
ইউক্রেনে পাঠানো যেকোনো ফরাসি সামরিক প্রশিক্ষক রুশ সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেনের কর্মকর্তারা ফ্রান্সের কাছ থেকে তাঁদের সৈন্যদের জন্য প্রশিক্ষণ সহায়তা চাইছেন বলে খবর প্রকাশের পর গতকাল মঙ্গলবার রিপাবলিক অব কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী জিন ক্লদ গাকোসোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ল্যাভরভ বলেন, ‘আমি মনে করি ফরাসি প্রশিক্ষকেরা ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে রয়েছে। ফরাসি সামরিক কর্মকর্তা বা ভাড়াটে সেনা যে-ই হোক না কেন, তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে।’
ইউক্রেনের শীর্ষ কমান্ডার গত সপ্তাহে বলেছিলেন যে, তিনি কাগজপত্রে স্বাক্ষর করেছেন, যা শিগগিরই ফরাসি সামরিক প্রশিক্ষকদের ইউক্রেনের প্রশিক্ষণকেন্দ্রগুলোতে প্রবেশের অনুমতি দেবে।
এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো বলেছিলেন যে, তিনি কোনো গুজব সম্পর্কে মন্তব্য করবেন না। এই সপ্তাহের শেষের দিকে ডি-ডে’র ৮০তম বার্ষিক অনুষ্ঠানে ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থনের বিষয়ে বিস্তারিত বলবেন তিনি। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্য নেতাদের সঙ্গে যোগ দেবেন মাঁখো।
গতকাল মঙ্গলবার মাঁখোর কার্যালয় বলেছে যে, তারা ল্যাভরভের হুঁশিয়ারির ব্যাপারে কোনো মন্তব্য করবে না। ফরাসি প্রশিক্ষকেরা ইউক্রেনে আছেন এমন কোনো প্রমাণও নেই বলে দাবি করা হয় এ সময়।
ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসনের জন্য সমর্থন জোগাড় করতে চায় রাশিয়া। এই লক্ষ্যে ল্যাভরভ গত কয়েক বছরে বেশ কয়েকবার আফ্রিকা সফর করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আফ্রিকান দেশ ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো তাদের পুরোনো পশ্চিমা অংশীদারদের প্রতি প্রকাশ করেছে ক্রমবর্ধমান হতাশা। অঞ্চলটিতে বেশ কয়েকটি ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্যও রাশিয়ার দিকে তাকাচ্ছে দেশগুলো।
গত মঙ্গলবার ল্যাভরভ সুইজারল্যান্ডে এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনও বাতিল করেছেন। এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণও জানানো হয়নি। বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ১৮ শতাংশ রয়েছে রাশিয়ার দখলে।
ল্যাভরভ এই সম্মেলন প্রসঙ্গে বলেন, ‘এই সম্মেলনের কোনো অর্থ নেই। এর একমাত্র অর্থ হতে পারে—ভেঙে যাওয়ার প্রক্রিয়ায় থাকা রুশবিরোধী ব্লককে রক্ষা করার চেষ্টা করা।’

ইউক্রেনে পাঠানো যেকোনো ফরাসি সামরিক প্রশিক্ষক রুশ সশস্ত্র বাহিনীর জন্য ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেনের কর্মকর্তারা ফ্রান্সের কাছ থেকে তাঁদের সৈন্যদের জন্য প্রশিক্ষণ সহায়তা চাইছেন বলে খবর প্রকাশের পর গতকাল মঙ্গলবার রিপাবলিক অব কঙ্গোর পররাষ্ট্রমন্ত্রী জিন ক্লদ গাকোসোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ল্যাভরভ এ মন্তব্য করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
ল্যাভরভ বলেন, ‘আমি মনে করি ফরাসি প্রশিক্ষকেরা ইতিমধ্যে ইউক্রেনের ভূখণ্ডে রয়েছে। ফরাসি সামরিক কর্মকর্তা বা ভাড়াটে সেনা যে-ই হোক না কেন, তারা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হবে।’
ইউক্রেনের শীর্ষ কমান্ডার গত সপ্তাহে বলেছিলেন যে, তিনি কাগজপত্রে স্বাক্ষর করেছেন, যা শিগগিরই ফরাসি সামরিক প্রশিক্ষকদের ইউক্রেনের প্রশিক্ষণকেন্দ্রগুলোতে প্রবেশের অনুমতি দেবে।
এরপর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো বলেছিলেন যে, তিনি কোনো গুজব সম্পর্কে মন্তব্য করবেন না। এই সপ্তাহের শেষের দিকে ডি-ডে’র ৮০তম বার্ষিক অনুষ্ঠানে ইউক্রেনের প্রতি ফ্রান্সের সমর্থনের বিষয়ে বিস্তারিত বলবেন তিনি। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ অন্য নেতাদের সঙ্গে যোগ দেবেন মাঁখো।
গতকাল মঙ্গলবার মাঁখোর কার্যালয় বলেছে যে, তারা ল্যাভরভের হুঁশিয়ারির ব্যাপারে কোনো মন্তব্য করবে না। ফরাসি প্রশিক্ষকেরা ইউক্রেনে আছেন এমন কোনো প্রমাণও নেই বলে দাবি করা হয় এ সময়।
ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসনের জন্য সমর্থন জোগাড় করতে চায় রাশিয়া। এই লক্ষ্যে ল্যাভরভ গত কয়েক বছরে বেশ কয়েকবার আফ্রিকা সফর করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকটি আফ্রিকান দেশ ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো তাদের পুরোনো পশ্চিমা অংশীদারদের প্রতি প্রকাশ করেছে ক্রমবর্ধমান হতাশা। অঞ্চলটিতে বেশ কয়েকটি ইসলামি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার জন্যও রাশিয়ার দিকে তাকাচ্ছে দেশগুলো।
গত মঙ্গলবার ল্যাভরভ সুইজারল্যান্ডে এই মাসের শেষের দিকে অনুষ্ঠিত হতে যাওয়া ইউক্রেন শান্তি সম্মেলনও বাতিল করেছেন। এই সম্মেলনে রাশিয়াকে আমন্ত্রণও জানানো হয়নি। বর্তমানে ইউক্রেনীয় ভূখণ্ডের প্রায় ১৮ শতাংশ রয়েছে রাশিয়ার দখলে।
ল্যাভরভ এই সম্মেলন প্রসঙ্গে বলেন, ‘এই সম্মেলনের কোনো অর্থ নেই। এর একমাত্র অর্থ হতে পারে—ভেঙে যাওয়ার প্রক্রিয়ায় থাকা রুশবিরোধী ব্লককে রক্ষা করার চেষ্টা করা।’

দক্ষিণ চীন সাগরে মহড়া শেষ করে মার্কিন বিমানবাহী রণতরী সেখান থেকে সরে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে বলে জানা গেছে। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই খবরের ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দেন।
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে হামাসের শীর্ষ নেতা ও গাজার অন্যান্য ফিলিস্তিনি সংগঠনের প্রতিনিধিরা মিসরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন। যুদ্ধবিরতি কার্যত টালমাটাল অবস্থায়। কারণ, ইসরায়েল একের পর এক তা লঙ্ঘন করছে এবং গাজায় গণহত্যামূলক
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট–আইসিই এজেন্টরা একটি গাড়ি থেকে টেনে–হিঁচড়ে বের করে নেওয়ার সময় চিৎকার করতে থাকা যে নারীর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, তাঁকে শনাক্ত করা হয়েছে। তিনি একজন প্রযুক্তিবিদ, এলজিবিটি ও বর্ণবৈষম্যবিরোধী অধিকারকর্মী।
৪ ঘণ্টা আগে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের এক মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে সরকার। মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ডানপন্থী হিন্দু সংগঠনগুলোর টানা প্রতিবাদের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)...
৬ ঘণ্টা আগে