
ইউক্রেনের মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময় বেঁধে দিয়েছে রাশিয়া। নতুন বেঁধে দেওয়া সময় অনুযায়ী বুধবারের মধ্যে মারিউপোলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দনবাসে জোর আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। গোলন্দাজ বাহিনী এবং রকেট হামলার সহায়তা নিয়ে কয়েক হাজার রুশ সৈন্য দ্বারা তাদের ‘বহুল প্রত্যাশিত’ আক্রমণ শুরু করেছে। ইউক্রেন সরকার রাশিয়ার এই আক্রমণ প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়ে এই যুদ্ধকে ‘ব্যাটল অব দনবাস’ নামে আখ্যা দিয়েছে।
এর আগে রুশ বাহিনী ইউক্রেনের ক্রেমিন্না শহর দখল করে।
প্রায় আট সপ্তাহব্যাপী যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের কোনো বড় শহর দখল করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে মস্কো বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ও এর আশপাশের এলাকা দখল করতে চাইছে।
১৯৪৫ সালের পর ইউরোপে হওয়া সবচেয়ে বড় এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মঙ্গলবার বলেছেন, রাশিয়া বাংকার-বাস্টার বোমা দিয়ে মারিউপোলের প্রধান অবশিষ্ট শক্ত ঘাঁটি আজভস্টাল স্টিল প্ল্যান্টে হামলা করছে। তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
একটি টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেন, বিশ্ব অনলাইনে শিশুদের হত্যা দেখেও নীরব রয়েছে।
এদিকে আজ বুধবারের মধ্যে মারিউপোলের সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে মানবিক নীতির ওপর ভিত্তি করে আবার প্রস্তাব করে যে জাতীয়তাবাদী ব্যাটালিয়ন ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা ২০ এপ্রিল মস্কো সময় দুপুর ২টার মধ্যে যেন তাদের সামরিক অভিযান বন্ধ করে এবং অস্ত্র জমা দেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন জানিয়েছে, তারা ইউক্রেনের সহায়তায় আরও অস্ত্র পাঠাবে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা ইউক্রেনকে আরও গোলাবারুদ সরবরাহ করব।’ এ সময় তিনি জানান, রাশিয়ার জন্য আরও নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করা হচ্ছে।

ইউক্রেনের মারিউপোলের সেনাদের আত্মসমর্পণের জন্য নতুন সময় বেঁধে দিয়েছে রাশিয়া। নতুন বেঁধে দেওয়া সময় অনুযায়ী বুধবারের মধ্যে মারিউপোলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের বিরোধপূর্ণ অঞ্চল দনবাসে জোর আক্রমণ শুরু করেছে রাশিয়ার সেনাবাহিনী। গোলন্দাজ বাহিনী এবং রকেট হামলার সহায়তা নিয়ে কয়েক হাজার রুশ সৈন্য দ্বারা তাদের ‘বহুল প্রত্যাশিত’ আক্রমণ শুরু করেছে। ইউক্রেন সরকার রাশিয়ার এই আক্রমণ প্রতিরোধ করা হবে বলে ঘোষণা দিয়ে এই যুদ্ধকে ‘ব্যাটল অব দনবাস’ নামে আখ্যা দিয়েছে।
এর আগে রুশ বাহিনী ইউক্রেনের ক্রেমিন্না শহর দখল করে।
প্রায় আট সপ্তাহব্যাপী যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের কোনো বড় শহর দখল করতে ব্যর্থ হয়েছে। এমন পরিস্থিতিতে মস্কো বিচ্ছিন্নতাবাদী অঞ্চল ও এর আশপাশের এলাকা দখল করতে চাইছে।
১৯৪৫ সালের পর ইউরোপে হওয়া সবচেয়ে বড় এই যুদ্ধে এখন পর্যন্ত ৫০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়ে পালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্টের একজন উপদেষ্টা মঙ্গলবার বলেছেন, রাশিয়া বাংকার-বাস্টার বোমা দিয়ে মারিউপোলের প্রধান অবশিষ্ট শক্ত ঘাঁটি আজভস্টাল স্টিল প্ল্যান্টে হামলা করছে। তবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।
একটি টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেন, বিশ্ব অনলাইনে শিশুদের হত্যা দেখেও নীরব রয়েছে।
এদিকে আজ বুধবারের মধ্যে মারিউপোলের সেনাদের আত্মসমর্পণ করতে বলেছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, রাশিয়ার সশস্ত্র বাহিনী সম্পূর্ণরূপে মানবিক নীতির ওপর ভিত্তি করে আবার প্রস্তাব করে যে জাতীয়তাবাদী ব্যাটালিয়ন ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা ২০ এপ্রিল মস্কো সময় দুপুর ২টার মধ্যে যেন তাদের সামরিক অভিযান বন্ধ করে এবং অস্ত্র জমা দেয়।
যুক্তরাষ্ট্র, কানাডা ও ব্রিটেন জানিয়েছে, তারা ইউক্রেনের সহায়তায় আরও অস্ত্র পাঠাবে।
এক বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, ‘আমরা ইউক্রেনকে আরও গোলাবারুদ সরবরাহ করব।’ এ সময় তিনি জানান, রাশিয়ার জন্য আরও নতুন নিষেধাজ্ঞা প্রস্তুত করা হচ্ছে।

মাদুরোকে আটকের পর আজ হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হচ্ছেন দেশটির প্রধান বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। তবে এই আলোচনার আবহের মধ্যেই ক্যারিবীয় সাগরে মার্কিন বাহিনী কর্তৃক ভেনেজুয়েলার তেল বহনকারী একটি জাহাজ জব্দের খবর পাওয়া গেছে।
৩৫ মিনিট আগে
স্টেট ডিপার্টমেন্টের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী, যেসব আবেদনকারীর দুটি দেশের নাগরিকত্ব (দ্বৈত নাগরিক) রয়েছে এবং যাঁরা ভিসার জন্য আবেদন করছেন এমন একটি দেশের বৈধ পাসপোর্ট ব্যবহার করে, যে দেশটি নিষেধাজ্ঞার তালিকায় নেই—তাঁরা এই ভিসা স্থগিতের আওতায় পড়বেন না।
১ ঘণ্টা আগে
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের শীর্ষ নেতৃত্বে গভীর মতপার্থক্য ও ক্ষমতার দ্বন্দ্বের চিত্র উঠে এসেছে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে। এই দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে রয়েছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বাইরের হুমকির বদলে সরকারের ভেতরের বিভক্তিই এখন তাঁর সবচেয়ে বড় উদ্বেগের ক
১ ঘণ্টা আগে
২৬ বছর বয়সী ওই যুবকের নাম এরফান সোলতানি। তাঁকে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) তেহরানের পশ্চিমে অবস্থিত শহর ফারদিসের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। নরওয়েভিত্তিক কুর্দি মানবাধিকার সংগঠন হেনগাও জানায়, গ্রেপ্তারের কয়েক দিনের মধ্যেই কর্তৃপক্ষ তাঁর পরিবারকে জানায়, বুধবার তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
২ ঘণ্টা আগে