
গত গ্রীষ্মের একাধিক বিক্ষোভে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বুধবার অন্তত দুজনকে অভিযুক্ত করেছেন সুইডিশ প্রসিকিউটররা। ওই বিক্ষোভগুলোতে মুসলিম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে দ্য ন্যাশনাল পত্রিকাকে সিনিয়র প্রসিকিউটর আনা হ্যাঙ্কিও বলেছেন, অভিযুক্ত দুজন তাঁদের বিশ্বাসের কারণে মুসলমানদের প্রতি অবমাননা প্রকাশ করতে কোরআনের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। ২০২৩ সালে ঈদের দিন স্টকহোমে একটি কোরআন পোড়ানোর ঘটনার সঙ্গে অভিযুক্তরা যুক্ত ছিলেন। এই ঘটনাটি বিশ্বের মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম দিয়েছিল।
হ্যাঙ্কিও আরও জানান, অভিযুক্ত সালওয়ান মোমিকা ও সালওয়ান নাজেম নামে দুই ইরাকি বংশোদ্ভূত অভিবাসীর কোরআন পোড়ানোর ঘটনার ভিডিও রেকর্ডও আছে।
এদিকে অভিযুক্ত নাজেম কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মার্ক সাফারইয়ান। সুইডেনের সংবিধানে তাঁর কর্মকাণ্ডের বৈধতা দেওয়া আছে বলেও মন্তব্য করেন সাফারইয়ান।
এ বিষয়ে মোমিকার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানা গেলেও ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন, ইসলাম ধর্মের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এবং পবিত্র কোরআন নিষিদ্ধের করার দাবিতে তিনি বিক্ষোভ করেছেন।
সুইডিশ অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে সুইডেনে বসবাসের অনুমতি চেয়েছেন মোমিকা। এ জন্য তাঁকে ইরাকে প্রত্যাবাসন করারও চেষ্টা হয়েছিল। কিন্তু ইরাকে ফিরে গেলে নির্যাতনের শিকার হতে পারে এমন ঝুঁকি বিবেচনায় প্রত্যাবাসন থেকে বিরত থাকা হয়।
সুইডিশ প্রসিকিউটর হ্যাঙ্কিও জানিয়েছেন, মোমিকা ও নাজেম যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তাতে তাঁদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

গত গ্রীষ্মের একাধিক বিক্ষোভে জাতিগত বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বুধবার অন্তত দুজনকে অভিযুক্ত করেছেন সুইডিশ প্রসিকিউটররা। ওই বিক্ষোভগুলোতে মুসলিম ধর্মীয় পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানোর মতো ঘটনাও ঘটেছে।
এ বিষয়ে দ্য ন্যাশনাল পত্রিকাকে সিনিয়র প্রসিকিউটর আনা হ্যাঙ্কিও বলেছেন, অভিযুক্ত দুজন তাঁদের বিশ্বাসের কারণে মুসলমানদের প্রতি অবমাননা প্রকাশ করতে কোরআনের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। ২০২৩ সালে ঈদের দিন স্টকহোমে একটি কোরআন পোড়ানোর ঘটনার সঙ্গে অভিযুক্তরা যুক্ত ছিলেন। এই ঘটনাটি বিশ্বের মুসলিম দেশগুলোতে ক্ষোভের জন্ম দিয়েছিল।
হ্যাঙ্কিও আরও জানান, অভিযুক্ত সালওয়ান মোমিকা ও সালওয়ান নাজেম নামে দুই ইরাকি বংশোদ্ভূত অভিবাসীর কোরআন পোড়ানোর ঘটনার ভিডিও রেকর্ডও আছে।
এদিকে অভিযুক্ত নাজেম কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মার্ক সাফারইয়ান। সুইডেনের সংবিধানে তাঁর কর্মকাণ্ডের বৈধতা দেওয়া আছে বলেও মন্তব্য করেন সাফারইয়ান।
এ বিষয়ে মোমিকার কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না জানা গেলেও ইতিপূর্বে তিনি জানিয়েছিলেন, ইসলাম ধর্মের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে এবং পবিত্র কোরআন নিষিদ্ধের করার দাবিতে তিনি বিক্ষোভ করেছেন।
সুইডিশ অভিবাসন সংস্থার তথ্য অনুযায়ী, মিথ্যা তথ্য দিয়ে সুইডেনে বসবাসের অনুমতি চেয়েছেন মোমিকা। এ জন্য তাঁকে ইরাকে প্রত্যাবাসন করারও চেষ্টা হয়েছিল। কিন্তু ইরাকে ফিরে গেলে নির্যাতনের শিকার হতে পারে এমন ঝুঁকি বিবেচনায় প্রত্যাবাসন থেকে বিরত থাকা হয়।
সুইডিশ প্রসিকিউটর হ্যাঙ্কিও জানিয়েছেন, মোমিকা ও নাজেম যে অভিযোগে অভিযুক্ত হয়েছেন, তাতে তাঁদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
১২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
১৩ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
১৪ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
১৪ ঘণ্টা আগে