
ইউক্রেনের মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময় বেঁধে দিয়েছে রাশিয়া। নতুন বেঁধে দেওয়া সময় অনুযায়ী বুধবারের মধ্যে মারিউপোলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দনবাসে জোর আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। গোলন্দাজ বাহিনী এবং রকেট হামলার সহায়তা নিয়ে কয়েক হাজার রুশ সৈন্য দ্বারা তাদের ‘বহুল প্রত্যাশিত’ আক্রমণ শুরু করেছে। ইউক্রেন সরকার রাশিয়ার এই আক্রমণ প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়ে এই যুদ্ধকে ‘ব্যাটল অব দনবাস’ নামে আখ্যা দিয়েছে।
এর আগে রুশ বাহিনী ইউক্রেনের ক্রেমিন্না শহর দখল করে।
প্রায় আট সপ্তাহব্যাপী যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের কোনো বড় শহর দখল করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে মস্কো বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ও এর আশপাশের এলাকা দখল করতে চাইছে।
১৯৪৫ সালের পর ইউরোপে হওয়া সবচেয়ে বড় এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মঙ্গলবার বলেছেন, রাশিয়া বাংকার-বাস্টার বোমা দিয়ে মারিউপোলের প্রধান অবশিষ্ট শক্ত ঘাঁটি আজভস্টাল স্টিল প্ল্যান্টে হামলা করছে। তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
একটি টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেন, বিশ্ব অনলাইনে শিশুদের হত্যা দেখেও নীরব রয়েছে।
এদিকে আজ বুধবারের মধ্যে মারিউপোলের সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে মানবিক নীতির ওপর ভিত্তি করে আবার প্রস্তাব করে যে জাতীয়তাবাদী ব্যাটালিয়ন ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা ২০ এপ্রিল মস্কো সময় দুপুর ২টার মধ্যে যেন তাদের সামরিক অভিযান বন্ধ করে এবং অস্ত্র জমা দেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন জানিয়েছে, তারা ইউক্রেনের সহায়তায় আরও অস্ত্র পাঠাবে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা ইউক্রেনকে আরও গোলাবারুদ সরবরাহ করব।’ এ সময় তিনি জানান, রাশিয়ার জন্য আরও নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করা হচ্ছে।

ইউক্রেনের মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময় বেঁধে দিয়েছে রাশিয়া। নতুন বেঁধে দেওয়া সময় অনুযায়ী বুধবারের মধ্যে মারিউপোলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দনবাসে জোর আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। গোলন্দাজ বাহিনী এবং রকেট হামলার সহায়তা নিয়ে কয়েক হাজার রুশ সৈন্য দ্বারা তাদের ‘বহুল প্রত্যাশিত’ আক্রমণ শুরু করেছে। ইউক্রেন সরকার রাশিয়ার এই আক্রমণ প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়ে এই যুদ্ধকে ‘ব্যাটল অব দনবাস’ নামে আখ্যা দিয়েছে।
এর আগে রুশ বাহিনী ইউক্রেনের ক্রেমিন্না শহর দখল করে।
প্রায় আট সপ্তাহব্যাপী যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের কোনো বড় শহর দখল করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে মস্কো বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ও এর আশপাশের এলাকা দখল করতে চাইছে।
১৯৪৫ সালের পর ইউরোপে হওয়া সবচেয়ে বড় এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মঙ্গলবার বলেছেন, রাশিয়া বাংকার-বাস্টার বোমা দিয়ে মারিউপোলের প্রধান অবশিষ্ট শক্ত ঘাঁটি আজভস্টাল স্টিল প্ল্যান্টে হামলা করছে। তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
একটি টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেন, বিশ্ব অনলাইনে শিশুদের হত্যা দেখেও নীরব রয়েছে।
এদিকে আজ বুধবারের মধ্যে মারিউপোলের সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে মানবিক নীতির ওপর ভিত্তি করে আবার প্রস্তাব করে যে জাতীয়তাবাদী ব্যাটালিয়ন ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা ২০ এপ্রিল মস্কো সময় দুপুর ২টার মধ্যে যেন তাদের সামরিক অভিযান বন্ধ করে এবং অস্ত্র জমা দেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন জানিয়েছে, তারা ইউক্রেনের সহায়তায় আরও অস্ত্র পাঠাবে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা ইউক্রেনকে আরও গোলাবারুদ সরবরাহ করব।’ এ সময় তিনি জানান, রাশিয়ার জন্য আরও নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করা হচ্ছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আগামী সপ্তাহের চীন সফর করবেন। এই সময়ে ব্রিটেন ও চীন ব্যবসায়িক সংলাপে এক ‘সোনালি যুগ’ পুনরুজ্জীবিত করার লক্ষ্য নিয়েছে। এ উদ্যোগ সম্পর্কে অবগত তিনটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে। উভয় দেশের শীর্ষ নির্বাহীরা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার বলেছেন, ইরান যদি তাঁকে হত্যার চেষ্টা করে, তাহলে তিনি ‘এই পৃথিবীর বুক থেকে দেশটিকে মুছে ফেলার নির্দেশ’ দেবেন। মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশনের অনুষ্ঠান কেটি প্যাভলিচ টু–নাইটে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
৩ ঘণ্টা আগে
ভারতের নয়ডায় ৭০ ফুট গভীর গর্তে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, নিহত ওই যুবক ঘণ্টার পর ঘণ্টা সাহায্যের জন্য চিৎকার করলেও উদ্ধারকর্মীরা পানি ‘খুব ঠান্ডা’ এই অজুহাত দেখিয়ে তাঁকে উদ্ধারের জন্য নামেননি। ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা নিয়ে আবারও আগ্রাসী অবস্থান নেওয়ায়, এক ডেনিশ আইনপ্রণেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করে ভাইরাল হয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের আইনসভা ইউরোপীয় পার্লামেন্টে সাম্প্রতিক এক বিতর্কে পার্লামেন্ট সদস্য আন্দার্স ভিস্তিসেন সরাসরি ট্রাম্পকে উদ্দেশ
৪ ঘণ্টা আগে