
ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।
লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’
এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।
লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’
এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি আরও জোরালো করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেছেন, গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ গ্রহণের পথ থেকে যুক্তরাষ্ট্রের ‘পিছু হটার সুযোগ নেই’ এবং ‘গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
২ ঘণ্টা আগে
অধিকৃত পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) সদর দপ্তর গতকাল মঙ্গলবার ভেঙে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের নেতৃত্বে স্থানীয় সময় সকাল প্রায় ৭টায় ইসরায়েলি বাহিনী ওই কম্পাউন্ডে অভিযান চালায়। অভিযান শেষে মূল ভবনের ওপর
২ ঘণ্টা আগে
ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এসব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
৩ ঘণ্টা আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১২ ঘণ্টা আগে