আজকের পত্রিকা ডেস্ক

পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে এক নারীর ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী একজন কর্মী ছিলেন এবং গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে তিনি হামলার শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তা রক্ষী।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ২২ বছর বয়সী এক পোলিশ তরুণকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন, আটক যুবক তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তবে তিনি ওয়ারশ শহরের নন।
বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ‘একটি বিরাট ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হামলাকারী ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে এবং সরাসরি ‘অডিটোরিয়াম ম্যাক্সিমাম’ নামের বড় লেকচার হলে চলে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত নারী ৫৩ বছর বয়সী একজন প্রহরী ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নিরাপত্তাকর্মীর বয়স ৩৯।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর অলোইজি নোভাক বলেন, ‘এই হত্যাকাণ্ডে আমরা সবাই স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
পোল্যান্ডের ন্যায়বিচার মন্ত্রী আদম বডনার ওই সময় কাছাকাছি একটি হলে প্যানেল আলোচনায় অংশ নিচ্ছিলেন। তিনি হামলা প্রত্যক্ষ না করলেও রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তিনি ঘটনার কথা জানতে পারেন। তিনি জানান, তাঁর নিরাপত্তায় নিযুক্ত একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আহত নিরাপত্তারক্ষীকে সহায়তা করেছেন।
ওয়ারশ শহরের মেয়র রাফাল ত্রাশকোভস্কিও এই ঘটনাকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এই বর্বর হামলার উপযুক্ত ও কঠোর শাস্তি হওয়া উচিত।’
এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সংগীত উৎসব ‘জুভেনালিয়া’ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ে এক নারীর ওপর কুড়াল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে তিনি নিহত হন বলে জানিয়েছে দেশটির পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত নারী একজন কর্মী ছিলেন এবং গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে তিনি হামলার শিকার হন। তাঁকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন এক নিরাপত্তা রক্ষী।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, এই ঘটনায় ২২ বছর বয়সী এক পোলিশ তরুণকে আটক করা হয়েছে। তবে কী উদ্দেশ্যে তিনি হামলা চালিয়েছেন, তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় একজন প্রসিকিউটর জানিয়েছেন, আটক যুবক তৃতীয় বর্ষের আইন বিভাগের শিক্ষার্থী। তবে তিনি ওয়ারশ শহরের নন।
বিশ্ববিদ্যালয় এই ঘটনাকে ‘একটি বিরাট ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার ক্যাম্পাসে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং কোনো ক্লাস অনুষ্ঠিত হয়নি।
জানা গেছে, স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে হামলাকারী ওই তরুণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশ করে এবং সরাসরি ‘অডিটোরিয়াম ম্যাক্সিমাম’ নামের বড় লেকচার হলে চলে যায়।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত নারী ৫৩ বছর বয়সী একজন প্রহরী ছিলেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নিরাপত্তাকর্মীর বয়স ৩৯।
বিশ্ববিদ্যালয়ের রেক্টর অলোইজি নোভাক বলেন, ‘এই হত্যাকাণ্ডে আমরা সবাই স্তব্ধ। আমরা নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাই।’
পোল্যান্ডের ন্যায়বিচার মন্ত্রী আদম বডনার ওই সময় কাছাকাছি একটি হলে প্যানেল আলোচনায় অংশ নিচ্ছিলেন। তিনি হামলা প্রত্যক্ষ না করলেও রাষ্ট্রীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছ থেকে তিনি ঘটনার কথা জানতে পারেন। তিনি জানান, তাঁর নিরাপত্তায় নিযুক্ত একজন কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে আহত নিরাপত্তারক্ষীকে সহায়তা করেছেন।
ওয়ারশ শহরের মেয়র রাফাল ত্রাশকোভস্কিও এই ঘটনাকে ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এই বর্বর হামলার উপযুক্ত ও কঠোর শাস্তি হওয়া উচিত।’
এই ঘটনার পর ক্যাম্পাসজুড়ে শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ে বার্ষিক সংগীত উৎসব ‘জুভেনালিয়া’ আয়োজনের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিবাসনের বিরুদ্ধে কঠোর অভিযানের অংশ হিসেবে ২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে শিক্ষার্থী ভিসা রয়েছে প্রায় ৮ হাজারের বেশি। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্টেট ডিপার্টমেন্ট জানায়...
২ ঘণ্টা আগে
কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের খবরে বলা হয়েছে, ইরানের জন্য পরিচালিত যুক্তরাষ্ট্রের ‘ভার্চুয়াল অ্যাম্বাসি’ ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, ‘এখনই ইরান ত্যাগ করুন।’ এতে আরও বলা হয়, ‘যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার ওপর নির্ভর না করে ইরান ছাড়ার জন্য নিজস্ব পরিকল্পনা রাখুন।’
৩ ঘণ্টা আগে
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, তাঁর দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত। চাইলে ওয়াশিংটন ‘যাচাই’ করে দেখতে পারে। তবে ইরান আলোচনার জন্য উন্মুক্ত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান বিক্ষোভ দমনের জবাবে সামরিক পদক্ষেপ নেওয়ার...
৩ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার কয়েকটি পরিত্যক্ত এয়ারস্ট্রিপ পুনরুজ্জীবিত করার পরিকল্পনা নিয়েছে। সূত্র জানিয়েছে, বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোতে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
৪ ঘণ্টা আগে