
আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:

আজ শনিবার থেকে ফিনল্যান্ডে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি সংস্থা গাসুম এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্তকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছে গাসুম। তবে ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্বালানি সংস্থাটি।
ইউক্রেনের ন্যাটোতে যোগদান করা নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এর প্রেক্ষিতে ইউরোপের দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। তবে ইউক্রেনে আগ্রাসনের মাঝেও ইউরোপের অনেক দেশে গ্যাস সরবরাহ অব্যাহত রেখেছিল রাশিয়া। তবে রাশিয়া বলেছে, ‘বন্ধুত্বহীন’ দেশগুলোকে অবশ্যই রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ মুদ্রা রুবল দিয়ে গ্যাসের অর্থ প্রদান করতে অস্বীকৃতি জানিয়েছে ফিনল্যান্ড।
গাসুম এর প্রধান নির্বাহী কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, ‘প্রাকৃতিক গ্যাস সরবরাহের চুক্তি থাকার পরেও এটি বন্ধ করে দেওয়া অত্যন্ত দুঃখজনক। তবে আমরা এটি মোকাবিলায় সতর্কতার সঙ্গে প্রস্তুতি নিচ্ছি। ফিনল্যান্ডে এর প্রভাব পড়বে না। আমরা আগামী মাসের মধ্যেই আমাদের সকল গ্রাহকদের গ্যাস সরবরাহ করতে সক্ষম হব।’
এ বিষয়ে ক্রেমলিনের একজন মুখপাত্র বলেছেন, ‘এটা স্পষ্ট যে কেউ বিনা মূল্যে কিছু দেবে না।’
উল্লেখ্য, এর আগে গত ১৪ মে ফিনল্যান্ডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় রাশিয়া। মস্কো জানায়, সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগ দেওয়ার ইচ্ছাকে হুমকি হিসেবে দেখছে রাশিয়া। যদি সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোর সদস্য হলে দেশ দুটির নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ হবে এবং শীতল যুদ্ধের সময় ফিরে আসবে বলেও মনে করে মস্কো।
এই সর্ম্পকিত পড়ুন:

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
২ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৩ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
৪ ঘণ্টা আগে