আজকের পত্রিকা ডেস্ক

ইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন স্টারমার। তিনি গত রাতে ঘোষিত ইউক্রেনের সঙ্গে ১.৬ বিলিয়ন পাউন্ডের চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই অর্থ ইউক্রেন বেলফাস্টে তৈরি হওয়া ক্ষেপণাস্ত্র কেনার জন্য ব্যবহার করবে। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যের কর্মসংস্থান বাড়বে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া বাস্তবসম্মত নয় বলেও মত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গত সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া মোটেই যুক্তিসংগত নয়।’
ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনায় সংসদের কোনো সদস্যই সন্তুষ্ট নন।’ এ সময় স্টারমার এটাও স্পষ্ট করে দেন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন—নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় আমাদের অপরিহার্য অংশীদার থাকবে এবং আমরা কখনোই আটলান্টিকের দুই পাশের মধ্যে পক্ষ নেব না।’
স্টারমার বলেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য তার দায়িত্ব পালন করবে।

ইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
তিনি জোর দিয়ে বলেছেন, যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকবে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা একে অপরের সঙ্গে সম্পর্কিত বলেও মন্তব্য করেন স্টারমার। তিনি গত রাতে ঘোষিত ইউক্রেনের সঙ্গে ১.৬ বিলিয়ন পাউন্ডের চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি জানান, এই অর্থ ইউক্রেন বেলফাস্টে তৈরি হওয়া ক্ষেপণাস্ত্র কেনার জন্য ব্যবহার করবে। এর ফলে ইউক্রেনের প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং যুক্তরাজ্যের কর্মসংস্থান বাড়বে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া বাস্তবসম্মত নয় বলেও মত দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘গত সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে পক্ষ নেওয়া মোটেই যুক্তিসংগত নয়।’
ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ও প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনায় সংসদের কোনো সদস্যই সন্তুষ্ট নন।’ এ সময় স্টারমার এটাও স্পষ্ট করে দেন যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন—নিরাপত্তা, প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগের জন্য।
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় আমাদের অপরিহার্য অংশীদার থাকবে এবং আমরা কখনোই আটলান্টিকের দুই পাশের মধ্যে পক্ষ নেব না।’
স্টারমার বলেন, ‘এই সপ্তাহের ঘটনাগুলো দেখিয়েছে, শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ ইউক্রেনে স্থায়ী শান্তি নিশ্চিত করতে যুক্তরাজ্য তার দায়িত্ব পালন করবে।

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণি ভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।
৭ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করতে পারে—এমন ঘোষণা দিয়ে নতুন করে আন্তর্জাতিক বাণিজ্য ও ভূরাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমন ও মানবাধিকার পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৮ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
৯ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
১০ ঘণ্টা আগে