
প্রায় ৩ হাজার গাড়িসহ পুড়ে গেছে একটি কার্গো জাহাজ। আজ বুধবার নেদারল্যান্ডস উপকূলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ডাচ কোস্টগার্ড। এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডাচ কোস্টগার্ডের দেওয়া তথ্যানুসারে, মঙ্গলবার রাতে ১৯৯ মিটার দীর্ঘ ওই জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ফ্রেম্যান্টল হাইওয়ে নামে পানামায় রেজিস্ট্রার করা জাহাজটি গাড়ি নিয়ে জার্মানি থেকে মিসরে যাচ্ছিল। যাত্রাপথে ডাচ উপকূলের কাছে এসে জাহাজটিতে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেন জাহাজটির ক্রুরা।
কোস্টগার্ড জানিয়েছে, আগুন নেভাতে জাহাজটিতে পানি ব্যবহার করা হয়েছে। তবে অনেক সতর্কতার সঙ্গে খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে। কারণ, পানি বেশি হলে জাহাজটি ডুবে যেতে পারে। কোস্টগার্ড আরও জানিয়েছে, একটি টো জাহাজের সঙ্গে পুড়ে যাওয়া জাহাজটি যুক্ত করা হয়েছে।
ডাচ সরকারের নৌপথ বিভাগের মুখপাত্র এডউইন ভারসটীগ বলেছেন, ‘সম্ভবত এখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। জাহাজটিতে কার্গো থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।’
প্রাথমিকভাবে ডাচ কোস্টগার্ড জানিয়েছে, আগুন লাগার কারণ তাঁরা এখনো জানতে পারেননি। তবে কোস্টগার্ডেরই এক মুখপাত্র জানিয়েছেন, একটি বৈদ্যুতিক গাড়ি থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কোস্টগার্ড জানিয়েছে, ফ্রেম্যান্টল নামে জাহাজটিতে যখন আগুন ধরে যায় তখন তা ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল। আগুন লাগার পর একটি টো জাহাজ ফ্রেম্যান্টলকে প্রচলিত শিপিং লেন থেকে সরিয়ে আনে। জাহাজটি থেকে ২৩ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ধোঁয়ার কারণে গুরুতর অসুস্থ হওয়াদের চিকিৎসা দিতে তাদের হেলিকপ্টারে করে নেদারল্যান্ডসের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে।

প্রায় ৩ হাজার গাড়িসহ পুড়ে গেছে একটি কার্গো জাহাজ। আজ বুধবার নেদারল্যান্ডস উপকূলে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে ডাচ কোস্টগার্ড। এ ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি বেশ কয়েকজন আহতও হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ডাচ কোস্টগার্ডের দেওয়া তথ্যানুসারে, মঙ্গলবার রাতে ১৯৯ মিটার দীর্ঘ ওই জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। ফ্রেম্যান্টল হাইওয়ে নামে পানামায় রেজিস্ট্রার করা জাহাজটি গাড়ি নিয়ে জার্মানি থেকে মিসরে যাচ্ছিল। যাত্রাপথে ডাচ উপকূলের কাছে এসে জাহাজটিতে আগুন ধরে গেলে প্রাণ বাঁচাতে পানিতে লাফ দেন জাহাজটির ক্রুরা।
কোস্টগার্ড জানিয়েছে, আগুন নেভাতে জাহাজটিতে পানি ব্যবহার করা হয়েছে। তবে অনেক সতর্কতার সঙ্গে খুব অল্প পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে। কারণ, পানি বেশি হলে জাহাজটি ডুবে যেতে পারে। কোস্টগার্ড আরও জানিয়েছে, একটি টো জাহাজের সঙ্গে পুড়ে যাওয়া জাহাজটি যুক্ত করা হয়েছে।
ডাচ সরকারের নৌপথ বিভাগের মুখপাত্র এডউইন ভারসটীগ বলেছেন, ‘সম্ভবত এখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। জাহাজটিতে কার্গো থাকায় আগুন নেভানো কঠিন হয়ে পড়েছে।’
প্রাথমিকভাবে ডাচ কোস্টগার্ড জানিয়েছে, আগুন লাগার কারণ তাঁরা এখনো জানতে পারেননি। তবে কোস্টগার্ডেরই এক মুখপাত্র জানিয়েছেন, একটি বৈদ্যুতিক গাড়ি থেকে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
কোস্টগার্ড জানিয়েছে, ফ্রেম্যান্টল নামে জাহাজটিতে যখন আগুন ধরে যায় তখন তা ডাচ দ্বীপ অ্যামেল্যান্ড থেকে ২৭ কিলোমিটার দূরে ছিল। আগুন লাগার পর একটি টো জাহাজ ফ্রেম্যান্টলকে প্রচলিত শিপিং লেন থেকে সরিয়ে আনে। জাহাজটি থেকে ২৩ জন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। ধোঁয়ার কারণে গুরুতর অসুস্থ হওয়াদের চিকিৎসা দিতে তাদের হেলিকপ্টারে করে নেদারল্যান্ডসের মূল ভূখণ্ডে নেওয়া হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া ‘জাস্টিস মিশন ২০২৫’ শেষ হওয়ার মাত্র এক দিন পরই সি চিন পিংয়ের এই কড়া বার্তা এল। উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তা দখলের হুমকি দিয়ে আসছে।
৪ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাম হাতে কালশিটে বা কালচে দাগ দেখা দেওয়ায় তাঁর শারীরিক অবস্থা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। শপথ নেওয়ার এক বছরের মাথায় ও ৮০ বছরে পা দেওয়ার ঠিক আগমুহূর্তে প্রেসিডেন্টের এই শারীরিক পরিবর্তনগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকেরা।
৪ ঘণ্টা আগে
প্রতিবছর নভেম্বর ও ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকার খোসা, এনদেবেলে, সোথো ও ভেন্ডা সম্প্রদায়ের কিশোর ও তরুণেরা ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেয়। দক্ষিণ আফ্রিকার শিশু আইন (২০০৫) অনুযায়ী, সাধারণত ১৬ বছরের বেশি বয়সীদের খতনা করানো হয়। এর নিচে খতনা করানো দেশটিতে আইনত নিষিদ্ধ।
৫ ঘণ্টা আগে
এই হামলার ঘটনা প্রথম প্রকাশ পায় গত সেপ্টেম্বরে, যখন রাজপরিবার নিয়ে লেখা একটি বই দ্য টাইমস পত্রিকায় ধারাবাহিকভাবে ছাপা হয়। তবে এর আগে বাকিংহাম প্যালেস থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
৬ ঘণ্টা আগে