
ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে গণনাও অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ফলাফল অনুসারে, এই নির্বাচনে বামপন্থীদের জয়জয়কার হয়েছে। বিপরীতে প্রথম ধাপে চমক দেখানো কট্টর ডানপন্থী নেতা মেরি ল পেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুসারে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে মেরি ল পেনের দল ন্যাশনাল র্যালি এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপের ভোট ল পেনের বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠিত হওয়ার কারণে ন্যাশনাল র্যালিকে পিছিয়ে পড়তে হয়েছে। তবে কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি।
ফরাসি সরকারের দেওয়া তথ্যানুসারে, দেশটির ৫৭৭ আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮৮ আসন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদারপন্থী দল পেয়েছে ১৬১টি আসন। আর পেরি ল পেনের ন্যাশনাল র্যালি দল পেয়েছে ১৪২টি আসন, যা বিগত ৫০ বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ভরাডুবির পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সম্প্রতি মাখোঁ দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন। প্রথম ধাপের নির্বাচন শেষে তাঁরা এই কৌশল তাঁর দলের জন্য হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছিল। প্রথম ধাপের নির্বাচন শেষে দেখা গেছে, কাস্ট হওয়া ভোটের এক-তৃতীয়াংশ (৩৩ দশমিক ১৫ শতাংশ) ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে ছিল ল পেনের ন্যাশনাল র্যালি। অন্যদিকে ইমানুয়েল মাখোঁর মধ্যপন্থী দল মাত্র ২০ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল।

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে গণনাও অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ফলাফল অনুসারে, এই নির্বাচনে বামপন্থীদের জয়জয়কার হয়েছে। বিপরীতে প্রথম ধাপে চমক দেখানো কট্টর ডানপন্থী নেতা মেরি ল পেনের দল অনেকটাই পিছিয়ে পড়েছেন।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদন অনুসারে, ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে মেরি ল পেনের দল ন্যাশনাল র্যালি এগিয়ে থাকলেও দ্বিতীয় ধাপের ভোট ল পেনের বিরোধী দলগুলোর মধ্যে জোট গঠিত হওয়ার কারণে ন্যাশনাল র্যালিকে পিছিয়ে পড়তে হয়েছে। তবে কোনো দল বা জোটই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয়সংখ্যক আসন নিশ্চিত করতে পারেনি।
ফরাসি সরকারের দেওয়া তথ্যানুসারে, দেশটির ৫৭৭ আসনের পার্লামেন্টে বামপন্থী ন্যাশনাল পপুলার ফ্রন্ট পেয়েছে ১৮৮ আসন, ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর উদারপন্থী দল পেয়েছে ১৬১টি আসন। আর পেরি ল পেনের ন্যাশনাল র্যালি দল পেয়েছে ১৪২টি আসন, যা বিগত ৫০ বছরের মধ্যে ফ্রান্সের ইতিহাসে সর্বোচ্চ।
ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে নিজ দলের ভরাডুবির পর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে সম্প্রতি মাখোঁ দেশটিতে আগাম নির্বাচনের ঘোষণা দেন। প্রথম ধাপের নির্বাচন শেষে তাঁরা এই কৌশল তাঁর দলের জন্য হিতে বিপরীত হয়ে দেখা দিয়েছিল। প্রথম ধাপের নির্বাচন শেষে দেখা গেছে, কাস্ট হওয়া ভোটের এক-তৃতীয়াংশ (৩৩ দশমিক ১৫ শতাংশ) ভোট পেয়ে সবচেয়ে এগিয়ে ছিল ল পেনের ন্যাশনাল র্যালি। অন্যদিকে ইমানুয়েল মাখোঁর মধ্যপন্থী দল মাত্র ২০ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে ছিল।

ইরানে গত রাতের দেশজুড়ে বিক্ষোভ চলাকালে রাষ্ট্রীয় দমনপীড়ন ও সহিংসতার মাত্রা খুবই তীব্র ছিল বলে জানিয়েছে বিবিসি পারসিয়ান। বিভিন্ন শহর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংবাদ সংস্থাটি বলছে, নিরাপত্তা বাহিনীর গুলিতে অনেক বিক্ষোভকারী নিহত ও আহত হয়েছেন।
৭ ঘণ্টা আগে
দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে ইরান সরকার। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দেশের ‘বর্তমান পরিস্থিতির’ কারণে নিরাপত্তা কর্তৃপক্ষের সিদ্ধান্তে এই ইন্টারনেট...
৭ ঘণ্টা আগে
কঠোর নিরাপত্তা অভিযান ও দমন–পীড়নের পরও শুক্রবার রাতে (১৩ তম দিন) আবারও ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইরানের রাজধানী তেহরানে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, শহরের বিভিন্ন এলাকায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসে সরকারবিরোধী স্লোগান দিচ্ছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। একই সঙ্গে নিহত হয়েছেন ১৪ নিরাপত্তা সদস্য; এমন তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।
৮ ঘণ্টা আগে