Ajker Patrika

ভারতে লাল টুপি নিয়ে কথার লড়াই

কলকাতা প্রতিনিধি
ভারতে লাল টুপি নিয়ে কথার লড়াই

ভারতের সবচেয়ে বড় রাজ্য উত্তর প্রদেশে (ইউপি) বিধানসভা ভোটের আগে শুরু হয়েছে লাল টুপি নিয়ে কথার লড়াই। রাজ্যের বিরোধী দলনেতা সমাজবাদী পার্টির (সপা) অখিলেশ যাদবের মাথায় লাল রঙের গান্ধী টুপি থাকে। আর সেই লাল রঙের টুপি নিয়েই সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জবাবে লালের গুনগান শুরু করেছেন অখিলেশ। তবে এসবের মধ্যে নেই কংগ্রেস। কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী ভদরা নারীশক্তির মাহাত্ম্য প্রচারে ব্যস্ত।

অখিলেশের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির (সপা) বহু নেতা-কর্মী লাল টুপি পছন্দ করেন। আর এটা লক্ষ্য করে মোদি বলেছেন, লাল টুপি লাল বাতির গাড়ি চড়ার জন্য ভোট চাইছে। মানুষের কল্যাণের বদলে সন্ত্রাসবাদের মদদ জোগাচ্ছে। লালের বিপদ সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক করে লাল টুপিকে রাজ্য থেকে উৎখাতের ডাক দেন তিনি।

উত্তর প্রদেশে বিধানসভা ভোটের আগে চলছে কথার লড়াইমোদির কথার জবাবে অখিলেশ বলেছেন, লাল আবেগের রং, বিপ্লবের রং, ভালোবাসার রং। বিজেপির তাই এত ভয়। মোদিজি বুঝেছেন, সরকার পাল্টে দেওয়ার রং লাল। তাঁর দাবি, ইউপিতে সমাজবাদী পার্টির (সপা) সরকার হচ্ছেই।

মোদি-অখিলেশের কথার লড়াইয়ের মাঝে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কড়া সমালোচনা করে যাচ্ছেন। তাঁর অভিযোগ, ইউপিতে নারী সুরক্ষার বালাই নেই। কংগ্রেস নারীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চালিয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত