আজকের পত্রিকা ডেস্ক

রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক প্যানেল আলোচনায় পুতিনের কাছে জানতে চাওয়া হয়, মস্কো কি ইউক্রেনের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাচ্ছে, যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে দাবি করছেন?
উত্তরে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না। আমরা চাই, রণক্ষেত্রে যেসব বাস্তবতা গড়ে উঠেছে, সেগুলোর স্বীকৃতি দেওয়া হোক।’ এ সময় তিনি বলেন, ইউক্রেন সংঘাত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে একেবারেই ভিন্ন।
প্রশ্নোত্তর পর্বে রুশ প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, ২০২২ সালের গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া সাবেক ইউক্রেনীয় অঞ্চল ছাড়াও মস্কো ইউক্রেনের আরও কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় কি না—এর সরাসরি জবাব না দিয়ে পুতিন বলেন, একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ‘সমগ্র ইউক্রেনই রাশিয়ার’ অংশ।
পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি—আমি রুশ এবং ইউক্রেনীয়দের এক জাতি বলেই মনে করি। এই দিক থেকে, পুরো ইউক্রেনই আমাদের।’ তবে তিনি এও জোর দিয়ে বলেন, মস্কো কখনোই ‘স্বাধীন দেশ’ হিসেবে ইউক্রেনের ‘অস্তিত্ব’ স্বীকার করতে ‘অস্বীকৃতি জানায়নি।’
তবে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলকে ইউক্রেনের হামলা থেকে রক্ষা করতে যে ‘বাফার জোন’ তৈরি করা হচ্ছে, তা ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঠেলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন পুতিন। এমনকি ইউক্রেনের সুমি শহর দখলের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি।
পুতিন বলেন, ‘সুমি দখলের কোনো লক্ষ্য আমাদের নেই। তবে নীতিগতভাবে আমি এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’ তিনি জানান, চলতি বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা আগ্রাসন ব্যর্থ করে দিয়ে রুশ বাহিনী সুমি অঞ্চলে প্রবেশ করে। এখন সেখানে প্রায় ১০-১২ কিলোমিটার গভীর একটি বাফার জোন গড়ে তোলা হয়েছে।
পুতিন দাবি করেন, কুরস্কে ইউক্রেনের হামলা উল্টো কিয়েভের জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে। বর্তমানে ইউক্রেনীয় সেনাবাহিনীর শূন্য হওয়া সদস্যদের জায়গা পূরণের হার মাত্র ৪৭ শতাংশ বলে উল্লেখ করেন তিনি। আর কুরস্কে হামলার সময় ইউক্রেনের প্রায় ৭৬ হাজার সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: আরটি
আরও খবর পড়ুন:

রাশিয়া ইউক্রেনের আত্মসমর্পণ চায় না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল শুক্রবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের এক প্যানেল আলোচনায় পুতিনের কাছে জানতে চাওয়া হয়, মস্কো কি ইউক্রেনের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাচ্ছে, যেমনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে দাবি করছেন?
উত্তরে পুতিন বলেন, ‘আমরা ইউক্রেনের আত্মসমর্পণ চাই না। আমরা চাই, রণক্ষেত্রে যেসব বাস্তবতা গড়ে উঠেছে, সেগুলোর স্বীকৃতি দেওয়া হোক।’ এ সময় তিনি বলেন, ইউক্রেন সংঘাত মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা থেকে একেবারেই ভিন্ন।
প্রশ্নোত্তর পর্বে রুশ প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, ২০২২ সালের গণভোটের মাধ্যমে রাশিয়ার অন্তর্ভুক্ত হওয়া সাবেক ইউক্রেনীয় অঞ্চল ছাড়াও মস্কো ইউক্রেনের আরও কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নিতে চায় কি না—এর সরাসরি জবাব না দিয়ে পুতিন বলেন, একটি নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ‘সমগ্র ইউক্রেনই রাশিয়ার’ অংশ।
পুতিন বলেন, ‘আমি বহুবার বলেছি—আমি রুশ এবং ইউক্রেনীয়দের এক জাতি বলেই মনে করি। এই দিক থেকে, পুরো ইউক্রেনই আমাদের।’ তবে তিনি এও জোর দিয়ে বলেন, মস্কো কখনোই ‘স্বাধীন দেশ’ হিসেবে ইউক্রেনের ‘অস্তিত্ব’ স্বীকার করতে ‘অস্বীকৃতি জানায়নি।’
তবে রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলকে ইউক্রেনের হামলা থেকে রক্ষা করতে যে ‘বাফার জোন’ তৈরি করা হচ্ছে, তা ইউক্রেনের ভেতরে আরও গভীরে ঠেলে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেন পুতিন। এমনকি ইউক্রেনের সুমি শহর দখলের সম্ভাবনাও তিনি পুরোপুরি নাকচ করেননি।
পুতিন বলেন, ‘সুমি দখলের কোনো লক্ষ্য আমাদের নেই। তবে নীতিগতভাবে আমি এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না।’ তিনি জানান, চলতি বছর রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনা আগ্রাসন ব্যর্থ করে দিয়ে রুশ বাহিনী সুমি অঞ্চলে প্রবেশ করে। এখন সেখানে প্রায় ১০-১২ কিলোমিটার গভীর একটি বাফার জোন গড়ে তোলা হয়েছে।
পুতিন দাবি করেন, কুরস্কে ইউক্রেনের হামলা উল্টো কিয়েভের জন্য বড় বিপর্যয় ডেকে এনেছে। বর্তমানে ইউক্রেনীয় সেনাবাহিনীর শূন্য হওয়া সদস্যদের জায়গা পূরণের হার মাত্র ৪৭ শতাংশ বলে উল্লেখ করেন তিনি। আর কুরস্কে হামলার সময় ইউক্রেনের প্রায় ৭৬ হাজার সেনা নিহত হয়েছে বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট।
তথ্যসূত্র: আরটি
আরও খবর পড়ুন:

ইরানে সরকারবিরোধী বিক্ষোভ নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছে দেশটির সরকার। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হুমকির মুখে এক তরুণের ফাঁসি কার্যকরের সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক অভিযান চালানোর অবস্থান থেকে খানিকটা সরে এসেছেন।
৫ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র বিভিন্ন ধরনের ইমিগ্র্যান্ট বা অভিবাসী ভিসা দেয়। স্থগিতের তালিকায় প্রথমেই রয়েছে পরিবারভিত্তিক অভিবাসী ভিসা। এর আওতায়—মার্কিন নাগরিকের স্বামী/স্ত্রীর ভিসা (আইআর-১, সিআর-১), বাগদত্ত/বাগদত্তা ভিসা (কে-১), মার্কিন নাগরিকের পরিবারের সদস্যদের ভিসা (আইআর-২, আইআর-৫, এফ-১, এফ-৩ ও এফ-৪)...
৭ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সামরিক হামলা আপাতত স্থগিত রাখার ইঙ্গিত দেওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ–সংক্রান্ত উদ্বেগ কিছুটা কমেছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম মাত্র একদিনেই ৪ শতাংশের বেশি কমে গেছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দ্বীপ মার্কিন নিয়ন্ত্রণে নেওয়ার প্রয়োজনীয়তার কথা আবারও জোর দিয়ে বলছেন। তবে তাঁর এমন ঘোষণার পর বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইউরোপের কয়েক দেশের একটি সম্মিলিত বাহিনী দ্বীপটিতে পৌঁছেছে।
৮ ঘণ্টা আগে