
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিরপেক্ষ ইউক্রেন রাশিয়ার মৌলিক চাওয়া। ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়া রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ এবং এই হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না। গতকাল শুক্রবার রাশিয়া-আফ্রিকা সামিটে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা সামিটে যোগ দেওয়া আফ্রিকান নেতাদের স্মরণ করিয়ে দিয়ে পুতিন বলেন, ১৯৯০ সালে যে ঘোষণার মাধ্যমে সোভিয়েত ইউক্রেনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, তাতে স্পষ্ট লেখা ছিল ইউক্রেন ‘স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ’ হওয়ার চেষ্টা করবে।
পুতিন বলেন, ‘ইউক্রেনের নিরপেক্ষতা আমাদের কাছে মৌলিক গুরুত্ব বহন করে। তাই কেন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার চেষ্টা করছে, তা আমাদের কাছে স্পষ্ট। কিন্তু তাদের এই প্রচেষ্টা আমাদের নিরাপত্তার জন্য একটি মৌলিক হুমকি উত্থাপন করেছে। ফলে আমরা আমাদের সীমান্তের কাছে এমন কোনো জোটের সামরিক অবকাঠামোকে মেনে নেব না, যারা ঐতিহাসিকভাবে আমাদের প্রতি বিরূপ।’
এদিকে, আফ্রিকার বেশ কয়েকটি দেশের কাছে পাওনা প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলারেরও বেশি ঋণ মওকুফ করে দিয়েছে রাশিয়ার সরকার। তার আগে, আফ্রিকা মহাদেশের ছয়টি দেশে বিনা মূল্যে ৫০ হাজার টন খাদ্যশস্য পাঠানোর প্রতিশ্রুতি দেয় রাশিয়া।
রাশিয়ার সঙ্গে আফ্রিকার বাণিজ্যের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে পুতিন বলেন, ‘আফ্রিকার দেশগুলোর কাছে পাওনা মোট ২ হাজার ৩০০ কোটি ডলার ঋণ রাশিয়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া অতীতে যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হয়েছিল সেই একই উদ্দেশ্যে আরও ৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।’
অপরদিকে ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো আফ্রিকা মহাদেশের ছয়টি দেশে বিনা মূল্যে ৫০ হাজার টন খাদ্যশস্য পাঠাবে। আগামী তিন-চার মাসের মধ্যেই এই খাদ্যশস্য পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। দেশগুলো হলো বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিরপেক্ষ ইউক্রেন রাশিয়ার মৌলিক চাওয়া। ইউক্রেনের ন্যাটোর সদস্য হওয়া রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ এবং এই হুমকি কোনোভাবেই সহ্য করা হবে না। গতকাল শুক্রবার রাশিয়া-আফ্রিকা সামিটে দেওয়া এক ভাষণে তিনি এ কথা বলেন।
সেন্ট পিটার্সবার্গে রাশিয়া-আফ্রিকা সামিটে যোগ দেওয়া আফ্রিকান নেতাদের স্মরণ করিয়ে দিয়ে পুতিন বলেন, ১৯৯০ সালে যে ঘোষণার মাধ্যমে সোভিয়েত ইউক্রেনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে, তাতে স্পষ্ট লেখা ছিল ইউক্রেন ‘স্থায়ীভাবে নিরপেক্ষ দেশ’ হওয়ার চেষ্টা করবে।
পুতিন বলেন, ‘ইউক্রেনের নিরপেক্ষতা আমাদের কাছে মৌলিক গুরুত্ব বহন করে। তাই কেন পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার চেষ্টা করছে, তা আমাদের কাছে স্পষ্ট। কিন্তু তাদের এই প্রচেষ্টা আমাদের নিরাপত্তার জন্য একটি মৌলিক হুমকি উত্থাপন করেছে। ফলে আমরা আমাদের সীমান্তের কাছে এমন কোনো জোটের সামরিক অবকাঠামোকে মেনে নেব না, যারা ঐতিহাসিকভাবে আমাদের প্রতি বিরূপ।’
এদিকে, আফ্রিকার বেশ কয়েকটি দেশের কাছে পাওনা প্রায় ২ হাজার ৩০০ কোটি ডলারেরও বেশি ঋণ মওকুফ করে দিয়েছে রাশিয়ার সরকার। তার আগে, আফ্রিকা মহাদেশের ছয়টি দেশে বিনা মূল্যে ৫০ হাজার টন খাদ্যশস্য পাঠানোর প্রতিশ্রুতি দেয় রাশিয়া।
রাশিয়ার সঙ্গে আফ্রিকার বাণিজ্যের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে পুতিন বলেন, ‘আফ্রিকার দেশগুলোর কাছে পাওনা মোট ২ হাজার ৩০০ কোটি ডলার ঋণ রাশিয়া মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া অতীতে যে উদ্দেশ্যে ঋণ দেওয়া হয়েছিল সেই একই উদ্দেশ্যে আরও ৯০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে।’
অপরদিকে ভ্লাদিমির পুতিন বলেন, মস্কো আফ্রিকা মহাদেশের ছয়টি দেশে বিনা মূল্যে ৫০ হাজার টন খাদ্যশস্য পাঠাবে। আগামী তিন-চার মাসের মধ্যেই এই খাদ্যশস্য পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। দেশগুলো হলো বুরকিনা ফাসো, জিম্বাবুয়ে, মালি, সোমালিয়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির জনগণের প্রতি বিক্ষোভ চালিয়ে যাওয়ার সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি ইরানিদের নিজ নিজ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করে নেওয়ার কথা বলেন এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ার অনুরোধ জানান।
১ ঘণ্টা আগে
২০২৫ সালে ভারতে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণাত্মক বক্তব্যের এক নতুন নজির স্থাপন করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি গবেষণা সংস্থা। ওয়াশিংটন ডিসিভিত্তিক ‘সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেট’ পরিচালিত ‘ইন্ডিয়া হেট ল্যাব’ (আইএইচএল) এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—গত বছর জুড়ে ভারতে মুসলিম
২ ঘণ্টা আগে
ইরানের গোয়েন্দা সংস্থা দাবি করেছে, দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক বাড়ি থেকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। সংস্থাটি জানায়, এসব অস্ত্র ও বিস্ফোরক তথাকথিত ‘সেল সদস্যরা’ গোপনে নিজেদের বাড়িতে লুকিয়ে রেখেছিল।
৩ ঘণ্টা আগে
ইরানে চলমান অস্থিরতায় প্রায় দুই হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। দেশজুড়ে টানা দুই সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও কঠোর দমন-পীড়নে মৃত্যুর এই সংখ্যা প্রথমবারের মতো কর্তৃপক্ষ
৪ ঘণ্টা আগে