আজকের পত্রিকা ডেস্ক

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা, কূটনৈতিক সম্পর্কের অবনতির পর প্রায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানে উৎপন্ন অথবা পাকিস্তান থেকে রপ্তানি করা সব পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি কিংবা ট্রানজিট (দেশের পথ ব্যবহার করে অন্য দেশের রপ্তানি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। কেবল ভারত সরকারের বিশেষ অনুমোদনের পরিপ্রেক্ষিতে এর ব্যতিক্রম কিছু ঘটতে পারে।
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, পাকিস্তানের পণ্যবাহী যেসব জাহাজ বা অন্য পরিবহন এখনো গন্তব্যে পৌঁছায়নি, সেগুলোর ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। অর্থাৎ এগুলো আর ভারতের কোনো বন্দরে মাল খালাস করতে পারবে না।
ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের একমাত্র স্থলপথ পাঞ্জাবের ওয়াঘা-আটারি সীমান্ত। পেহেলগামে হামলার পর এই পথও বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার সমুদ্র ও আকাশপথেও সব ধরনের আমদানি বন্ধ হলো।
পাকিস্তান থেকে ভারতে প্রধানত ওষুধ, ফল ও তৈলবীজ আমদানি করা হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করায় আমদানি অনেকটাই কমে যায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই আমদানির পরিমাণ প্রায় নগণ্য ছিল। সরকারি প্রতিবেদন বলছে, ২০২৪-২৫ সালে ভারতের মোট আমদানির শূন্য দশমিক ০০০০১ শতাংশের কম ছিল পাকিস্তান থেকে আমদানি।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বাইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় নেপালি পর্যটক, স্থানীয় পরিচালকসহ অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে বলে ভারত অভিযোগ করলেও দেশটি তা অস্বীকার করেছে। তবে এরপর থেকে দুই দেশের সম্পর্ক কেবল খারাপ হয়েছে।
পেহেলগামে হামলার পরপরই ভারত দ্রুত পদক্ষেপ নিয়ে ১৯৬০ সালের গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। ভারতের অভিযোগ, পাকিস্তান লাগাতার সীমান্ত সন্ত্রাস চালাচ্ছে। ভারত এবার সিন্ধু নদের পানি পাকিস্তানকে দেওয়া বন্ধ বা ঘুরিয়ে দিতে পারে। এটি পাকিস্তানের পানি সরবরাহের প্রধান উৎস। এর ফলে কয়েক কোটি পাকিস্তানি নাগরিক প্রভাবিত হতে পারেন।
এরপর পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করেছে ভারত। এর মধ্যে মেডিকেল ভিসায় আসা ব্যক্তিরাও ছিলেন। জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি, এমনকি সিমলা চুক্তিও বাতিল করার হুমকি দিয়েছে। দুই দেশ কূটনৈতিক সম্পর্কও অবনমিত করেছে।
আরও খবর পড়ুন:

পাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা, কূটনৈতিক সম্পর্কের অবনতির পর প্রায় যুদ্ধ পরিস্থিতির মধ্যে এমন সিদ্ধান্ত নিল ভারত সরকার।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তানে উৎপন্ন অথবা পাকিস্তান থেকে রপ্তানি করা সব পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি কিংবা ট্রানজিট (দেশের পথ ব্যবহার করে অন্য দেশের রপ্তানি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো। জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হলো। এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। কেবল ভারত সরকারের বিশেষ অনুমোদনের পরিপ্রেক্ষিতে এর ব্যতিক্রম কিছু ঘটতে পারে।
সরকারি সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলেছে, পাকিস্তানের পণ্যবাহী যেসব জাহাজ বা অন্য পরিবহন এখনো গন্তব্যে পৌঁছায়নি, সেগুলোর ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। অর্থাৎ এগুলো আর ভারতের কোনো বন্দরে মাল খালাস করতে পারবে না।
ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের একমাত্র স্থলপথ পাঞ্জাবের ওয়াঘা-আটারি সীমান্ত। পেহেলগামে হামলার পর এই পথও বন্ধ করে দেওয়া হয়েছিল। এবার সমুদ্র ও আকাশপথেও সব ধরনের আমদানি বন্ধ হলো।
পাকিস্তান থেকে ভারতে প্রধানত ওষুধ, ফল ও তৈলবীজ আমদানি করা হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করায় আমদানি অনেকটাই কমে যায়। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই আমদানির পরিমাণ প্রায় নগণ্য ছিল। সরকারি প্রতিবেদন বলছে, ২০২৪-২৫ সালে ভারতের মোট আমদানির শূন্য দশমিক ০০০০১ শতাংশের কম ছিল পাকিস্তান থেকে আমদানি।
গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামের বাইসারান উপত্যকায় সন্ত্রাসী হামলায় নেপালি পর্যটক, স্থানীয় পরিচালকসহ অন্তত ২৬ বেসামরিক নাগরিক নিহত হন। এই হামলার সঙ্গে পাকিস্তানের যোগসূত্র আছে বলে ভারত অভিযোগ করলেও দেশটি তা অস্বীকার করেছে। তবে এরপর থেকে দুই দেশের সম্পর্ক কেবল খারাপ হয়েছে।
পেহেলগামে হামলার পরপরই ভারত দ্রুত পদক্ষেপ নিয়ে ১৯৬০ সালের গুরুত্বপূর্ণ সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে। ভারতের অভিযোগ, পাকিস্তান লাগাতার সীমান্ত সন্ত্রাস চালাচ্ছে। ভারত এবার সিন্ধু নদের পানি পাকিস্তানকে দেওয়া বন্ধ বা ঘুরিয়ে দিতে পারে। এটি পাকিস্তানের পানি সরবরাহের প্রধান উৎস। এর ফলে কয়েক কোটি পাকিস্তানি নাগরিক প্রভাবিত হতে পারেন।
এরপর পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করেছে ভারত। এর মধ্যে মেডিকেল ভিসায় আসা ব্যক্তিরাও ছিলেন। জবাবে পাকিস্তান ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় চুক্তি, এমনকি সিমলা চুক্তিও বাতিল করার হুমকি দিয়েছে। দুই দেশ কূটনৈতিক সম্পর্কও অবনমিত করেছে।
আরও খবর পড়ুন:

পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩ মিনিট আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
১৮ মিনিট আগে
ইরানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে জানিয়েছেন দেশটির এক উচ্চপদস্থ কর্মকর্তা। আজ রোববার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তবে ওই কর্মকর্তা তাঁর নাম প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।
২৪ মিনিট আগে
উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনির সমর্থকদের কাছে সদ্যসমাপ্ত নির্বাচনে তাঁর বিপুল বিজয় ৪০ বছরের শাসনেরই এক ধরনের স্বীকৃতি। নির্বাচনে তিনি পেয়েছেন ৭২ শতাংশ ভোট। এটি তাঁর সর্বোচ্চ প্রাপ্ত ভোটের কাছাকাছি। ১৯৯৬ সালে উগান্ডার প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে তিনি পেয়েছিলেন ৭৪ শতাংশ ভোট।
২ ঘণ্টা আগে