
মাত্র কয়েক বছর আগেও ভারতের বাইরে খুব কম লোকই গৌতম আদানির নাম শুনেছে। সেই আদানি, যিনি কিনা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি, এবার তিনিই হয়ে গেলেন বিশ্বের তৃতীয় ধনকুবের। শুধু ভারত নয়, গোটা এশিয়ার মধ্যে এই প্রথম এমন নজির গড়লেন আদানি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। আদানি গ্রুপ দেশটির সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। টেসলা সিইও ইলন মাস্ক ও আমাজনের সিইও জেফ বেজোসের পরেই এখন গৌতমের নাম।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার জানিয়েছে, ৬০ বছর বয়সী ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর আমাজনের সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
এই প্রথম কোনো এশিয়ান ব্যক্তি বিশ্বের সেরা ধনীর তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি অথবা চিনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও শীর্ষ ধনীর তালিকায় প্রথম তিনে পৌঁছাতে পারেননি।
ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশটির সব থেকে বড় কয়লা ব্যবসায়ী। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আদানি গ্রুপ ৫৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আদায় করেছে বলে জানা গেছে। গত সপ্তাহেই ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির ২৯ শতাংশ অংশীদারত্ব অর্জনের কথা ঘোষণা করেছিল আদানি গ্রুপ। তবে এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া শেয়ার কেনার চুক্তিটি সম্পন্ন করতে পারবে না আদানি গ্রুপ।

মাত্র কয়েক বছর আগেও ভারতের বাইরে খুব কম লোকই গৌতম আদানির নাম শুনেছে। সেই আদানি, যিনি কিনা প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ করতে পারেননি, এবার তিনিই হয়ে গেলেন বিশ্বের তৃতীয় ধনকুবের। শুধু ভারত নয়, গোটা এশিয়ার মধ্যে এই প্রথম এমন নজির গড়লেন আদানি।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, ভারতের বৃহত্তম বন্দর নিয়ন্ত্রক সংস্থা আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। আদানি গ্রুপ দেশটির সবচেয়ে বড় কয়লা ব্যবসায়ী সংস্থা ও বিদ্যুৎ সরবরাহকারী।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের তথ্য অনুযায়ী, বিশ্বের সেরা ধনী ব্যক্তিদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন ভারতীয় শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। টেসলা সিইও ইলন মাস্ক ও আমাজনের সিইও জেফ বেজোসের পরেই এখন গৌতমের নাম।
ব্লুমবার্গ বিলিয়নিয়ার জানিয়েছে, ৬০ বছর বয়সী ভারতীয় শিল্পপতি গৌতম আদানির মোট সম্পদের পরিমাণ ১৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার। টেসলার সিইও ইলন মাস্কের সম্পদের পরিমাণ ২৫ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। আর আমাজনের সিইও জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৫ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।
এই প্রথম কোনো এশিয়ান ব্যক্তি বিশ্বের সেরা ধনীর তালিকায় তৃতীয় স্থান দখল করেছেন। রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ অম্বানি অথবা চিনের আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাও শীর্ষ ধনীর তালিকায় প্রথম তিনে পৌঁছাতে পারেননি।
ভারতের বৃহত্তম বন্দর অপারেটর আদানি গ্রুপের সহপ্রতিষ্ঠাতা গৌতম আদানি। এই সংস্থা দেশটির সব থেকে বড় কয়লা ব্যবসায়ী। ৩১ মার্চ ২০২১ পর্যন্ত আদানি গ্রুপ ৫৩০ কোটি মার্কিন ডলার রাজস্ব আদায় করেছে বলে জানা গেছে। গত সপ্তাহেই ভারতের অন্যতম জনপ্রিয় গণমাধ্যম এনডিটিভির ২৯ শতাংশ অংশীদারত্ব অর্জনের কথা ঘোষণা করেছিল আদানি গ্রুপ। তবে এনডিটিভির পক্ষ থেকে জানানো হয়, শেয়ারবাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া শেয়ার কেনার চুক্তিটি সম্পন্ন করতে পারবে না আদানি গ্রুপ।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৩ ঘণ্টা আগে