
আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও একহাত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, সিসোদিয়াকে হয়রানি শাপে বর হয়ে দেখা দেবে এএপির জন্য। তাঁর দাবি, এসব করার মাধ্যম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে এএপির ভোট আরও ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলেছেন, ‘মনীশ সিসোদিয়ার বাসায় অভিযানের পর থেকে গুজরাটে এএপির ভোটের হার ৪ শতাংশ বেড়েছে। তাঁকে গ্রেপ্তার করা হলে তা বেড়ে ৬ শতাংশে উন্নীত হবে এবং যদি তাঁকে দুই বার গ্রেপ্তার করা হয় তাহলে আমরা গুজরাটে সরকার গঠন করতে পারব।
দিল্লি বিধানসভার এক অধিবেশনে কেজরিওয়াল এই মন্তব্য করেন। এ সময় তাঁর দলের বিধায়কেরা জোরে টেবিল চাপড়ে তাঁকে সমর্থন করেন। কেজরিওয়াল আরও বলেন, ‘বিজেপির অপারেশন লোটাস যে ব্যর্থ হয়েছে তা প্রমাণ করার জন্য আমরা আজ একটি আস্থা প্রস্তাব এনেছি। আমাদের কোনো বিধায়ক দল পরিবর্তন করেননি।’ উল্লেখ্য, বিরোধীরা প্রায়ই বিজেপির রাজনৈতিক নাশকতা বোঝাতে অপারেশন লোটাস শব্দবন্ধটি উল্লেখ করে। বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম।
আম আদমি পার্টির সরকার কর্তৃক আনীত এই আস্থা প্রস্তাবে এএপির ৬২ জন বিধায়কের মধ্যে ৫৯ জন অধিবেশনে উপস্থিত ছিলেন। অনুপস্থিত ৩ জনের মধ্যে ২ জন দেশের বাইরে এবং বাকি একজন সত্যেন্দর জৈন নামে একজন কারাবন্দী। ৫৯ জনরে মধ্যে ৫৮ জন বিধায়কই সরকারের পক্ষে ভোট দেন এবং অন্য একজন—দিল্লি বিধানসভার স্পিকার–তিনি ভোট দিতে পারেননি।

আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই অভিযানের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও একহাত নিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছেন, সিসোদিয়াকে হয়রানি শাপে বর হয়ে দেখা দেবে এএপির জন্য। তাঁর দাবি, এসব করার মাধ্যম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটে এএপির ভোট আরও ৪ শতাংশ বাড়িয়ে দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে আগামী বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া বিধানসভা নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বলেছেন, ‘মনীশ সিসোদিয়ার বাসায় অভিযানের পর থেকে গুজরাটে এএপির ভোটের হার ৪ শতাংশ বেড়েছে। তাঁকে গ্রেপ্তার করা হলে তা বেড়ে ৬ শতাংশে উন্নীত হবে এবং যদি তাঁকে দুই বার গ্রেপ্তার করা হয় তাহলে আমরা গুজরাটে সরকার গঠন করতে পারব।
দিল্লি বিধানসভার এক অধিবেশনে কেজরিওয়াল এই মন্তব্য করেন। এ সময় তাঁর দলের বিধায়কেরা জোরে টেবিল চাপড়ে তাঁকে সমর্থন করেন। কেজরিওয়াল আরও বলেন, ‘বিজেপির অপারেশন লোটাস যে ব্যর্থ হয়েছে তা প্রমাণ করার জন্য আমরা আজ একটি আস্থা প্রস্তাব এনেছি। আমাদের কোনো বিধায়ক দল পরিবর্তন করেননি।’ উল্লেখ্য, বিরোধীরা প্রায়ই বিজেপির রাজনৈতিক নাশকতা বোঝাতে অপারেশন লোটাস শব্দবন্ধটি উল্লেখ করে। বিজেপির নির্বাচনী প্রতীক পদ্ম।
আম আদমি পার্টির সরকার কর্তৃক আনীত এই আস্থা প্রস্তাবে এএপির ৬২ জন বিধায়কের মধ্যে ৫৯ জন অধিবেশনে উপস্থিত ছিলেন। অনুপস্থিত ৩ জনের মধ্যে ২ জন দেশের বাইরে এবং বাকি একজন সত্যেন্দর জৈন নামে একজন কারাবন্দী। ৫৯ জনরে মধ্যে ৫৮ জন বিধায়কই সরকারের পক্ষে ভোট দেন এবং অন্য একজন—দিল্লি বিধানসভার স্পিকার–তিনি ভোট দিতে পারেননি।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি জানুয়ারি মাসের মধ্যেই ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরিত হতে পারে। আজ সোমবার গুজরাটের আহমেদাবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ এই সম্ভাবনার কথা জানিয়ে...
৭ ঘণ্টা আগে
ইরানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত বিক্ষোভকারীদের সংখ্যা হাজার ছাড়িয়ে যেতে পারে—এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ থাকলেও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ও ছবি বাইরে আসতে শুরু করেছে।
৮ ঘণ্টা আগে
ইরানের রাজধানী তেহরানের ফরেনসিক ডায়াগনস্টিক অ্যান্ড ল্যাবরেটরি সেন্টারের একটি ভিডিওতে বিপুলসংখ্যক মরদেহ দেখা যাওয়ার দাবি ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে। গত কয়েক দিনে সামাজিক মাধ্যমে ওই কেন্দ্র থেকে ধারণ করা অন্তত ছয়টি ভিডিও প্রকাশিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
জাতিসংঘের সর্বোচ্চ বিচারিক সংস্থা আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) সোমবার (১২ জানুয়ারি) গাম্বিয়া অভিযোগ করেছে, মিয়ানমার পরিকল্পিতভাবে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ধ্বংসের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এবং তাদের জীবনকে এক ভয়াবহ দুঃস্বপ্নে রূপ দিয়েছে।
১০ ঘণ্টা আগে