
নতুন আলোচনার কথা বলে রাশিয়া সময় ক্ষেপণ করতে চাইছে। যাতে তাঁরা নতুন করে আক্রমণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে পারে। স্থানীয় সময় আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখিলো পদোলিয়াক এএফপিকে এই কথা বলেছেন।
পদোলিয়াক এএফপিকে বলেন, সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনকে একটি আলোচনায় বসার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে। পদোলিয়াকের মতে ৬ মাস ধরে চলা যুদ্ধ এখন শেষ পর্যায়ের দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘এই আলোচনার সময় মস্কো ইউক্রেনের যেসব অঞ্চল অধিকার করে নিয়েছে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেই আলোচনায় বসতে চেয়েছিল।’
রাশিয়ার সঙ্গে কিয়েভের কোনো রাজনৈতিক যোগাযোগ নেই উল্লেখ করে পদোলিয়াক বলেন, ‘রাশিয়া বিভিন্ন মাধ্যমে আলোচনার প্রস্তাব পাঠায়। তবে পদোলিয়াক তাদের নাম উল্লেখ করেননি।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি আগস্টের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেসহ তিনি বেশ কয়েকবার বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে প্রস্তুত। সম্প্রতি গত সপ্তাহের শুক্রবার জাতিসংঘের মহাসচিবসহ ইউক্রেন সফর করেন।
পদোলিয়াক বলেন, ইউক্রেনের অবস্থান ছিল এখনো আছে, মস্কো প্রকৃতপক্ষে শান্তি আলোচনা চায় না। বরং তাঁরা নতুন করে আক্রমণ শুরু করার আগে রুশ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য সময় ক্ষেপণের চেষ্টা করছে মাত্র।
এর আগেও, কিয়েভ একাধিকবার জানিয়েছে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড না ছাড়লে কোনো আলোচনা সম্ভব নয়। ইউক্রেনের লক্ষ্য হারানো অঞ্চল পুনরুদ্ধার করা এবং ২০১৪ সালে রাশিয়া যে ক্রিমিয়াকে সংযুক্ত করে নিয়েছে তাও দখল মুক্ত করা।

নতুন আলোচনার কথা বলে রাশিয়া সময় ক্ষেপণ করতে চাইছে। যাতে তাঁরা নতুন করে আক্রমণের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করতে পারে। স্থানীয় সময় আজ সোমবার ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখিলো পদোলিয়াক এএফপিকে এই কথা বলেছেন।
পদোলিয়াক এএফপিকে বলেন, সম্প্রতি কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনকে একটি আলোচনায় বসার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে। পদোলিয়াকের মতে ৬ মাস ধরে চলা যুদ্ধ এখন শেষ পর্যায়ের দিকে যাচ্ছে। তিনি আরও বলেন, ‘এই আলোচনার সময় মস্কো ইউক্রেনের যেসব অঞ্চল অধিকার করে নিয়েছে সেখানে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রেখেই আলোচনায় বসতে চেয়েছিল।’
রাশিয়ার সঙ্গে কিয়েভের কোনো রাজনৈতিক যোগাযোগ নেই উল্লেখ করে পদোলিয়াক বলেন, ‘রাশিয়া বিভিন্ন মাধ্যমে আলোচনার প্রস্তাব পাঠায়। তবে পদোলিয়াক তাদের নাম উল্লেখ করেননি।
এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি আগস্টের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানেসহ তিনি বেশ কয়েকবার বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার সংকট নিরসনে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতে প্রস্তুত। সম্প্রতি গত সপ্তাহের শুক্রবার জাতিসংঘের মহাসচিবসহ ইউক্রেন সফর করেন।
পদোলিয়াক বলেন, ইউক্রেনের অবস্থান ছিল এখনো আছে, মস্কো প্রকৃতপক্ষে শান্তি আলোচনা চায় না। বরং তাঁরা নতুন করে আক্রমণ শুরু করার আগে রুশ সেনাবাহিনীর প্রস্তুতির জন্য সময় ক্ষেপণের চেষ্টা করছে মাত্র।
এর আগেও, কিয়েভ একাধিকবার জানিয়েছে, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের ভূখণ্ড না ছাড়লে কোনো আলোচনা সম্ভব নয়। ইউক্রেনের লক্ষ্য হারানো অঞ্চল পুনরুদ্ধার করা এবং ২০১৪ সালে রাশিয়া যে ক্রিমিয়াকে সংযুক্ত করে নিয়েছে তাও দখল মুক্ত করা।

ঢাকায় ভারতীয় হাইকমিশনসহ খুলনা, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটে দেশটির সহকারী হাইকমিশন রয়েছে। এ সব মিশন থেকেই কূটনীতিক ও অন্য কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত। নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন–ফ্যামিলি’ পোস্টিং ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
১০ মিনিট আগে
গাজা পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শান্তি পর্ষদ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক ও নানা প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাকে পুনরুজ্জীবিত করার কথা বলা হচ্ছে। তবে এই উদ্যোগের আড়ালে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থ এবং ঘনিষ্ঠ মহলের প্রভাব বিস্তারের...
১০ ঘণ্টা আগে
ডেনমার্কের গ্রিনল্যান্ড এলাকা দখল নিতে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, গ্রিনল্যান্ড দখল না নিয়ে তাঁর পেছনে ফেরার সুযোগ নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের নেতারাও বলেছেন, ট্রাম্পের হুমকি এবং শুল্কের চাপে ফেলে তাঁদের পিছু হটানো যাবে না। গ্রিনল্যান্ড প্রশ্নে তাঁরা
১০ ঘণ্টা আগে
স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। দেশজুড়ে গতকাল মঙ্গলবার থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
১২ ঘণ্টা আগে