অনলাইন ডেস্ক
ভারতের আহমেদাবাদে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনার পর যাত্রী পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রযুক্তিগত ত্রুটিসহ অন্য কারণ দেখিয়ে একের পর এক ফ্লাইট তারা বাতিল করছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ মঙ্গলবার এক দিনেই ভারতীয় বিমান পরিবহন সংস্থাটির পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটও আছে।
আরও আছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাওয়া ফ্লাইটও। ১২ জুন এই পথেই যাত্রা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ।
আজ এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করছি।
‘এ ছাড়া যাত্রীরা যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি বা বিনা খরচে তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছি।’
এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিসগামী ফ্লাইট বাতিলের কয়েক ঘণ্টা আগে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়।
এর কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের ওপর বিধিনিষেধ এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদ-লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
একজন বাদে সেটিতে সওয়ার ২৪১ জন আরোহীর সবাই সেদিন প্রাণ হারান। এ ছাড়া আহমেদাবাদ শহরের যে এলাকায় সেটি আছড়ে পড়েছিল, সেখানে অবস্থানরত ৩৩ জনও এই দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার পর এই কয়েক দিনে ভারতের উদ্দেশে যাত্রা করা তিনটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রা শুরুর পরপরই নিজ নিজ বিমানবন্দরে ফিরে যায়। ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও এয়ার ইন্ডিয়া ওই ফ্লাইটগুলো পরিচালনা করেছিল।
ভারতের আহমেদাবাদে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনার পর যাত্রী পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রযুক্তিগত ত্রুটিসহ অন্য কারণ দেখিয়ে একের পর এক ফ্লাইট তারা বাতিল করছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ মঙ্গলবার এক দিনেই ভারতীয় বিমান পরিবহন সংস্থাটির পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটও আছে।
আরও আছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাওয়া ফ্লাইটও। ১২ জুন এই পথেই যাত্রা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ।
আজ এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করছি।
‘এ ছাড়া যাত্রীরা যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি বা বিনা খরচে তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছি।’
এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিসগামী ফ্লাইট বাতিলের কয়েক ঘণ্টা আগে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়।
এর কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের ওপর বিধিনিষেধ এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদ-লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
একজন বাদে সেটিতে সওয়ার ২৪১ জন আরোহীর সবাই সেদিন প্রাণ হারান। এ ছাড়া আহমেদাবাদ শহরের যে এলাকায় সেটি আছড়ে পড়েছিল, সেখানে অবস্থানরত ৩৩ জনও এই দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার পর এই কয়েক দিনে ভারতের উদ্দেশে যাত্রা করা তিনটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রা শুরুর পরপরই নিজ নিজ বিমানবন্দরে ফিরে যায়। ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও এয়ার ইন্ডিয়া ওই ফ্লাইটগুলো পরিচালনা করেছিল।
প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি ভেঙে ফেলছে বাংলাদেশ সরকার। আজ মঙ্গলবার এই ঘটনা নিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম পাঁচ মাসেই ভারতীয় নাগরিকেরা অনলাইন প্রতারণায় প্রায় ৮২০ মিলিয়ন ডলার (প্রায় ৯ হাজার ৯৭০ কোটি টাকা) হারিয়েছেন বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনের বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
২ ঘণ্টা আগেদক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের গভীর অরণ্যে একটি গুহায় বহু বছর ধরে দুই ছোট কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ নারী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই নারীর ভারতে ভ্রমণের নথি অনেক আগে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
৩ ঘণ্টা আগেনাকামোতো ২০০৮ সালে বিটকয়েনের শ্বেতপত্র প্রকাশ করেন এবং ২০০৯ সালে প্রথম বিটকয়েন ব্লক মাইন করেন। কিন্তু ২০১১ সালের পর তিনি ইন্টারনেট থেকে হঠাৎ উধাও হয়ে যান। তাঁর পরিচয় আজও রহস্যে ঘেরা। কেউ জানে না তিনি একা একজন ব্যক্তি, নাকি একাধিক ব্যক্তির একটি দল।
৪ ঘণ্টা আগে