কৃষিজমি (৭.৪ কোটি রুপি মূল্যের), ১২ লাখ রুপির গয়না এবং ৯০ লাখ রুপির যানবাহন। বাসন্তী বেঙ্গালুরু শহরতলির রেলওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের দায়িত্বেও ছিলেন।

যাত্রীর নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে রাইড শেয়ার কোম্পানি উবার। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার ফিনিক্সে চলতি সপ্তাহে শুরু হচ্ছে একটি যৌন নিপীড়ন মামলার শুনানি, যেখানে উবারের মাধ্যমে বুক করা গাড়ির চালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।
২৩ মিনিট আগে
দেশজুড়ে চলমান বিক্ষোভে একাধিক ‘সহিংস দাঙ্গায়’ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পর স্থানীয় সময় রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ইরানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। নিহত ইরানিদের স্মরণে প্রেসিডেন্ট ও মন্ত্রিসভা শোক পালন করছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
১ ঘণ্টা আগে
চীনা কিছু অনলাইন ব্যবহারকারী তাইওয়ানের নেতাদের ভেনেজুয়েলা ধাঁচের বজ্রগতির অভিযান চালিয়ে ধরে আনার আহ্বান জানিয়েছেন। তবে বিশ্লেষক, গবেষক ও নিরাপত্তা কর্মকর্তারা বলছেন—চীনের আধুনিকায়ন পথে সেনাবাহিনী এখনো সে পর্যায়ে প্রস্তুত নয়। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার বলেছেন, গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থা বলতে ডেনমার্কের হাতে আছে মাত্র ‘দুটি কুকুরের স্লেজ।’ ইউরোপীয় ন্যাটো সদস্য দেশটির কাছ থেকে দ্বীপটির সার্বভৌমত্ব কেড়ে নেওয়ার আলোচনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। খবর মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের।
২ ঘণ্টা আগে