ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রস্তাবিত পরমাণু চুক্তির বিষয়ে ইরান যৌক্তিকভাবে সাড়া দিয়েছে। স্থানীয় সময় আজ সোমবার ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ২০১৫ সালের পরমাণু চুক্তির পুনরুজ্জীবনের বিষয়ে যৌক্তিকভাবে সাড়া দিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
জোসেপ বোরেল বলেন, ‘বর্তমান পরিস্থিতি হলো—আমি যে প্রস্তাব দিয়েছিলাম যা ভারসাম্যপূর্ণ প্রস্তাব বলেই মনে করি। এই প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র, ইরানসহ সব পক্ষকে জানানো হয়েছিল। ইরানের তরফ থেকে এই বিষয়ে যে প্রতিক্রিয়া ছিল, তা আমি যুক্তিসংগত বলেই মনে করেছি। যুক্তরাষ্ট্র এখনো এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে উত্তর দেয়নি। আমরা সেই প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি এবং আমরা আশা করি মার্কিন প্রতিক্রিয়া আমাদের আলোচনা সম্পূর্ণ করতে সাহায্য করবে।’
জোসেপ বোরেল আরও বলেন, ‘আমি মনে করি এই চুক্তি বাস্তবায়ন সম্ভব। যাই হোক, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র তাদের অবস্থান পরিষ্কার করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা এই চুক্তি সফলভাবে সম্পন্ন করতে পারলে পৃথিবী আরও নিরাপদ হয়ে উঠবে।’
এই মাসের শুরুতে ইইউ ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবনের বিষয়ে ‘চূড়ান্ত’ প্রস্তাব উত্থাপন করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, চূড়ান্ত প্রস্তাবের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো—চুক্তি সইয়ের পরদিনই ইরানের ১৭টি ব্যাংক ও দেড় শতাধিক অর্থনৈতিক প্রতিষ্ঠান থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ১২০ দিনের মধ্যে আন্তর্জাতিক বাজারে দৈনিক পাঁচ কোটি ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করতে পারবে তেহরান। দক্ষিণ কোরিয়ায় জব্দ ইরানের ৭০০ কোটি ডলার ফেরত দেওয়া হবে এবং চুক্তি থেকে আবারও বেরিয়ে গেলে জরিমানা গুনতে হবে যুক্তরাষ্ট্রকে।
চুক্তি সইয়ের সঙ্গে সঙ্গে অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি সমৃদ্ধকরণ থেকে ক্রমশ সরে আসতে হবে ইরানকে। ২০১৮ সালের পর দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্প্রতি ৬০ শতাংশে উন্নীত হয়েছে। ২০১৫ সালের চুক্তি অনুযায়ী তা ৩ দশমিক ৬৭ শতাংশের মধ্যে সীমিত রাখতে হবে। উল্লেখ্য, ইউরেনিয়ামকে ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা গেলেই পারমাণবিক বোমা তৈরি করা যায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সনদ ঘোষণা ও স্বাক্ষর করতে যাচ্ছেন। অনুষ্ঠানটি গ্রিনিচ মান সময় সকাল সাড়ে ৯টা বা বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হওয়ার কথা।
২৩ মিনিট আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বলেছেন, তিনি ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার আজ বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করেছেন। পরে তিনি ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
৪ ঘণ্টা আগে
ভারত ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গতকাল বুধবার একটি নতুন নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদারত্ব চুক্তিতে সম্মত হয়েছে। এই অংশীদারত্বের আওতায় থাকবে সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা ও সন্ত্রাসবাদ মোকাবিলা। ইইউর সর্বোচ্চ কূটনীতিক কাইয়া ক্যালাস এ তথ্য জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ন্যাটো প্রধানের সঙ্গে আলোচনার পর গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তিনি একটি সমঝোতায় পৌঁছেছেন। ট্রাম্প বলেন, ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে ‘খুবই ফলপ্রসূ বৈঠকের’ পর গ্রিনল্যান্ড এবং ‘সমগ্র আর্কটিক অঞ্চল’ নিয়ে একটি ‘ভবিষ্যৎ কাঠামো’তে...
৫ ঘণ্টা আগে