
ইউক্রেনজুড়ে আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে রাজধানী কিয়েভসহ কয়েকটি অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইউক্রেনের একটি শহরে আবাসিক ভবনে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
এর আগে ইউক্রেনজুড়ে ভোরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। এরপর কয়েকটি শহরে হামলার খবর পাওয়া যায়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার ভোররাতেই দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রো, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন। কয়েক সপ্তাহ ধরেই পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী বাখমুতের উত্তর-পশ্চিম এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের চারটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় বুধবার এ দুই নেতা ফোনালাপ করেন। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ফোনালাপ সম্পর্কে বেইজিং বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘রাজনৈতিক মীমাংসা’ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চীন একজন দূতকে কিয়েভে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
ফোনালাপের পর এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘চীনের উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে চীনে যদি ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ করা যায়, তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’ চীন ও ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপটি প্রায় এক ঘণ্টা দীর্ঘ ছিল। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, ফোনালাপটি অর্থবহ হয়েছে।

ইউক্রেনজুড়ে আবারও দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছুড়ছে রাশিয়া। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে রাজধানী কিয়েভসহ কয়েকটি অঞ্চলে রুশ বাহিনীর হামলায় ১২ জন নিহত হয়েছে। বিবিসির প্রতিবেদনে জানা যায়, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ইউক্রেনের একটি শহরে আবাসিক ভবনে আগুন ও ধোঁয়া উঠতে দেখা গেছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন জরুরি বিভাগের কর্মীরা।
এর আগে ইউক্রেনজুড়ে ভোরে বিমান হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। এরপর কয়েকটি শহরে হামলার খবর পাওয়া যায়। বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স ইউক্রেন ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন চ্যানেলের খবরে বলা হয়, শুক্রবার ভোররাতেই দেশটির মধ্যাঞ্চলীয় দিনিপ্রো, ক্রেমেনচুক ও পোলতাভাতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দক্ষিণে মাইকোলাইভের পাশাপাশি রাজধানী কিয়েভ ও আশপাশের অঞ্চলগুলোতেও বিস্ফোরণের শব্দ শোনা যায়।
রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের এলাকাগুলো পুনরুদ্ধারের জন্য সম্প্রতি বড় ধরনের পাল্টা আক্রমণের প্রস্তুতি শুরু করেছে ইউক্রেন। কয়েক সপ্তাহ ধরেই পূর্বাঞ্চলীয় বাখমুত শহর দখলে তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের বাহিনী বাখমুতের উত্তর-পশ্চিম এবং পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমের চারটি অংশ নিয়ন্ত্রণে নিয়েছে।
এদিকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো চীনা প্রেসিডেন্ট সি চিনপিং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় বুধবার এ দুই নেতা ফোনালাপ করেন। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ফোনালাপ সম্পর্কে বেইজিং বলেছে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ‘রাজনৈতিক মীমাংসা’ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে চীন একজন দূতকে কিয়েভে পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে।
ফোনালাপের পর এক টুইটার পোস্টে জেলেনস্কি লিখেছেন, ‘চীনের উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে চীনে যদি ইউক্রেনের রাষ্ট্রদূত নিয়োগ করা যায়, তবে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে।’ চীন ও ইউক্রেনের প্রেসিডেন্টের ফোনালাপটি প্রায় এক ঘণ্টা দীর্ঘ ছিল। দুই দেশের পক্ষ থেকেই বলা হয়েছে, ফোনালাপটি অর্থবহ হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১২ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১৩ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৩ ঘণ্টা আগে