Ajker Patrika

পালানোর সময় কৌতুক অভিনেতাকে ধরে ফেলল রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
রাশিয়ার কৌতুক অভিনেতা আর্তেমি অস্তানিন। ছবি: সানডে টাইমস
রাশিয়ার কৌতুক অভিনেতা আর্তেমি অস্তানিন। ছবি: সানডে টাইমস

রাশিয়া ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় একজন কমেডিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রুশ-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া রাশিয়ার এক যুদ্ধাহতকে অপমান করেছেন।

মঙ্গলবার যুক্তরাজ্য-ভিত্তিক সানডে টাইমস জানিয়েছে, আর্তেমি অস্তানিন নামের এই কমেডিয়ান সম্প্রতি মস্কোর মেট্রোতে এক পঙ্গু ভিক্ষুককে নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তিনি দাবি করেন—ওই ব্যক্তি মাইনের ওপর পা রাখার ফলে তাঁর অঙ্গ হারিয়েছেন।

আর্তেমির ওই মন্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে এবং এই ভিডিও যুদ্ধপন্থী রাশিয়ানদের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের সমর্থক এক ব্লগার অভিযোগ করেন, ওই ভিক্ষুক হয়তো ইউক্রেন যুদ্ধে আহত হয়েছেন।

এই ঘটনার ধারাবাহিকতায় তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, আর্তেমিকে ঘৃণা উসকে দেওয়া ও মানব মর্যাদা লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এই অপরাধের শাস্তি হিসেবে ছয় বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

অপ্রমাণিত সূত্রে জানা গেছে, আর্তেমি অস্তানিন রাশিয়ার মিত্র দেশ বেলারুশে পালানোর চেষ্টা করছিলেন। বেলারুশের কয়েকটি টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে, তাঁর গলায় একটি ধাতব মাংস কাটার যন্ত্র বাঁধা রয়েছে।

আর্তেমি আরও একটি বিষয়ে ব্যঙ্গ করে বলেছিলেন, রাশিয়ার মুরমানস্ক অঞ্চলের কর্মকর্তারা ইউক্রেনে নিহত রুশ সৈনিকদের মায়েদেরকে ‘মিট গ্রিন্ডার’ (মাংসের কিমা তৈরির যন্ত্র) উপহার দিয়েছেন। উল্লেখ্য, ইউক্রেনের যুদ্ধ ক্ষেত্রে ‘মিট গ্রিন্ডার’ শব্দটিকে গালি হিসেবে ব্যবহার করে রাশিয়ানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত