
রাশিয়ায় নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত জরুরি গণভোটের আয়োজন।
এর আগে রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা শুক্রবার থেকে মঙ্গলবার (২৩ থেকে ২৭ সেপ্টেম্বর) লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোটের ঘোষণা করে। এই চার অঞ্চল ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা।
এই গণভোট নিয়ে কয়েক মাস ধরে আলোচনা করছে রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি রাশিয়ার আগ্রাসন কিছুটা ধীরগতির হয় এবং পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কিছু অংশ পুনরুদ্ধার করে ইউক্রেন। এর পরই রাশিয়া সমর্থিত কর্মকর্তারা রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন।
গণভোটের পক্ষে রাশিয়ার যুক্তি, এটি এই অঞ্চলের মানুষের জন্য মতামত প্রকাশের একটি বড় সুযোগ। শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া এই গণভোটের ফলকে জনগণের মতামত হিসেবে উপস্থাপন করতে চাইছে। পরবর্তীতে এটাকে অজুহাত হিসেবে দেখিয়ে এই অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ডের অংশ করে নেবে। ২০১৪ সালে একইভাবে ক্রিমিয়াকে নিজেদের অধিভুক্ত করে রাশিয়া।
এই গণভোটের পরিকল্পনার সমালোচনা করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স বলছে, তারা এ ধরনের ‘ভুয়া’ ব্যালটের ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না। রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে পশ্চিমারা। পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, গণভোটের এই পরিকল্পনা যুদ্ধের তীব্রতা বাড়াবে।

রাশিয়ায় নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের চারটি অঞ্চলে গণভোট শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, রাশিয়ার সঙ্গে যুক্ত হতে এই কথিত জরুরি গণভোটের আয়োজন।
এর আগে রাশিয়া-সমর্থিত কর্মকর্তারা শুক্রবার থেকে মঙ্গলবার (২৩ থেকে ২৭ সেপ্টেম্বর) লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসন অঞ্চলে গণভোটের ঘোষণা করে। এই চার অঞ্চল ইউক্রেনের ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ, যা ইউরোপের দেশ হাঙ্গেরির সমান এলাকা।
এই গণভোট নিয়ে কয়েক মাস ধরে আলোচনা করছে রুশপন্থী ইউক্রেনীয় কর্মকর্তারা। সম্প্রতি রাশিয়ার আগ্রাসন কিছুটা ধীরগতির হয় এবং পাল্টা আক্রমণের মাধ্যমে রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কিছু অংশ পুনরুদ্ধার করে ইউক্রেন। এর পরই রাশিয়া সমর্থিত কর্মকর্তারা রাশিয়ায় যোগদানের বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দেন।
গণভোটের পক্ষে রাশিয়ার যুক্তি, এটি এই অঞ্চলের মানুষের জন্য মতামত প্রকাশের একটি বড় সুযোগ। শুক্রবার থেকে শুরু হওয়া ভোটে রাশিয়ার পক্ষে ফলাফল অনিবার্য বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইউক্রেন জানিয়েছে, রাশিয়া এই গণভোটের ফলকে জনগণের মতামত হিসেবে উপস্থাপন করতে চাইছে। পরবর্তীতে এটাকে অজুহাত হিসেবে দেখিয়ে এই অঞ্চলগুলোকে নিজেদের ভূখণ্ডের অংশ করে নেবে। ২০১৪ সালে একইভাবে ক্রিমিয়াকে নিজেদের অধিভুক্ত করে রাশিয়া।
এই গণভোটের পরিকল্পনার সমালোচনা করে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্স বলছে, তারা এ ধরনের ‘ভুয়া’ ব্যালটের ফলাফলকে কখনোই স্বীকৃতি দেবে না। রাশিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলছে পশ্চিমারা। পশ্চিমা সামরিক জোট ন্যাটো বলেছে, গণভোটের এই পরিকল্পনা যুদ্ধের তীব্রতা বাড়াবে।

গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধের আবহের মধ্যেই ২০২৫ সালে ৬৯ হাজারেরও বেশি নাগরিক দেশ ছেড়েছেন। গতকাল বুধবার প্রকাশিত এক বার্ষিক প্রতিবেদনে দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান ব্যুরো (সিবিএস) জানিয়েছে, এর ফলে টানা দ্বিতীয় বছরের মতো ইসরায়েলে অভিবাসনের ভারসাম্য ঋণাত্মক পর্যায়ে পৌঁছেছে।
২ ঘণ্টা আগে
জোহরান মামদানি নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের বৃহত্তম এই শহরের প্রথম মুসলিম এবং কয়েক প্রজন্মের মধ্যে সর্বকনিষ্ঠ মেয়র হিসেবে ইতিহাস গড়লেন। আজ বৃহস্পতিবার পবিত্র কোরআন ছুঁয়ে তিনি শপথ গ্রহণ করেন।
৩ ঘণ্টা আগে
ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসীর জন্য সবটুকু আশার আলো যেন নিভে যেতে বসেছে। উপত্যকার কয়েক ডজন আন্তর্জাতিক সাহায্য সংস্থাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল, যা ওই অঞ্চলে জীবন রক্ষাকারী মানবিক কার্যক্রমকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।
৪ ঘণ্টা আগে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রা থেকে তাঁর দেশ আর মাত্র ‘১০ শতাংশ’ দূরে। তবে তিনি সতর্ক করে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখনো অমীমাংসিত এবং মস্কোকে পুরস্কৃত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে