
আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:

আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:

গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
৯ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১১ ঘণ্টা আগে
সিরিয়া সরকার ও কুর্দি পরিচালিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) মধ্যে আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কয়েক দিন আগেই তাদের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল, সেটি ফের ভেস্তে গেল। এই চুক্তির আওতায় ফোরাত নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ বাহিনী সরিয়ে নেওয়ার কথা ছিল।
১৩ ঘণ্টা আগে