
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইউক্রেনের ভিনিৎসিয়া শহরের প্রাণকেন্দ্রে ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেনকোর বরাত দিয়ে রয়টার্স প্রাথমিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি।
পুলিশপ্রধান ইগর ক্লিমেনকো জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওই হামলায় ভিনিৎসিয়া শহরটির একটি অফিস বিল্ডিং সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং এই হামলার ফলে পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘সেখানে এক শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। এটি কী ধরনের আচরণ? এটি কি খোলাখুলিভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়?’
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভিনিৎসিয়া। শহরটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর।
এর আগে গত বুধবার ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে আলোচনা চালাতে মুখোমুখি বৈঠকে বসছিলেন রাশিয়া ও ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। তুরস্কের ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে খাদ্যের সংকট এড়াতে ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতেই এই আলোচনা। আলোচনায় কৃষ্ণসাগরের তীরে ইউক্রেনীয় বন্দর ওদেসা হয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্বের প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইউক্রেন একটি। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের কারণে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিশূন্য হয়ে পড়ে। গম, ভুট্টা ও সূর্যমুখী তেলের অন্যতম উৎপাদনকারী দেশ ইউক্রেন। দেশটির রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে বেশ বিপাকে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষ করে আফ্রিকা মহাদেশের দেশগুলো।

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন। হামলায় নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ইউক্রেনের ভিনিৎসিয়া শহরের প্রাণকেন্দ্রে ৩টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ইউক্রেনের জাতীয় পুলিশপ্রধান ইগর ক্লিমেনকোর বরাত দিয়ে রয়টার্স প্রাথমিকভাবে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে কোনো আনুষ্ঠানিক মন্তব্য জানানো হয়নি।
পুলিশপ্রধান ইগর ক্লিমেনকো জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনীর ওই হামলায় ভিনিৎসিয়া শহরটির একটি অফিস বিল্ডিং সরাসরি আঘাতপ্রাপ্ত হয় এবং এই হামলার ফলে পার্শ্ববর্তী একটি আবাসিক ভবনও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হামলার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘সেখানে এক শিশুসহ বেশ কয়েকজন হতাহত হয়েছে। এটি কী ধরনের আচরণ? এটি কি খোলাখুলিভাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড নয়?’
ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর ভিনিৎসিয়া। শহরটি ইউক্রেনের দক্ষিণাঞ্চলের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর।
এর আগে গত বুধবার ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে আলোচনা চালাতে মুখোমুখি বৈঠকে বসছিলেন রাশিয়া ও ইউক্রেনের সামরিক কর্মকর্তারা। তুরস্কের ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘের প্রতিনিধিদের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে খাদ্যের সংকট এড়াতে ইউক্রেনে আটকে পড়া খাদ্যশস্য রপ্তানির বিষয়ে ঐকমত্যে পৌঁছাতেই এই আলোচনা। আলোচনায় কৃষ্ণসাগরের তীরে ইউক্রেনীয় বন্দর ওদেসা হয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
বিশ্বের প্রধান খাদ্যশস্য রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ইউক্রেন একটি। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান যুদ্ধের কারণে রাশিয়ার অবরোধের ফলে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানিশূন্য হয়ে পড়ে। গম, ভুট্টা ও সূর্যমুখী তেলের অন্যতম উৎপাদনকারী দেশ ইউক্রেন। দেশটির রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে বেশ বিপাকে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশ। বিশেষ করে আফ্রিকা মহাদেশের দেশগুলো।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৩ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৫ ঘণ্টা আগে