
দিল্লিতে এক ব্যক্তি তাঁর বান্ধবীকে (লিভ-ইন পার্টনার) হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। হত্যার পর প্রতিদিন দুই টুকরো করে বনের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে হত্যার পর তাঁকে কেটে ৩৫ টুকরোয় ভাগ করেন। পরে প্রতিদিন রাত ২টার দিকে উঠে দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে রেখে আসতেন। ওই ব্যক্তি নাম আফতাব আমিন পূনাওয়ালা। ২৮ বছরের যুবক আফতাব তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারের সঙ্গে একত্রে থাকতেন। সর্বশেষ গত ১৮ মে দুজনের মধ্যে ঝগড়া হয়।
পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, ২৬ বছর বয়সী শ্রদ্ধা মুম্বাইয়ের একটি বহুজাতিক কোম্পানির কল সেন্টারে কাজ করতেন। সেখানেই তাঁর সঙ্গে আফতাবের পরিচয়। এরপর দুজনে ডেটিং শুরু করেন এবং কিছুদিন পর একসঙ্গে থাকা শুরু করেন। দুজনের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে দিল্লিতে চলে আসেন এবং মেহেরুলির একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন।
দিল্লিতে আসার কিছুদিন পরই শ্রদ্ধার এক বন্ধু শ্রদ্ধার ভাইকে জানায় যে, তাঁর ফোন ২ মাসেরও বেশি সময় ধরে বন্ধ। এরপরে গত 8 নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়াকার মেয়েকে দেখতে দিল্লিতে আসেন এবং তাঁর ফ্ল্যাটে তালা দেখতে পান। পরে তিনি মেহেরুলি পুলিশের কাছে গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, শ্রদ্ধা তাঁকে জানিয়েছিলেন যে, পূনাওয়ালা তাঁকে প্রায়ই মারধর করতেন।
শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শনিবার আফতাব পূনাওয়ালাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আফতাব জানানা যে, শ্রদ্ধা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়ায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছিল। পুলিশ এরই মধ্যে পূনাওয়ালার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, তাঁরা শ্রদ্ধার দেহের কিছু খণ্ডাংশ মেহেরুলি বন থেকে উদ্ধার করতে পেরেছে। তবে সেগুলোকে কোনোভাবেই আর মানুষের দেহের অংশ বলে চেনার উপায় নেই। শ্রদ্ধাকে হত্যায় যে ছুরি ব্যবহৃত হয়েছিল সেটিও এখনো খুঁজে পায়নি পুলিশ।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

দিল্লিতে এক ব্যক্তি তাঁর বান্ধবীকে (লিভ-ইন পার্টনার) হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। হত্যার পর প্রতিদিন দুই টুকরো করে বনের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে হত্যার পর তাঁকে কেটে ৩৫ টুকরোয় ভাগ করেন। পরে প্রতিদিন রাত ২টার দিকে উঠে দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে রেখে আসতেন। ওই ব্যক্তি নাম আফতাব আমিন পূনাওয়ালা। ২৮ বছরের যুবক আফতাব তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারের সঙ্গে একত্রে থাকতেন। সর্বশেষ গত ১৮ মে দুজনের মধ্যে ঝগড়া হয়।
পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, ২৬ বছর বয়সী শ্রদ্ধা মুম্বাইয়ের একটি বহুজাতিক কোম্পানির কল সেন্টারে কাজ করতেন। সেখানেই তাঁর সঙ্গে আফতাবের পরিচয়। এরপর দুজনে ডেটিং শুরু করেন এবং কিছুদিন পর একসঙ্গে থাকা শুরু করেন। দুজনের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে দিল্লিতে চলে আসেন এবং মেহেরুলির একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন।
দিল্লিতে আসার কিছুদিন পরই শ্রদ্ধার এক বন্ধু শ্রদ্ধার ভাইকে জানায় যে, তাঁর ফোন ২ মাসেরও বেশি সময় ধরে বন্ধ। এরপরে গত 8 নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়াকার মেয়েকে দেখতে দিল্লিতে আসেন এবং তাঁর ফ্ল্যাটে তালা দেখতে পান। পরে তিনি মেহেরুলি পুলিশের কাছে গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, শ্রদ্ধা তাঁকে জানিয়েছিলেন যে, পূনাওয়ালা তাঁকে প্রায়ই মারধর করতেন।
শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শনিবার আফতাব পূনাওয়ালাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আফতাব জানানা যে, শ্রদ্ধা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়ায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছিল। পুলিশ এরই মধ্যে পূনাওয়ালার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, তাঁরা শ্রদ্ধার দেহের কিছু খণ্ডাংশ মেহেরুলি বন থেকে উদ্ধার করতে পেরেছে। তবে সেগুলোকে কোনোভাবেই আর মানুষের দেহের অংশ বলে চেনার উপায় নেই। শ্রদ্ধাকে হত্যায় যে ছুরি ব্যবহৃত হয়েছিল সেটিও এখনো খুঁজে পায়নি পুলিশ।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফরাসি মদ ও শ্যাম্পেনের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। বিশ্বজুড়ে সংঘাত নিরসনের লক্ষ্যে তাঁর প্রস্তাবিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যোগ দিতে চাপ দিতেই এই হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ফরাসি
১৮ মিনিট আগে
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লার কাছে এক বিমানঘাঁটিতে বিস্ফোরক মজুত করেছে এবং সেখানে একটি গোপন ভূগর্ভস্থ বন্দিশালা পরিচালনা করছে, এমন অভিযোগ করেছেন ইয়েমেন সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
২ ঘণ্টা আগে
ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসের কাছে হস্তান্তরের পরিকল্পনাকে ‘চরম বোকামি’ এবং ‘জাতীয় নিরাপত্তার জন্য বিশাল হুমকি’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প এমন বার্তা দেন।
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের শ্রমবাজারে স্থানীয় নাগরিকদের অংশীদারত্ব বাড়াতে এবং বেকারত্ব হ্রাসে বড় ধরনের এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিপণন ও বিক্রয় সংক্রান্ত ১৮টি বিশেষ পেশায় এখন থেকে অন্তত ৬০ শতাংশ সৌদি নাগরিক নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করেছে।
৩ ঘণ্টা আগে