আজকের পত্রিকা ডেস্ক

দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেয়নি এই বিষয়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ পর্যন্ত স্বীকার করেছেন যে, তাদের তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে।
এই পরস্পরবিরোধী বক্তব্য চিরবৈরী দুই দেশের চলমান উত্তেজনার আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টারই প্রতিফলন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারি যে—৩টি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ সহ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, একটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল।
তবে জম্মু-কাশ্মীরের ৪ স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনো তা নিশ্চিত করেনি।
আরও খবর পড়ুন:

দক্ষিণ এশিয়ার দুই চির বৈরী দেশ ভারত-পাকিস্তানের মধ্যে বলা চলে পূর্ণমাত্রায় সামরিক সংঘাত শুরু হয়েছে। ভারত পাকিস্তানের অন্তত ৯টি স্থানে হামলা চালানোর দাবি করেছে। বিপরীতে পাকিস্তানও দাবি করেছে, তারা ভারতের ৩টি রাফালসহ পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় পক্ষ আনুষ্ঠানিকভাবে এখনো কোনো তথ্য দেয়নি এই বিষয়ে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে গত দুই দশকের বেশি সময়ের মধ্যে সবচেয়ে তীব্র লড়াইয়ে পাকিস্তান দাবি করেছে তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা এ পর্যন্ত স্বীকার করেছেন যে, তাদের তিনটি যুদ্ধবিমান জম্মু-কাশ্মীরে বিধ্বস্ত হয়েছে।
এই পরস্পরবিরোধী বক্তব্য চিরবৈরী দুই দেশের চলমান উত্তেজনার আবহ নিজেদের নিয়ন্ত্রণে রাখার চিরাচরিত প্রচেষ্টারই প্রতিফলন। পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আইএসপিআর-এর এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘এখন পর্যন্ত আমি নিশ্চিত করতে পারি যে—৩টি রাফাল, একটি সুখোই-৩০, একটি মিগ-২৯ সহ ভারতের পাঁচটি বিমান ভূপাতিত করা হয়েছে। এ ছাড়া, একটি ড্রোনও গুলি করে নামানো হয়েছে।’
ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমি জোর দিয়ে বলতে চাই যে, এই বিমানগুলো পাকিস্তানি ভূখণ্ডে গুলি চালানোর পরেই এসব পদক্ষেপ আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে নেওয়া হয়েছে।’ তিনি যোগ করেছেন, ভারতীয় বিমানগুলো তাদের নিজস্ব আকাশসীমা থেকে দূরপাল্লার অস্ত্র ব্যবহার করে গুলি চালাচ্ছিল।
তবে জম্মু-কাশ্মীরের ৪ স্থানীয় সরকারি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ভারতের ভূখণ্ডে তিনটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। পাকিস্তান যে বিমান ভূপাতিত করার দাবি করেছে, ভারত এখনো তা নিশ্চিত করেনি।
আরও খবর পড়ুন:

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ইউরোপীয় ইউনিয়নকে তাদের তথাকথিত ‘অ্যান্টি-কোয়ারশন ইনস্ট্রুমেন্ট’ সক্রিয় করার আহ্বান জানান। অনানুষ্ঠানিকভাবে একে বলা হয় ‘ট্রেড বাজুকা’। এই ব্যবস্থার আওতায় ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় বাজারে প্রবেশ সীমিত করতে পারে বা রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতে পারে...
২ ঘণ্টা আগে
সিরীয় সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে এসডিএফ তাদের বাহিনীকে ইউফ্রেটিস বা ফোরাত নদীর পশ্চিম তীরবর্তী এলাকাগুলো থেকে প্রত্যাহার করে নেবে। গতকাল রোববার এই চুক্তি হয়।
৪ ঘণ্টা আগে
স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি উচ্চগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত এবং ৩০ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
৪ ঘণ্টা আগে
মিনেসোটায় মার্কিন সরকারের অভিবাসনবিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ চরম আকার ধারণ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আলাস্কাভিত্তিক সেনাবাহিনীর ১১তম এয়ারবোর্ন ডিভিশনের দুটি পদাতিক ব্যাটালিয়নকে ‘প্রিপেয়ার-টু-ডিপ্লয়’ বা মোতায়েনের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে