Ajker Patrika

মোদির বাড়ির সামনে নামাজ-হনুমান চালিশা পাঠের আবেদন

কলকাতা প্রতিনিধি
মোদির বাড়ির সামনে নামাজ-হনুমান চালিশা পাঠের আবেদন

ভারতের মসজিদগুলোতে মাইকের ব্যবহার নিয়ে বিতর্ক ও উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরই মধ্যে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেত্রী ফাহমিদা হাসান খান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের সামনে নামাজ, হনুমান চালিশা, দুর্গা চালিশা প্রভৃতি পাঠের জন্য অনুমতি চেয়েছেন পুলিশের কাছে। আর এতে খানিকটা বেকায়দায় পড়েছে কেন্দ্রীয় সরকার।

ফাহমিদা হাসান জানান, তিনি নিজ বাড়িতেও প্রতিদিন নামাজের পাশাপাশি চালিশাও পাঠ করেন।

 ‘মসজিদে মাইক বাজানো চলবে না’—মহারাষ্ট্রে উগ্র হিন্দুত্ববাদীদের এমন দাবিকে ঘিরে উত্তেজনা চরমে। আজানের পরিবর্তে হনুমান চালিশা বাজানোর হুমকি দিয়ে এরই মধ্যে বেশ কয়েকজন স্থানীয় জনপ্রতিনিধি গ্রেপ্তার হয়েছেন। 

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের মতে, হিন্দুত্ব হচ্ছে একটা সংস্কৃতি। এটি নিয়ে হইচই করা অযৌক্তিক। 

অন্যদিকে, রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির দেবেন্দ্র ফড়নবিশ মাইক বাজানো নিয়ে সরকারের কড়া মনোভাবের নিন্দা করে জানিয়েছেন। সর্বদলীয় বৈঠক তাঁরা বয়কট করেছেন। 

সোমবার মহারাষ্ট্র রাজ্য সরকার মাইক বিতর্কে সর্বদলীয় বৈঠক ডেকেছিল। বিজেপি সেই বৈঠক বয়কট করায় শিবসেনা বিজেপিকে হিটলারের উত্তরসূরি বলে কটাক্ষ করেছে। সেই সঙ্গে জানিয়েছে, রাজ্যের শান্তির পরিবেশ কিছুতেই তাঁরা নষ্ট হতে দেবে না। বিজেপির বিরুদ্ধে ধর্মীয় উসকানিরও অভিযোগ করেছেন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

ছবি প্রকাশে আচরণবিধি লঙ্ঘন হলে তারেক রহমানকে আগে শোকজ করতে হবে—আসিফ মাহমুদের দাবি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত