
তুরস্কের রাস্তাগুলো থেকে নেড়ি কুকুর সরিয়ে নিতে একটি আইন পাশ করা হয়েছে। তবে কুকুরগুলোকে কেবল রাস্তা থেকে সরানোই হবে না, সেগুলোকে আশ্রয় কেন্দ্রেও পাঠানো হবে। আজ মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ লক্ষ্যে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির প্রস্তাবিত আইন অনুযায়ী, শহরগুলোর কর্তৃপক্ষ কাজ হবে কুকুরগুলোকে রাস্তা থেকে সরিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। তবে কোনো কুকুর আক্রমণাত্মক আচরণ করলে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সেটিকে মেরে ফেলা হবে।
আগের আইন অনুসারে, কর্তৃপক্ষ সড়কের কুকুরগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে টিকা দেওয়ার পাশাপাশি সন্তান জন্মদানে অক্ষম করে ছেড়ে দিত। কিন্তু নতুন আইনে কুকুরগুলোকে ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। খসড়া বিল অনুসারে, তুরস্কের কুকুরের সংখ্যা আনুমানিক ৪০ লাখ। গত ২০ বছরে প্রায় ২৫ লাখ কুকুরকে খোজা করেছে কর্তৃপক্ষ। আশপাশের বাসিন্দারা প্রায়ই এসব নেড়ি কুকুরের যত্ন নেন ও পোষা প্রাণীর মতো আচরণ করেন।
তুরস্কে বর্তমানে ৩২২টি পশু আশ্রয়কেন্দ্র আছে। এগুলোতে ১ লাখ ৫০ হাজার কুকুর রাখার সক্ষমতা আছে। তাদের পুনর্বাসন পরিষেবা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য বাজেটে দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। আইনে বলা হয়েছে, নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বর্তমান আশ্রয়কেন্দ্রগুলোর উন্নতির জন্য কর্তৃপক্ষকে ২০২৮ সাল পর্যন্ত সময় দেওয়া হবে।
তবে লাখ লাখ নেড়ি কুকুরকে আটক করে আশ্রয়কেন্দ্রে পাঠানোর এমন পরিকল্পনায় খেপেছে তুরস্কের পশুপ্রেমীরা। তাঁরা বলছেন, কুকুরগুলোকে গণহারে বাচ্চা জন্মদানে অক্ষম করে দেওয়া এর চেয়ে ভালো সমাধান। গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার মানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে, এ সময় ঘটেছে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও।

তুরস্কের রাস্তাগুলো থেকে নেড়ি কুকুর সরিয়ে নিতে একটি আইন পাশ করা হয়েছে। তবে কুকুরগুলোকে কেবল রাস্তা থেকে সরানোই হবে না, সেগুলোকে আশ্রয় কেন্দ্রেও পাঠানো হবে। আজ মঙ্গলবার তুরস্কের পার্লামেন্টে এ লক্ষ্যে একটি আইনের অনুমোদন দেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির প্রস্তাবিত আইন অনুযায়ী, শহরগুলোর কর্তৃপক্ষ কাজ হবে কুকুরগুলোকে রাস্তা থেকে সরিয়ে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া। তবে কোনো কুকুর আক্রমণাত্মক আচরণ করলে বা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলে সেটিকে মেরে ফেলা হবে।
আগের আইন অনুসারে, কর্তৃপক্ষ সড়কের কুকুরগুলোকে উঠিয়ে নিয়ে গিয়ে টিকা দেওয়ার পাশাপাশি সন্তান জন্মদানে অক্ষম করে ছেড়ে দিত। কিন্তু নতুন আইনে কুকুরগুলোকে ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। খসড়া বিল অনুসারে, তুরস্কের কুকুরের সংখ্যা আনুমানিক ৪০ লাখ। গত ২০ বছরে প্রায় ২৫ লাখ কুকুরকে খোজা করেছে কর্তৃপক্ষ। আশপাশের বাসিন্দারা প্রায়ই এসব নেড়ি কুকুরের যত্ন নেন ও পোষা প্রাণীর মতো আচরণ করেন।
তুরস্কে বর্তমানে ৩২২টি পশু আশ্রয়কেন্দ্র আছে। এগুলোতে ১ লাখ ৫০ হাজার কুকুর রাখার সক্ষমতা আছে। তাদের পুনর্বাসন পরিষেবা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য বাজেটে দশমিক ৩ শতাংশ বরাদ্দ রাখার কথা বলা হয়েছে। আইনে বলা হয়েছে, নতুন আশ্রয়কেন্দ্র নির্মাণ ও বর্তমান আশ্রয়কেন্দ্রগুলোর উন্নতির জন্য কর্তৃপক্ষকে ২০২৮ সাল পর্যন্ত সময় দেওয়া হবে।
তবে লাখ লাখ নেড়ি কুকুরকে আটক করে আশ্রয়কেন্দ্রে পাঠানোর এমন পরিকল্পনায় খেপেছে তুরস্কের পশুপ্রেমীরা। তাঁরা বলছেন, কুকুরগুলোকে গণহারে বাচ্চা জন্মদানে অক্ষম করে দেওয়া এর চেয়ে ভালো সমাধান। গত কয়েক সপ্তাহ ধরে হাজার হাজার মানুষ এই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে, এ সময় ঘটেছে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনাও।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী ‘সনিক উইপন’ (শব্দাস্ত্র) ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, অস্ত্রটি বিশেষ। এটা আর কারও কাছে নেই। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির...
৪ ঘণ্টা আগে
গত বছরের জুলাইয়ে স্কটল্যান্ডের টার্নবেরিতে ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির মূল লক্ষ্য ছিল ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা এবং লবস্টারসহ (একধরনের সামুদ্রিক মাছে) নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের
৬ ঘণ্টা আগে
ফোরামে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, আমরা একটি চুক্তির খুব কাছাকাছি আছি। আমি বিশ্বাস করি, তাঁরা এখন এমন এক জায়গায় আছে, যেখান থেকে এক হয়ে চুক্তি সম্পন্ন করতে পারে। আর যদি তাঁরা তা না করে, তবে তাঁরা স্টুপিড। আমি জানি তাঁরা আসলে নির্বোধ নন, কিন্তু এই সমাধান করতে না পারলে তাঁদের নির্বোধই বলতে হবে।’
৬ ঘণ্টা আগে
বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে আবারও গ্রিনল্যান্ড দখলের ঘোষণা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বুধবার ফোরামে দেওয়া ভাষণে তিনি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ইউরোপীয় মিত্রদের প্রতি হুঁশিয়ারি...
৬ ঘণ্টা আগে