
ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।
লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’
এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।

ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটো সরাসরি যুক্ত এবং তারা সেখানে ভয়ংকর ভূমিকা পালন করছে। ওয়াশিংটন কিয়েভকে মস্কোর অস্তিত্বের জন্য হুমকিতে পরিণত করেছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ স্থানীয় সময় আজ বুধবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাভরভ বলেছেন, ‘যুক্তরাষ্ট্র এবং ন্যাটো দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বাড়াতে চেষ্টা করছে এবং ইউরোপে ওএসসিই এবং এশিয়ায় আসিয়ানের মতো শান্তিকামী সংস্থাগুলোর সংলাপ বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।’ একই সঙ্গে তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক হামলার পক্ষেও উকালতি করেছেন।
লাভরভ পশ্চিমকে উদ্দেশ্য করেছে বলেছেন, ‘আমরা ইউক্রেনে জ্বালানি অবকাঠামোগুলোকে অচল করে দিয়েছি। যেগুলোকে আপনারা (পশ্চিমা বিশ্ব) রাশিয়ানদের হত্যা করার জন্য ইউক্রেনে প্রাণঘাতী অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন।’ তিনি আরও বলেন, ‘সুতরাং, দয়া করে এই কথা বলবেন না যে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো এই যুদ্ধে অংশগ্রহণকারী নয়—বরং তাঁরা সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করছে। কেবল অস্ত্র সরবরাহ নয়, ইউক্রেনে দেশটির সৈন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আপনাদের ভূখণ্ডেও ইউক্রেনীয়দের সামরিক প্রশিক্ষণ দিচ্ছেন।’
এদিকে, ইউক্রেনে সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোমানিয়ার রাজধানী বুখারেস্টে গত মঙ্গলবার শুরু হওয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর দুদিনের বৈঠক এই অঙ্গীকার করেন তাঁরা। বৈঠকে সামরিক সহায়তার পাশাপাশি জ্বালানি, চিকিৎসা ও শীতের সরঞ্জাম প্রদানের বিষয়েও অঙ্গীকার করেন তাঁরা।
রাশিয়ার সাম্প্রতিক হামলাগুলো বেশির ভাগই ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে। এসব হামলায় রাজধানী কিয়েভসহ বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। ফলে ইউক্রেনের বিপুলসংখ্যক মানুষ তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ ও উষ্ণ ব্যবস্থার সুযোগ পাচ্ছেন না। জীবন বাঁচাতে রীতিমতো লড়াই করতে হচ্ছে তাঁদের।

ভারতে ক্রমবর্ধমান অস্থিরতা ও সহিংসতার প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত নিজেদের নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে ভারত সরকার। বুধবার (১৪ জানুয়ারি) তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি পরামর্শ জারি করে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকসহ সব ভারতীয় নাগরিককে সম্ভাব্য সব ধরনের
২৭ মিনিট আগে
রাজ্যের বিদার জেলার তালামাদাগি সেতুর কাছ দিয়ে যাচ্ছিলেন সঞ্জুকুমার। এ সময় রাস্তার ওপর আড়াআড়িভাবে থাকা টানটান ঘুড়ির সুতায় তাঁর গলা গভীরভাবে কেটে যায় এবং রক্তক্ষরণ শুরু হয়। মোটরসাইকেল থেকে পড়ে যাওয়ার পরও তিনি কোনোমতে তাঁর মেয়ের নম্বরে কল করতে সক্ষম হন।
১ ঘণ্টা আগে
অ্যাডাম ওয়াটারাস কানাডার তেলশিল্পের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং স্ট্রাথকোনা রিসোর্সেসের নির্বাহী চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কানাডার চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যে এবং ভেনেজুয়েলার অপরিশোধিত তেল মার্কিন বাজারে কানাডিয়ান তেলের জায়গা দখল করার
৩ ঘণ্টা আগে
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। নির্মাণকাজে ব্যবহৃত একটি ক্রেন ট্রেনটির তিনটি বগির ওপর পড়ে গেলে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে প্রায় ৮০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে