
ইউক্রেনের আরও একটি শহরের মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের একজন আইন প্রণেতা লেসিয়া ভ্যাসিলেনকো। তিনি তাঁর টুইটার পোস্টে লিখেছেন, রুশ সেনাবাহিনী পূর্ব-ইউক্রেনের শহর দিনিপ্রোরুদনের মেয়র ইয়েভেন মাতভিয়েভকে ‘অপহরণ’ করে নিয়ে গেছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেসিয়া ভ্যাসিলেনকো আরও লিখেছেন, মেলিতোপোলের মেয়র এখনো জিম্মি অবস্থায় আছেন এবং রুশ সেনারা তাঁকে নির্যাতন করছে। স্থানীয় পর্যায়ে পুতুল শাসন প্রতিষ্ঠার জন্য রাশিয়ার এসব সন্ত্রাসী কৌশল।
গতকাল রোববার ইউক্রেনের জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর অলেকজান্দার স্তারুক এক ফেসবুক পোস্টে লিখেছেন, আরও একজন মেয়রকে অপহরণ করা হয়েছে। এখানে যুদ্ধাপরাধ পদ্ধতিগত বিষয় হয়ে উঠেছে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি লিখেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোরুদনের মেয়রকে আটক করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তিনি একটি টুইটে মেয়র ‘অপহৃত’ হয়েছেন বলে দাবি করেছেন।
কুলেবা টুইটে লিখেছেন, রাশিয়ার যুদ্ধাপরাধীরা ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত আরও এক মেয়র ও দিনিপ্রোরুদনের প্রধান ইয়েভেন মাতভিয়েভকে অপহরণ করেছে। হামলাকারীরা সন্ত্রাসীতে পরিণত হয়েছে।
এর আগে ইউক্রেনের মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেদরোভকে অপহরণের পর তাঁর জায়গায় নতুন মেয়র নিয়োগ দিয়েছে রুশ বাহিনী।
মেলিতোপোল থেকে উত্তরে ৮৫ কিলোমিটার দূরে দিনিপ্রোরুদনের অবস্থান।
এদিকে রাজধানী কিয়েভের মেয়র ভিতালি কিলিৎসকো মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, রুশ সেনাদের হাতে পর পর দুজন মেয়র অপহৃত হওয়ার পর তিনি নিজে এখন অপহৃত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

ইউক্রেনের আরও একটি শহরের মেয়রকে রুশ বাহিনী অপহরণ করেছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের একজন আইন প্রণেতা লেসিয়া ভ্যাসিলেনকো। তিনি তাঁর টুইটার পোস্টে লিখেছেন, রুশ সেনাবাহিনী পূর্ব-ইউক্রেনের শহর দিনিপ্রোরুদনের মেয়র ইয়েভেন মাতভিয়েভকে ‘অপহরণ’ করে নিয়ে গেছে। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
লেসিয়া ভ্যাসিলেনকো আরও লিখেছেন, মেলিতোপোলের মেয়র এখনো জিম্মি অবস্থায় আছেন এবং রুশ সেনারা তাঁকে নির্যাতন করছে। স্থানীয় পর্যায়ে পুতুল শাসন প্রতিষ্ঠার জন্য রাশিয়ার এসব সন্ত্রাসী কৌশল।
গতকাল রোববার ইউক্রেনের জাপোরিঝিয়ার আঞ্চলিক গভর্নর অলেকজান্দার স্তারুক এক ফেসবুক পোস্টে লিখেছেন, আরও একজন মেয়রকে অপহরণ করা হয়েছে। এখানে যুদ্ধাপরাধ পদ্ধতিগত বিষয় হয়ে উঠেছে।
এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি লিখেছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর দিনিপ্রোরুদনের মেয়রকে আটক করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা। তিনি একটি টুইটে মেয়র ‘অপহৃত’ হয়েছেন বলে দাবি করেছেন।
কুলেবা টুইটে লিখেছেন, রাশিয়ার যুদ্ধাপরাধীরা ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত আরও এক মেয়র ও দিনিপ্রোরুদনের প্রধান ইয়েভেন মাতভিয়েভকে অপহরণ করেছে। হামলাকারীরা সন্ত্রাসীতে পরিণত হয়েছে।
এর আগে ইউক্রেনের মেলিতোপোল শহরের মেয়র ইভান ফেদরোভকে অপহরণের পর তাঁর জায়গায় নতুন মেয়র নিয়োগ দিয়েছে রুশ বাহিনী।
মেলিতোপোল থেকে উত্তরে ৮৫ কিলোমিটার দূরে দিনিপ্রোরুদনের অবস্থান।
এদিকে রাজধানী কিয়েভের মেয়র ভিতালি কিলিৎসকো মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে বলেছেন, রুশ সেনাদের হাতে পর পর দুজন মেয়র অপহৃত হওয়ার পর তিনি নিজে এখন অপহৃত হওয়ার আশঙ্কায় রয়েছেন।

চীনের প্রস্তাবিত এই দূতাবাস হবে ইউরোপে তাদের বৃহত্তম কূটনৈতিক মিশন। তবে এই প্রকল্পের নকশা নিয়ে নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে গভীর উদ্বেগ রয়েছে। ২০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই কমপ্লেক্স লন্ডনের প্রধান আর্থিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ ডেটা কেব্লের খুব কাছে অবস্থিত। বিরোধীদের দাবি, এটি কেবল
১ ঘণ্টা আগে
দীর্ঘ ২৫ বছরের আলোচনার পর অবশেষে আলোর মুখ দেখল ইউরোপীয় ইউনিয়ন ও দক্ষিণ আমেরিকার বাণিজ্যিক জোট মার্কোসুরের মুক্ত বাণিজ্য চুক্তি। গতকাল শনিবার প্যারাগুয়েতে আয়োজিত এক অনুষ্ঠানে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন এবং মার্কোসুরভুক্ত দেশগুলোর (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে ও উরুগুয়ে)
২ ঘণ্টা আগে
পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা এম এ জিন্নাহ রোডের গুল প্লাজা শপিং মলে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে শুরু হওয়া এই আগুন আজ রোববার দুপুরে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩ ঘণ্টা আগে
সম্প্রতি দক্ষিণ কোরিয়ার এই বাসিন্দা অবাক হয়ে দেখেন, তাঁর বয়সী পুরুষেরা ইন্টারনেটে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। জেন-জি এবং তুলনামূলক তরুণ মিলেনিয়ালদের ফ্যাশন অনুকরণ করার জন্যই তাঁদের নিয়ে ঠাট্টা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে